U পৃষ্ঠা ৫
- English Word unbecoming Bengali definition [আন্বিকামিঙ্] (adjective) (১) বেমানান; অশোভন; an unbecoming dress. (২) unbecoming to/for যথোপযুক্ত নয় এমন; অশোভন; বেমানান। unbecomingly অশোভনরূপে।
- English Word unbefitting Bengali definition [আন্বিফিটিঙ্] (adjective) অশোভন; বেমানান।
- English Word unbelief Bengali definition [আন্বিলীফ্] (noun) [uncountable noun] (বিশেষত ঈশ্বর, ধর্ম ইত্যাদিতে) অবিশ্বাস, নাস্তিক্য। unbelievable (adjective) (১) অবিশ্বাস্য। (২) (কথ্য) অত্যন্ত বিস্ময়কর। unbelievably (adverb) অবিশ্বাস্য রকম। unbelieving (noun) অবিশ্বাসী; সংশয়াত্মা। unbelievably (adverb) অবিশ্বাসের সঙ্গে; অবিশ্বাসপূর্বক; সংশয়ান্বিতরূপে।
- English Word unbend Bengali definition [আন্বেন্ড্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle unbent [আন্বেনট্] বা unbended) (১) আনুষ্ঠানিকতাবর্জিত/খোলামেলা আচরণ করা; নমনীয় হওয়া। (২) শিথিল/শ্লথ/নমনীয় করা; আলগা/ঢিলা করা: unbend one’s mind. unbending (adjective) (বিশেষত) দৃঢসংকল্প; দৃঢপ্রতিজ্ঞ; অনমনীয়: maintain an unbending attack.
- English Word unbiassed Bengali definition (অপিচ unbiased) [আন্বাইআস্ট্] (adjective) পক্ষপাতহীন; নিরপেক্ষ; অপক্ষপাতী।
- English Word unbidden Bengali definition [আন্বিড্ন্] (adjective) (আনুষ্ঠানিক) অনাহূত; অনাদিষ্ট; অননুরুদ্ধ।
- English Word unbind Bengali definition [আন্বাইন্ড্] (verb transitive) (past tense, past participle unbound [আন্বাউন্ড্]) বন্ধনমুক্ত করা।
- English Word unblamable Bengali definition [আন্ব্লেইমাব্ল্] (adjective) অনিন্দ্য; অনিন্দনীয়; অনবদ্য।
- English Word unbleached Bengali definition [আন্ব্লীচট্] (adjective) (রাসায়নিক ক্রিয়ায় বা সূর্যালোকে) সাদা করা হয়নি এমন; কোরা।
- English Word unblemished Bengali definition [আন্ব্লেমিশ্ট্] (adjective) নিষ্কলঙ্ক; নির্দোষ; নিখুঁত; বেদাগ; নির্মল।
- English Word unblushing Bengali definition [আন্ব্লাশিঙ] (adjective) নির্লজ্জ; বেহায়া; ধৃষ্ট।
- English Word unbolt Bengali definition [আন্বোল্ট্] (verb transitive) খিল বা হুড়কা খোলা; অর্গলমুক্ত করা।
- English Word unborn Bengali definition [আন্বোন্] (adjective) অজাত; ভাবী: unborn generations.
- English Word unbosom Bengali definition [আন্বুজাম্] (verb transitive) unbosom oneself (to somebody) (নিজ দুঃখ ইত্যাদি) বলা; প্রকাশ করা; মন খুলে কথা বলা।
- English Word unbounded Bengali definition [আন্বাউন্ডিড্] (adjective) সীমাহীন; নিঃসীম; অপরিমিত।
- English Word unbowed Bengali definition [আন্বাউড্] (adjective) অবক্রীকৃত; অনত; অনমিত; অবিজিত; অজিত; অদমিত।
- English Word unbreakable Bengali definition [আন্ব্রেইকাব্ল্] (adjective) ভাঙা যায় না এমন; অভঙ্গুর; অবিধ্বংসী; অভঙ্গদ।
- English Word unbridled Bengali definition [আন্ব্রিড্ল্ড্] (adjective) (বিশেষত লাক্ষণিক) লাগামহীন; বল্গাহীন; অসংযত; লাগামছাড়া।
- English Word unbroken Bengali definition [আন্ব্রোকান্] (adjective) (বিশেষত) (১) (ঘোড়া ইত্যাদি) অদমিত; অবশীকৃত; অনায়ত্ত। (২) নিরবচ্ছিন্ন; একটানা: eight hours of unbroken sleep. (৩) (রেকর্ড ইত্যাদি) অনতিক্রান্ত; অপরাজিত।
- English Word unbuckle Bengali definition [আন্বাক্ল্] (verb transitive) বন্ধনাঙ্গুরী বা বাক্ল্স্ খোলা বা ঢিলা করা।