K পৃষ্ঠা ৮
- English Word krona Bengali definition [ক্রোউনা] (noun) সুইডেনের মুদ্রা।
- English Word krone Bengali definition [ক্রোউন] (noun) ডেনমার্ক ও নরওয়ের মুদ্রা।
- English Word krypton Bengali definition [ক্রিপ্ট্ন্] (noun) গন্ধ-বর্ণহীন গ্যাস (প্রতীক Kr)।
- English Word kudos Bengali definition [কিঊডস্] (noun) (কথ্য) সম্মান ও গৌরব।
- English Word kumis, koumiss Bengali definition [কূমিস্] (noun) মধ্য এশিয়ার ঘোটকীর দুধ থেকে চোলাই করা মদ।
- English Word kungfu Bengali definition [কুঙ্ফু] (noun) চীনদেশীয় আত্মরক্ষার কৌশল।
- English Word kutcha Bengali definition [কাচ্চা] (অপিচ cutcha [কাচ্চা]) (adjective) (১) (সাধারণতফল, ফসল প্রভৃতির ক্ষেত্রে) অপক্ব; কাঁচা। (২) অস্থায়ী। (৩) অযথার্থ; ত্রুটিপূর্ণ। kutcha appointment (noun) কোনো চাকরিতে কারো অস্থায়ী নিয়োগ। kutcha colour (noun) [uncountable noun] এমন রং যা সহজে নষ্ট হয়, উবে যায় বা ফিকে হয়। kutcha hut (noun) মাটির তৈরি কুঁড়েঘর। kutcha receipt (noun) টাকা প্রদানের সময় প্রদত্ত অস্থায়ী রসিদ, যা পরে আনুষ্ঠানিক পত্রের সঙ্গে পরিবর্তনযোগ্য।
- English Word kwashiorkor Bengali definition [কুউএশিওকো(র্)] (noun) একটি গ্রীষ্মমণ্ডলীর শিশুরোগ (খাদ্যে আমিষের অভাব থেকে সৃষ্ট)।
- English Word kwela Bengali definition [কুউএইলা] (noun) দক্ষিণ আফ্রিকার জাজ সংগীতবিশেষ।