U পৃষ্ঠা ৬
- English Word unburden Bengali definition [আন্বাড্ন্] (verb transitive) unburden oneself/something (of something) (দুশ্চিন্তা, উদ্বেগ ইত্যাদির) ভারমুক্ত করা; হালকা/নির্ভার করা: unburden oneself to a friend, তার সঙ্গে কথা বলে মনকে হালকা করা।
- English Word unbusinesslike Bengali definition [আন্বিজনিস্লাইক্] (adjective) শৃঙ্খলা, প্রণালিবদ্ধতা, ক্ষিপ্রতা ইত্যাদির পরিচয়হীন; অব্যবসায়ীসুলভ।
- English Word unbuttoned Bengali definition [আন্বাট্ন্ড্] (adjective) বোতামখোলা; (লাক্ষণিক) খোলামেলা; নিরুদ্বিগ্ন; আনুষ্ঠানিকতামুক্ত।
- English Word uncalled-for Bengali definition [আন্কোল্ড্ ফো(র্)] (adjective) অবাঞ্ছিত; অনাবশ্যক: uncalled-for insults.
- English Word uncanny Bengali definition [আন্ক্যানি] (adjective) অস্বভাবী; অনৈসর্গিক; অপ্রাকৃত; রহস্যময়; বিদ্ঘুটে; উদ্ভ্রট; আজগুবি; অপার্থিব: uncanny noise. uncanily [আন্ক্যানিলি] (adverb) অনৈসর্গিকরূপে; রহস্যময়ভাবে।
- English Word uncared-for Bengali definition [আন্কেআড ফো(র্)] (adjective) যত্ন নেওয়া হয় না এমন; অযত্নলালিত; অবহেলিত: uncared-for children.
- English Word unceasing Bengali definition [আন্সীসিঙ্] (adjective) অবিশ্রাম; অবিরাম; অবিরল; অনবরত। unceasingly (adverb) অবিশ্রান্তভাবে।
- English Word unceremonious Bengali definition [আন্সেরিমোনিআস্] (adjective) আনুষ্ঠানিকতাহীন; লৌকিকতাহীন; শিষ্টাচারহীন। unceremoniously (adverb) আনুষ্ঠানিকতাবর্জিতভাবে; বিনা আনুষ্ঠানিকতায়। unceremoniousness (noun) আনুষ্ঠানিকতামুক্ততা; শিষ্টাচারবিহীনতা।
- English Word uncertain Bengali definition [আন্সাট্ন্] (adjective) (১) পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত: uncertain weather; a uncertain temper. (২) নিশ্চিতভাবে জ্ঞাত নয় এমন; অনিশ্চিত: be/feel uncertain (about) what to do. uncertainly (adverb) অনিশ্চিতভাবে। uncertainty [আন্সাট্ন্টি] (noun) (plural uncertainties) (১) [uncountable noun] অনিশ্চয়তা। [countable noun] যা অনিশ্চিত; the uncertainties of life.
- English Word unchain Bengali definition [আন্চেইন্] (verb transitive) শৃঙ্খলমুক্ত করা।
- English Word unchallenged Bengali definition [আন্চ্যালিনজ্ড্] (adjective) যথার্থতা, শ্রেষ্ঠতা প্রমাণের জন্য আহূত হয়নি এমন, অসমাহূত; অতর্কিত; তর্কাতীত; প্রশ্নাতীত।
- English Word unchangeable Bengali definition [আন্চেইন্জাব্ল্] (adjective) অপরিবর্তনীয়; নিত্য। unchanged [আন্চেইনজ্ড্] (adjective) অপরিবর্তিত। [আন্চেইন্জিঙ্] (noun) অপরিবর্তনশীল।
- English Word uncharitable Bengali definition [আন্চ্যারিটাব্ল্] (adjective) (বিশেষত) (অপরের আচরণ সম্বন্ধে বিচার করতে গিয়ে) কঠোর; নিষ্ঠুর; অনুদার; দোষগ্রাহী; দোষদর্শী; দাক্ষিণ্যহীন।
- English Word uncharted Bengali definition [আন্চা:টিড্] (adjective) (১) (মানচিত্র বা ছকে) অচিহ্নিত; an uncharted island. (২) (সাহিত্যিক বা লাক্ষণিক) অনাবিষ্কৃত (-পূর্ব): an uncharted sea; uncharted emotions.
- English Word unchaste Bengali definition [আন্চেইস্ট্] (adjective) অসংযমী; চরিত্রহীন; অসতী; অপবিত্র; ব্যভিচারী।
- English Word unchecked Bengali definition [অ্যান্চেক্ট্] (adjective) অনিয়ন্ত্রিত; অসংযত; অবাধ; উদ্দাম: unchecked anger.
- English Word unchristian Bengali definition [আন্ক্রিস্চান্] (adjective) (১) অখ্রিষ্টান; খ্রিষ্টধর্মের নীতিবিরোধী; অখ্রিষ্টানোচিত। (২) (কথ্য) অসুবিধাজনক ও অনুচিত: call on somebody at an unchristian hour.
- English Word uncircumcised Bengali definition [আন্সাকামসাইজ্ড্] খতনা করা হয়নি এমন; অছিন্নত্বক।
- English Word uncivil Bengali definition [আন্সিভ্ল্] (adjective) (বিশেষত) অভদ্র; অশিষ্ট; অসৌজন্যমূলক। uncivilized (adjective) অসভ্য।
- English Word unclaimed Bengali definition [আন্ক্লেইম্ড্] (adjective) দাবি করা হয়নি এমন; নির্দাবি।