U পৃষ্ঠা ২
- English Word umber Bengali definition [আম্বা(র্)] (adjective), (noun) হলদেটে সবুজ রঞ্জনদ্রব্যবিশেষ; হলদেটে সবুজ; আম্বার।
- English Word umbilical Bengali definition [আম্বিলিক্ল্] (adjective) umbilical cord মাতৃজঠরে ভ্রূণের নাভির সঙ্গে মায়ের ফুলের সংযোজক নালি; নাড়ি।
- English Word umbra Bengali definition [আমব্রা] (noun) গ্রহণকালে পৃথিবী বা চাঁদের ছায়া; প্রচ্ছায়া।
- English Word umbrage Bengali definition [আম্ব্রিজ্] (noun) [uncountable noun] give/take umbrage (at something) অন্যায় আচরণ করে বা যথোচিত সম্মান না দেখিয়ে ক্ষোভের সঞ্চার করা; অন্যায় আচরণে বা যথোচিত সম্মান প্রদর্শনের অভাবে ক্ষুব্ধ হওয়া; অসন্তুষ্ট; মনঃক্ষুণ্ণ করা বা হওয়া।
- English Word umbrella Bengali definition [আম্ব্রেলা] (noun) ছাতা; ছত্র; আতপত্র। দ্রষ্টব্য parasol; দ্রষ্টব্য Sun(৪)- এ sun-shade. (২) (লাক্ষণিক) শত্রুপক্ষের বিমান হামলা থেকে রক্ষায় বোমারু বিমানের উপর জঙ্গিবিমানের পাহারা; ছত্রচ্ছায়া। (৩) সুরক্ষা; পৃষ্ঠপোষকতা; ছত্রচ্ছায়া: under the umbrella of the UNO.
- English Word umlaut Bengali definition [উমলাউট্] (noun) (জার্মান ভাষাগোষ্ঠীতে) স্বরধ্বনির পরিবর্তন, যা স্বরবর্ণের উপর দুটি বিন্দুর সাহায্যে প্রদর্শিত হয় (যেমন জার্মান 'Mann' ‘মানুষ’- এর বহুবচন 'Manner', 'Fuss' ‘পা’- এর বহুবচন 'Fȕsse'); অভিশ্রুতি।
- English Word umpire Bengali definition [আম্পাইআ(র্)] (noun) ক্রিকেট, বেইসবল, টেনিস, নেটবল প্রভৃতি খেলায় বিতর্কিত প্রশ্নে বিচারকের ভূমিকা পালনে ও খেলার নিয়মকানুন যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখার নির্বাচিত ব্যক্তি; আম্পায়ার। তুলনীয় ফুটবল ও মুষ্টিযুদ্ধের ক্ষেত্রে রেফারি। □(verb transitive), (verb intransitive) আম্পায়ারের কাজ করা: umpire a cricket match.
- English Word umpteen Bengali definition [আম্প্টীন্] (adjective) (অপশব্দ) বহু; অসংখ্য। umpteenth [আমপ্টীন্থ্] (adjective) অগণিত: for the umpteenth time, জানি না কত বার।
- English Word un Bengali definition [আন্] (pronoun) (কথ্য) একজন; একটি ইত্যাদি: He’s a good ’un, ভালো লোক; That’s a good ’un ভালো নমুনা, কৌতুক ইত্যাদি।
- English Word un- Bengali definition (prefix) (দ্রষ্টব্য পরি. ৩, এখানে কয়েকটি নমুনা দেওয়া হলো)। (১) (adjective(s) ও (adverb(s)-এর পূর্বে) অ-: uncertain(ly); unwilling(ly). (২) (verb(s)-এর পূর্বে) ক্রিয়া যা নির্দেশ করে তার উল্টাটা করা: undress; unlock; unroll; unscrew. (noun(s)-এর পূর্বে) অভাবসূচক: uncertainly; unbelief.
- English Word un-dies Bengali definition [আন্ডিজ] (noun), (plural) (কথ্য) অন্তর্বাস।
- English Word unabashed Bengali definition [আনাব্যাশ্ট্] (adjective) অলজ্জ; অবিব্রত; অম্লানবদন।
- English Word unabated Bengali definition [আনাবেইটিড্] (adjective) (ঝড় ইত্যাদি) আগের মতোই তীব্র, প্রচণ্ড ইত্যাদি; অপ্রতিহত।
- English Word unable Bengali definition [আনএইব্ল্] (adjective) (কেবল predicative(ly)) অক্ষম; অপারগ: unable to do something.
- English Word unabridged Bengali definition [আনাব্রিজড্] (adjective) অসংক্ষেপিত।
- English Word unaccented Bengali definition [আন্অ্যাক্সেন্টেড্] (adjective) স্বরাঘাতহীন (অক্ষর)।
- English Word unaccompanied Bengali definition [আনাকাম্পানিড্] (adjective) (১) সঙ্গীহীন; একাকী; আলাদাভাবে প্রেরিত: unaccompanied luggage. (২) (সংগীত) বাদ্যসংগীতহীন।
- English Word unaccomplished Bengali definition [আনাক্ম্প্লিশ্ড্ (adjective) অসম্পাদিত; অকুশল; অদক্ষ।
- English Word unaccountable Bengali definition [আনাকাউন্টাব্ল্] (adjective) কারণ নির্ণয় করা যায় না এমন; অব্যাখ্যেয়; ব্যাখ্যাতীত।
- English Word unaccustomed Bengali definition [আনাকাস্টামড্] (adjective) (১) unaccustomed to অনভ্যস্ত; অস্বাভাবিক; অদ্ভুত; স্বভাববিরুদ্ধ: his unaccustomed politeness.