U পৃষ্ঠা ৮
- English Word unconstitutional Bengali definition [আন্কন্স্টিট্যিঊশান্ল্ America(n) আন্কন্স্টিটূঊশান্ল্] (adjective) অনিয়মতান্ত্রিক; অসাংবিধানিক। unconstitutionally (adverb) অসাংবিধানিকভাবে।
- English Word uncontested Bengali definition [আন্কান্টেস্টিড্] (adjective) বিরোধিতা করা হয়নি এমন; প্রতিদ্বন্দ্বিতাহীন; বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
- English Word uncontrollable Bengali definition [আন্কানট্রোলাব্ল্] (adjective) নিয়ন্ত্রণ করা যায় না এমন, অদম্য; অবাধ্য; বেয়াড়া; অসংযমনীয়। uncontrolled (adjective) অসংযত; অনিয়ন্ত্রিত।
- English Word unconventional Bengali definition [আন্কানভেন্শান্ল্] (adjective) সাধারণ বা সামান্য নয়; সমাজের রীতিনীতির বন্ধনমুক্ত থেকে মুক্ত; বেদস্তুর; অগতানুগতিক; প্রচলবিমুখ; প্রথাবিরোধী; গতানুগতিকতামুক্ত: an unconventional dress/person/way of life.
- English Word unconvincing Bengali definition [আন্কান্ভিনসিঙ্] (adjective) সত্য; সঠিক বা বাস্তব মনে হচ্ছে না এমন; অপ্রত্যয়জনক; অপ্রত্যয়ার্হ: an unconvincing explanation/attempt/ disguise. unconvinced (adjective) বিশ্বাস বোধ করে না এমন; অপ্রত্যয়ী।
- English Word uncooked Bengali definition [আন্কুক্ট্] (adjective) রাঁধা হয়নি এমন।
- English Word uncork Bengali definition [আন্কোক্] (verb transitive) (বোতলের) ছিপি খোলা।
- English Word uncountable Bengali definition [আন্কাউন্টাব্ল্] (adjective) অগণ্য; অসংখ্য।
- English Word uncouple Bengali definition [আন্কাপ্ল্] (verb transitive) বন্ধনমুক্ত করা; বাঁধন খুলে দেওয়া; বিযুক্ত/বিমুক্ত করা।
- English Word uncouth Bengali definition [আন্কূথ্] (adjective) (ব্যক্তি ও আচরণ) অমার্জিত; অভব্য; অশিষ্ট; গোঁয়ার; চোয়াড়; গ্রাম্য; অপ্রতিভ। uncouthly (adverb) অমার্জিতভাবে ইত্যাদি। uncouthness (noun) অভব্যতা; গ্রাম্যতা; গোঁয়ার্তুমি; অপ্রতিভতা।
- English Word uncover Bengali definition [আন্কাভা(র্)] (verb transitive), (verb intransitive) (১) ঢাকনা/আবরণ উন্মোচন করা; (লাক্ষণিক) উন্মোচিত/উদ্ঘাটন/ ব্যক্ত করা: uncover a plot. (২). (সামরিক) আক্রমণের জন্য উন্মোচিত করা; অরক্ষণীয় করা: uncover the enemy’s left flank. (৩) (পুরাতনী) নিজের টুপি খোলা।
- English Word uncritical Bengali definition [আন্ক্রিটিক্ল্] (adjective) বিচারবুদ্ধিবর্জিত; নির্বিচার; বিচারহীন; বাছবিচারহীন।
- English Word uncrossed Bengali definition [আন্ক্রস্ট্ America(n) আন্ক্রোস্ট্] (adjective) (বিশেষত চেক) ক্রস-না-করা। দ্রষ্টব্যcross 2 (২).
- English Word uncrowned Bengali definition [আন্ক্রাউন্ড্] (adjective) (রাজা প্রভৃতি) এখনো মুকুট পরানো হয়নি এমন; মুকুটহীন। (২) রাজার ক্ষমতা আছে কিন্তু তাঁর পদবি, নাম ইত্যাদি নেই এমন; মুকুটহীন।
- English Word unction Bengali definition [আঙ্ক্শ্ন্] (noun) [uncountable noun] বিশেষত ধর্মীয় আচার হিসেবে তৈল মর্দন; অভ্যঞ্জন। Extreme Unction (অর্থডক্স ও রোমান ক্যাথলিক পাদরি কর্তৃক) মুমূর্ষু ব্যক্তির অভ্যঞ্জন; অন্তিম অভ্যঞ্জন। (২) (কপট; লোকদেখানো) ঐকান্তিকতা; কথায় ও আচরণে সাবলীলতা; চাটুবাক্য; স্তাবকতা।
- English Word uncultivated Bengali definition [আন্কাল্টিভেইটিড্] (adjective) অকর্ষিত; অনাবাদি; অমার্জিত; অননুশীলিত।
- English Word uncultured Bengali definition [আন্কাল্চাড্] সংস্কৃতিহীন; অপরিশীলিত; শিক্ষাদীক্ষাহীন; অসভ্য।
- English Word uncut Bengali definition [আন্কাট্] (adjective) (বই) পৃষ্ঠার প্রান্তভাগে কাটা বা ছাঁটা হয়নি এমন; আকাটা; আছাঁটা; (বই, চলচ্চিত্র ইত্যাদি) অসংক্ষেপিত; অখণ্ড; অকর্তিত।
- English Word undated Bengali definition [আন্ডেইটিড্] (adjective) তারিখবিহীন; বেতারিখ: an undated cheque; undated stocks, যে পরিপণের অর্থ ফেরত নেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ নেই।
- English Word undaunted Bengali definition [আন্ডোনটিড্] (adjective) নির্বিশঙ্ক; অকুতোভয়।