K পৃষ্ঠা ৭
- English Word knoll Bengali definition [নোউল] (noun) ছোট পাহাড়; ঢিবি।
- English Word knot Bengali definition [নট্] (noun) (১) দড়ি, সুতা বা ফিতার গিঁট বা গ্রন্থি: tie a knot; (লাক্ষণিক) বন্ধন: marriage-knot, বিবাহবন্ধন। (২) অলংকার হিসেবে পরিহিত ফিতার গ্রন্থি। (৩) শক্ত সমস্যা; বাধা। (৪) গাছ বা কাঠের গিঁট। (৫) জটলা: The workers were standing in knots in front of the factory gate. (৬) জাহাজের গতির একক: This ship travels 20 knots per hour. □ (verb transitive), (verb intransitive) গিঁট দেওয়া; জট পাকানো: The two ends of the rope were knotted together. knotty (adjective) গ্রন্থিপূর্ণ, গিঁটযুক্ত; ঝামেলাযুক্ত; সমস্যাবহুল। knotty problem জটিল সমস্যা।
- English Word know Bengali definition [নোউ] (verb transitive), (verb intransitive) (past tense knew, past participle known) (১) জানা; অবগত হওয়া: He knows me. Do you know the time of the train for Chittagong? know one’s business বাস্তব অভিজ্ঞতা থাকা। (২) make oneself known to somebody নিজের পরিচয় দান করা; কারো সঙ্গে পরিচিত হওয়া। know somebody from somebody দুজনের মধ্যে পার্থক্য করা: The brothers are so alike that it’s impossible to know one from the other. not know somebody from Adam/from a bar of soap (কথ্য) কারো সম্পর্কে বিন্দুমাত্র জানা না-থাকা। (৩) ব্যক্তিগত অভিজ্ঞতা থাকা: I knew poverty in my early life. (৪) know about/of কোনো কিছু সম্পর্কে সচেতন/জ্ঞাত থাকা: know about his illness. (৫) (যৌগশব্দে) know-all (noun) সবজান্তা ব্যক্তি। know-how (noun) বাস্তবজ্ঞান। □ (noun) in the know (কথ্য) (ব্যক্তি সম্বন্ধে) দুর্লভ তথ্য জ্ঞাত আছে এমন: Mr Ali is in the know of all the secrets of the office.
- English Word knowing Bengali definition [নোউইঙ্] (adjective) চতুর; জানে-শোনে এমন; know fellow.knowingly (adverb) (১) ইচ্ছাকৃতভাবে: He did it knowingly. (২) যেন কিছু জানে এমনভাবে: She looked knowingly at me.
- English Word knowledge Bengali definition [নলিজ্] (noun) (১) জ্ঞান; অবগতি: He has little knowledge of English. (২) অভিজ্ঞতা: I have no knowledge of mountaineering. (৩) জ্ঞানের পরিধি: To the best of my knowledge, he is a reliable person. The girl took up acting without the knowledge of her parents. knowledgeable (adjective) জানাশোনা; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন।
- English Word knuckle Bengali definition [নাক্ল্] (noun) (১) আঙুলের গাঁট। (২) (প্রাণীর) হাঁটুর হাড় অথবা হাঁটু থেকে পা পর্যন্ত অংশের মাংস (খাদ্য হিসেবে ব্যবহৃত)। □ (verb intransitive) knuckle down to আদাজল খেয়ে কোনো কাজে লাগা। knuckle under আত্মসমর্পণ করা; নতি স্বীকার করা।
- English Word koala Bengali definition [কোউআ:লা] (noun) লেজবিহীন; ছোট ভালুকের মতো দেখতে ও গাছে উঠতে সক্ষম অস্ট্রেলীয় প্রাণিবিশেষ।
- English Word kobo Bengali definition [কোবোউ] (noun) নাইজেরিয়ার মুদ্রা নায়রা (naira)-এর এক শতাংশ।
- English Word kohl Bengali definition [কোউল্] (noun) প্রাচ্যদেশে ব্যবহৃত চোখের প্রসাধন; সুরমা।
- English Word kohlrabi Bengali definition [কোউল্রা:বি] (noun) ওলকপি।
- English Word kola Bengali definition [কোউলা] (noun) পশ্চিম আফ্রিকার বৃক্ষবিশেষ। kola-nut এই গাছের ফল যা রান্নায় অথবা চিবিয়ে খাওয়া হয়।
- English Word kopeck Bengali definition (noun) =copeck.
- English Word Koran Bengali definition [কোরান] (noun) মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ; কোরআন।
- English Word kosher Bengali definition [কোউশা(র্)] (noun), (adjective) ইহুদিদের শাস্ত্রীয় বিধানসম্মত খাদ্য; খাদ্যের দোকান।
- English Word kothi Bengali definition [কোথি] (noun) (১) বিশেষভাবে নির্মিত বাসগৃহ; কুঠিবাড়ি; কুঠি। (২) পতিতালয়।
- English Word kotwal Bengali definition [কোত্ওআল] (noun) নগর রক্ষীবাহিনীর প্রধান; শহরের পুলিশপ্রধান; কোতোয়াল।
- English Word kowtow Bengali definition [কাউটাউ] (noun) (অতীতে চীনদেশীয় রীতি) মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম।
- English Word kraal Bengali definition [ক্রা:ল্] (noun) (দক্ষিণ আফ্রিকায়) ঘেরাও দেওয়া বসতি; গৃহপালিত জন্তুর খোঁয়াড়।
- English Word kremlin Bengali definition [ক্রেমলিন্] (noun) রুশ দেশের (বিশেষত মস্কোর) নগরদুর্গ। the Kremlin সাবেক সোভিয়েত ইউনিয়নের সরকার।
- English Word Krishna Bengali definition [ক্রিশ্নো] (noun) মহাভারতের উল্লেখ অনুসারে যদুবংশে জন্মগ্রহণকারী মানব দেহধারী বিষ্ণু; শ্রীকৃষ্ণ।