U পৃষ্ঠা ৩২
- English Word utmost Bengali definition [আট্মোস্ট্] (adjective) চরম; সর্বাধিক; পরম; সর্বোচ্চ; নিরতিশয়: in the utmost danger; of the utmost importance. □(noun) যথাসাধ্য; যথাশক্তি; যথাসম্ভব: exert/enjoy oneself to the utmost.
- English Word Utopia Bengali definition [ইঊটোপিআ] (noun) [countable noun] কাল্পনিক, নিখুঁত সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা; স্বপ্নরাষ্ট্র; স্বর্গরাজ্য। Utopian [ইঊটোপিআন্] (adjective) (অপিচ utopia) আকর্ষণীয় ও বাঞ্ছনীয় তবে অবাস্তব; আকাশকুসুম: a utopian scheme.
- English Word utter 1 Bengali definition [আটা(র্)] (adjective) সম্পূর্ণ; বদ্ধ; একদম; একেবারে; চরম; নিতান্ত; নিরেট; ঘোর: utter darkness; an utter slander. utterly (adverb) (১) সম্পূর্ণরূপে; একেবারে ইত্যাদি। (২) অন্তরের অন্তস্তল পর্যন্ত; মনেপ্রাণে; সমগ্র সত্তা দিয়ে: He utterly despises you.
- English Word utter 2 Bengali definition [আটা(র্)] (verb transitive) (১) মুখ দিয়ে (শব্দ) করা; উদীরণ করা: utter a sigh/a cry of pain. (২) বলা; উদীরণ/উচ্চারণ করা: He did not utter a word. utterance [আটারান্স্] (noun) (১) (কেবল singular) বাচনভঙ্গি: a clear/defective/very rapid utterance. (২) [countable noun] উক্তি; কথা; উচ্চারণ; অভ্যুদীরণ। (৩) [uncountable noun] উদীরণ: give utterance to (one’s feelings etc) ভাষায় ব্যক্ত করা; উদীরিত করা। uttered (past tense, past participle) উচ্চারিত।
- English Word uvula Bengali definition [ইঊভ্যিউলা] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) আলজিহ্বা; আলজিব। uvular [ইঊভ্যিউলা(র্)] (adjective) আলজিহ্বা; আলজিব।
- English Word UX Bengali definition [ইঊএক্স] (noun) [countable noun, plural UXs] (ব্যবসায় ও কম্পিউটিং) ‘user experience’ -এর সংক্ষেপ। কোনো পণ্য, পদ্ধতি বা সেবা গ্রহণকালে ব্যক্তির সার্বিক অভিজ্ঞতা ও অনুভূতি: At that point I knew I wanted to pursue UX design.
- English Word uxorious Bengali definition [আকসোরিআস্] (adjective) নিজ স্ত্রীর প্রতি অত্যাসক্ত; স্ত্রৈণ; স্ত্রৈণসুলভ। uxoriously (adverb) স্ত্রৈণের মতো। uxoriousness (noun) স্ত্রৈণতা।