K পৃষ্ঠা ৪
- English Word kill Bengali definition [কিল্] (verb transitive), (verb intransitive) (১) হত্যা করা; মৃত্যু ঘটানো। kill somebody/something off ধ্বংস করার মাধ্যমে রেহাই পাওয়া: The torrential rain killed off the mosquitoes. kill time সময় কাটানো: to kill time while waiting for the train. kill two birds with one stone একঢিলে দুই পাখি মারা; এক কাজে দুই উদ্দেশ্য সাধন করা। (২) ব্যর্থ করা; অক্রিয় করা: The bad microphone killed the show. (৩) অভিভূত করা; গভীর রেখাপাত করা। kill somebody with kindness বেশি আদর বা করুণা দেখিয়ে কারো মাথা খাওয়া/নষ্ট করা। □ (noun) নিহত প্রাণী (বিশেষত শিকারের ক্ষেত্রে): The tiger is guarding its kill. There was a lot of kill in our hunting expedition. killing (adjective) (প্রাচীন কথ্য) মজার, উপভোগ্য: a killing joke; ক্লান্তিকর: a killing journey. (noun) make a killing অসাধারণ সাফল্য লাভ করা। killer (noun) যা বা যে হত্যা করে, ধ্বংস করে; হত্যাকারী: He is a killer.
- English Word kiln Bengali definition [কিল্ন্] (noun) ইট, মাটির পাত্র, চুনাপাথর ইত্যাদি পোড়ানো বা শুকানোর বড় চুল্লি বা ভাঁটি।
- English Word kilo 1 Bengali definition [কিলোউ] (noun) কিলোগ্রামের সংক্ষেপ; কেজি।
- English Word kilo 2 Bengali definition [কিলা] (noun) সহস্র; সহস্রগুণ। kilogram (noun) এক হাজার গ্রাম; এক কিলোগ্রাম (কেজি)। kilolitre (noun) (১০০০) লিটার (তরল পদার্থমাপক)। kilometre (noun) (১০০০) মিটার (দূরত্বমাপক)। kilowatt (noun) (১০০০) ওয়াট (শক্তিমাপক)।
- English Word kilt Bengali definition [কিল্ট্] (noun) স্কটল্যান্ডের পার্বত্যাঞ্চলের পুরুষদের পরিধেয় ঝালরওয়ালা ঘাগরাবিশেষ; নারী ও শিশুদের পরিধেয় এমন ঘাগরা। kilted regiment এরকম ঘাগরা পরিহিত স্কটিশ সেনাবাহিনী।
- English Word kimono Bengali definition [কিমোউনোউ] (noun) জাপানিদের ঐতিহ্যবাহী আলখাল্লা জাতীয় ঢিলা পোশাক।
- English Word kin Bengali definition [কিন্] (noun) পরিবার; আত্মীয়স্বজন: We have no kin in this country. next of kin নিকটতম আত্মীয়।
- English Word kind 1 Bengali definition [কাইন্ড্] (adjective) সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল। kind-hearted হৃদয়বান, সদয়চিত্ত, দয়ালু। kindly (adverb) (১) সদয়ভাবে: They treated the boy kindly. (২) (বিনয় প্রকাশ) Will you kindly tell us... (৩) স্বাভাবিকভাবে; সহজে: He took kindly to his new assignment. kindness (noun) দয়া। out of kindness দয়াপরবশ হয়ে।
- English Word kind 2 Bengali definition [কাইন্ড্] (noun) (১) সগোত্র প্রাণিসমূহ; জাতি; গোষ্ঠী: man kind. (২) রকম; প্রকার; শ্রেণি: several kinds of mangoes. nothing of the kind মোটেই এরকম নয়। something of the kind অনেকটা তদ্রূপ; অনেকটা সেরকম। of a kind (ক) একগোত্রীয়; একরকম (খ) (অপছন্দ বোঝাতে): The hotel manager showed us a room of a kind. (৩) প্রকৃতি; চরিত্র: The difference between the two is one of degree and not of kind. (৪) (পাওনা আদায়) নগদ অর্থের বদলে দ্রব্যের মাধ্যমে: The employees were paid both in cash and in kind.
