U পৃষ্ঠা ১১
- English Word undergraduate Bengali definition [আন্ডাগ্র্যাজুআট্] (noun) স্নাতক উপাধির জন্য অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়-ছাত্র; স্নাতক শ্রেণির ছাত্র; স্নাতক শ্রেণির: undergraduate work/studies.
- English Word underground Bengali definition [আন্ডাগ্রাউন্ড্] (attributively adjective) (১) ভূগর্ভস্থ; ভৌম; পাতাল: underground railways; underground passage, সুড়ঙ্গ পথ; underground caves. (২) (লাক্ষণিক) বিশেষত গোপন রাজনৈতিক আন্দোলন বা বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ-আন্দোলন সম্বন্ধীয়; গুপ্ত: underground workers. □(adverb) গোপনে; চোরাগোপ্তা পথে: go underground, গা ঢাকা দেওয়া/হওয়া। □(noun) (the) underground পাতাল ট্রেন (America(n)= subway); (দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে) ফরাসি গুপ্ত প্রতিরোধ-বাহিনীর সদস্য।
- English Word undergrowth Bengali definition [আন্ডাগ্রোথ] (noun) [uncountable noun] বড় বড় গাছের নিচে গজানো ছোট ছোট গাছ, গুল্ম, ঝোপঝাড়; গাছড়া।
- English Word underhand Bengali definition [আন্ডাহ্যান্ড্] (adjective), (adverb) গোপন; প্রতারণাপূর্ণ, ধূর্ত, ছলচাতুরীপূর্ণ; গোপনে; লুকিয়ে লুকিয়ে; ধূর্ততার সঙ্গে: play an underhand game; underhand methods; behave in an underhand way. underhanded (adjective) =underhand.
- English Word underhung Bengali definition [আন্ডাহ্যাঙ্] (adjective) (attributive(ly)) (নিচের চোয়াল) উপরের চোয়ালকে অতিক্রম করে গেছে এমন; অভিক্ষিপ্ত।
- English Word underlay Bengali definition [আন্ডালেই] (noun) গালিচা বা জাজিমের তলায় (সংরক্ষেণে) লাগানো পদার্থ (ফেল্ট, রবার ইত্যাদি); তলাচি।
- English Word underlet Bengali definition [আন্ডালেট্] (verb transitive) কম মূল্যে দেওয়া; ভাড়া করা বাড়ি ভাড়া দেওয়া (=sublet দ্রষ্টব্য)।
- English Word underlie Bengali definition [আন্ডালাই] (verb transitive) (১) অধঃস্থ হওয়া। (২) (তত্ত্ব আচরণ মতবাদ ইত্যাদির) ভিত্তিস্বরূপ হওয়া; মূলে থাকা; দায়ী হওয়া: the underlying reason/fault/guilt, মূল/মূলগত কারণ।
- English Word underline Bengali definition [আন্ডালাইন্] (verb transitive) (শব্দ ইত্যাদির) নিচে রেখা অঙ্কন করা; অধো/নিম্নরেখাঙ্কিত করা; (লাক্ষণিক) ঝোঁক/জোড় দেওয়া। □(noun) [আন্ডালাইন্] অধোরেখা।
- English Word underling Bengali definition [আন্ডালিঙ্] (noun) (সাধারণত অবজ্ঞাসূচক) অন্যের অধীপন নিম্নপদস্থ ব্যক্তি; চুনোপুঁটি; হুকুমবরদার; অনুজীবী।
- English Word underlip Bengali definition [আন্ডালিপ্] (noun) নিচের ঠোঁট; অধর।
- English Word undermanned Bengali definition [আন্ডাম্যান্ড্] (adjective) (জাহাজ, কারখানা ইত্যাদি) অপর্যাপ্ত লোকবলসম্পন্ন।
- English Word undermentioned Bengali definition [আন্ডামেন্শ্ন্ড্] (adjective) নিম্নোক্ত; নিম্নে উল্লেখিত।
- English Word undermine Bengali definition [আন্ডামাইন্] (verb transitive) (১) নিচে গর্ত বা সুড়ঙ্গ খোড়া; ভিত্তি দুর্বল করা; অধঃখনন করা: undermined, অধঃখাত। (২) ক্রমশ/উত্তরোত্তর দুর্বল করা; কুঁড়ে কুঁড়ে খাওয়া: Too much drinking has undermined his health.
- English Word undermost Bengali definition [আনডামোস্ট্] (adjective), (adverb) সর্বনিম্নস্থ; সর্বাধঃস্থ; সর্বাধিক অভ্যন্তরস্থ; সর্বাধিক নিচে বা অভ্যন্তরে।
- English Word underneath Bengali definition [আন্ডানীথ্] (adverb), (preposition(al)) নিচে; নিম্নে; তলে; তলদেশে; অধোদেশে; অধোভাগে।
- English Word undernourished Bengali definition [আন্ডানারিশ্ট্] (adjective) সুস্বাস্থ্য ও স্বাভাবিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত খাদ্য দেওয়া হয়নি এমন; অপুষ্ট। undernourishment (noun) অপুষ্টি; অবপুষ্টি।
- English Word underpants Bengali definition [আন্ডাপ্যান্ট্স্] (noun), (plural) জাঙিয়া। দ্রষ্টব্যpanties.
- English Word underpass Bengali definition [আন্ডাপা:স্ America(n) আন্ডাপ্যাস্] (noun) যে রাস্তা অন্য রাস্তা বা রেলপথের নিচ দিয়ে যায়; অধোবর্ত্ম; অধোমার্গ।
- English Word underpin Bengali definition [আন্ডাপিন্] (verb transitive) (underpinned, underpinning, underpins) (১) (দেওয়াল ইত্যাদির নিচে) কংক্রিট বা পাথরের আলম নির্মাণ করা; ঠেস দেওয়া। (২) (লাক্ষণিক) (মামলা, যুক্তিতর্ক ইত্যাদির) আলম্ব বা ভিত্তি নির্মাণ করা।