U পৃষ্ঠা ১০
- English Word underbrush Bengali definition [আন্ডাব্রাশ্] (noun) [uncountable noun]=undergrowth (অধিক প্রচলিত).
- English Word undercarriage Bengali definition [আন্ডাক্যারিজ্] (noun) বিমানের অবতরণে ব্যবহৃত চাকা, কলকবজা ইত্যাদি; অববাহন।
- English Word undercharge Bengali definition [আন্ডাচা:জ] (verb transitive) অত্যল্প দাম বা মাশুল দাবি করা। □(noun) [আন্ডাচা:জ] অত্যল্প মাশুল; অবমূল্য।
- English Word underclothes Bengali definition [আন্ডাকোদজ] (noun) (plural) ভিতরের বস্ত্র; অন্তর্বাস, অন্তঃপট, অন্তরীয়। underclothing [আনডাক্লোদিঙ্] (noun) [uncountable noun]=underclothes.
- English Word undercover Bengali definition [আন্ডাকাভা(র্)] (adjective) গোপন; গুপ্ত; ছদ্মবেশী; চোরা: an undercover agent, চর; গুপ্তচর; গোয়েন্দা: undercover payments, গোপনে প্রদত্ত অর্থ (যেমন উৎকোচ)।
- English Word undercurrent Bengali definition [আন্ডাকারান্ট্] (noun) [uncountable noun] অন্তঃস্রোত, অন্তঃপ্রবাহ; (লাক্ষণিক) যা দৃশ্যমান তার ভিতরে ভিতের বহমান (চিন্তা বা অনুভূতির) প্রবণতা; অন্তঃস্রোত: an undercurrent of opposition/melancholy.
- English Word undercut 1 Bengali definition [আন্ডাকাট্] (noun) [uncountable noun] গরুর তলপেটের মাংসখণ্ড।
- English Word undercut 2 Bengali definition [আন্ডাকাট্] (verb transitive) (past tense, past participle অপরিবর্তিত; (undercut, undercutting, undercuts)(বাণিজ্য.) প্রতিযোগীদের তুলনায় (পণ্য, সেবা) কম দামে দেওয়া।
- English Word underdeveloped Bengali definition [আন্ডাডিভেলাপট্] (adjective) অনুন্নত; অপরিপুষ্ট; অপরিণত: underdeveloped countries/muscles.
- English Word underdo Bengali definition [আন্ডাডূ] (verb transitive) অপর্যাপ্তভাবে করা (বিশেষত রান্না করা); কম করা।
- English Word underdog Bengali definition [আন্ডাডগ্ America(n) আন্ডোগ্] (noun) (প্রায়ই the underdog) হতভাগা; অসহায় ব্যক্তি, যে সব সময়ে বিবাদ-বিসংবাদ, লড়াই ইত্যাদিতে হেরে যায়; নিপীড়িত জন; মজলুম: plead for the underdog.
- English Word underdone Bengali definition [আন্ডাডান্] (adjective) (বিশেষত মাংস) আগাগোড়া সম্পূর্ণভাবে রান্না করা নয়।
- English Word underemployed Bengali definition [আন্ডারইম্প্লয়ড্] (adjective) আংশিক রা অসম্পূর্ণভাবে নিয়োজিত; ঊনব্যাপৃত। underemployment (noun) ঊননিয়োজন।
- English Word underestimate Bengali definition [আন্ডার্এস্টিমেইট্] (verb transitive) হিসাবে কম ধরা; ছোট করে দেখা; ঊন জ্ঞান করা: underestimate the enemy’s strength. □(noun) [আন্ডার্এস্টিমাট্] [countable noun] ঊনাকলন; ঊনজ্ঞান।
- English Word underexpose Bengali definition [আন্ডারিকসপোজ্] (verb transitive) (আলোকচিত্র) (ফিল্ম বা প্লেটের উপর) অত্যল্পকাল আলোকসম্পাত করানো; অপর্যাপ্ত আলোকপাত করানো; ঊনভিব্যক্ত করা। underexposure [আন্ডারিকস্পোজা্(র্)] (noun) অপর্যাপ্ত আলোক সম্পাত; ঊনাভিব্যক্তি।
- English Word underfed Bengali definition [আন্ডাফেড্] (adjective) অতি অল্প খেয়েছে এমন; অপুষ্ট; ঊনপুষ্ট; অবপুষ্ট।
- English Word underfloor Bengali definition [আন্ডাফ্লো(র্)] (adjective) (বাড়ি গরম করার ব্যবস্থা) তাপের উৎস মেঝের নিচে স্থাপিত হয়েছে এমন; গৃহতলবর্তী: underfloor heating.
- English Word underfoot Bengali definition [আন্ডাফুট্] (adverb) নিজের পায়ের নিচে; মাটিতে; পদতলে: It is very soft underfoot.
- English Word undergarment Bengali definition [আন্ডাগা:মান্ট্] (noun) [countable noun] ভিতরের পোশাক; অন্তর্বাস; অন্তরীয়।
- English Word undergo Bengali definition [আন্ডাগো] (verb transitive) (past tense undergowent [আন্ডাওয়েন্ট্], past participle undergone [আন্ডাগন্ America(n) আন্ডাগা:ন্]) কোনোকিছুর অভিজ্ঞতা লাভ করা বা ভিতর দিয়ে যাওয়া; অতিক্রম করা; পোহানো; ভোগ করা; সওয়া: undergo much suffering.