- English Word kindered Bengali definition [কিন্ডা:ড্] (noun) পরিবার ও রক্তসম্পর্কের আত্মীয়তা: We’re kindered spirits. □ (adjective) এই সম্পর্কিত আত্মীয়তা: Their hearts are turned to their kindered dear.
- English Word kindergarten Bengali definition [কিনডাগা:ট্ন্] (noun) প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের বয়স হয়নি এমন শিশুদের জন্য স্কুল; জার্মান পণ্ডিত-ফ্রোএব্লের নীতি অনুসারে খেলার মাধ্যমে শিশুমনের বিকাশসাধনে পরিচালিত বিদ্যালয়।
- English Word kindle Bengali definition [কিন্ড্ল্] (verb transitive), (verb intransitive) (১) আগুন ধরা; আগুন জ্বলে ওঠা; আগুন ধরানো। (২) অনুরাগ, উৎসাহ ইত্যাদি উদ্দীপ্ত করা বা হওয়া: His speech kindleed the audience’s interest. kindling (noun) আগুন জ্বালানোর উপকরণ, ইন্ধন; লাকড়ি।
- English Word kindly 1 Bengali definition [কাইন্ড্লি] (adjective) সদয়; হৃদ্যতাপূর্ণ।
- English Word kindly 2 Bengali definition [কাইন্ড্লি] (adjective) সদয়ভাবে; অনুগ্রহ করে।
- English Word kindred Bengali definition [কিন্ড্রিড্] (noun) (১) আত্মীয়তা (জন্মসূত্রে); জ্ঞাতিত্ব। (২) (Collective plural) পরিবার; জ্ঞাতিবর্গ। □ (adjective) সম্পর্কযুক্ত; সদৃশ, একই সূত্র থেকে জাত, স্বজাতিভুক্ত।
- English Word kinetic Bengali definition [কিনেটিক্] (adjective) গতিসম্পর্কিত; গতি থেকে উদ্ভূত। kinetic energy গতিসঞ্জাত শক্তি; গতিশক্তি। kinetics (noun) গতিবিদ্যা।
- English Word king Bengali definition [কিঙ্] (noun) (১) রাজা; নৃপতি। (২) অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি; king of the boxing ring. (৩) দাবা বা তাসের রাজা: The king of hearts. (৪) কোনো প্রজাতির বৃহত্তম বা শ্রেষ্ঠতম সদস্য: The lion is called the king of beasts. (৫) king cup (noun) বড় আকারের পেয়ালাসদৃশ ফুলবিশেষ। kingfisher (noun) মাছরাঙা পাখি। king-size (adjective) বড় আকারের। kingship রাজত্ব।
- English Word kingdom Bengali definition [কিঙ্ডম্] (noun) (১) রাজ্য; রাজত্ব। (২) ঈশ্বরের রাজ্য। (৩) প্রাকৃতিক জগতের তিন বৃহৎ ভাগের যেকোনো একটি: The animal kingdom.
- English Word kink Bengali definition [কিঙ্ক্] (noun) (১) ফিতা, দড়ি ইত্যাদিতে মোচড় বা পাক। (২) মনের অস্বাভাবিক প্যাঁচ; মানসিক জটিলতা। □ (verb transitive), (verb intransitive) প্যাঁচ লাগানো বা পেঁচিয়ে যাওয়া: This wire kinks easily. kinky (adjective) (ব্যক্তি) জটিল মানসিকতা বা মনে অনেক প্যাঁচ আছে এমন।
- English Word kinsfolk Bengali definition [কিন্জ্ফোউক্] (noun) (রক্তের সম্পর্কে) আত্মীয়স্বজন। kinsfolkmen (noun) পুরুষ আত্মীয়গণ। kinsfolkwomen (noun) মহিলা আত্মীয়বর্গ।