U পৃষ্ঠা ২১
- English Word unlike Bengali definition [আন্লাইক্] (predicatively adjective), (prefix) মতো নয়; অন্যরকম; (থেকে) ভিন্ন; আলাদা।
- English Word unlikely Bengali definition [আন্লাইক্লি] (adjective) অসম্ভাবনীয়; অসম্ভাবিত; অঘটনীয়: an unlikely event/hypothesis.
- English Word unload Bengali definition [আনলোড্] (verb transitive), (verb intransitive) (১) ভার/বোঝা নামানো; মাল খালাস করা; বোঝামুক্ত করা: unload a ship; unload cargo. (২) unload (on to) (কথ্য) (অবাঞ্ছিত কিছু থেকে) নিষ্কৃতি/অব্যাহতি পাওয়া; অন্যের ঘাড়ে চাপিয়ে নিষ্কৃতি পাওয়া: He unloaded his old TV set on to Fahim.
- English Word unlock Bengali definition [আন্লক্] (verb transitive) (দরজা ইত্যাদির) তালা খোলা।
- English Word unlocked-for Bengali definition [আন্লূক্ট্ফো(র্)] (adjective) অপ্রত্যাশিত; অনাকাঙ্ক্ষিত; উটকো।
- English Word unloose Bengali definition [আন্লূস্] (verb transitive) বন্ধনমুক্ত করা; ছেড়ে দেওয়া; মুক্ত করে দেওয়া।
- English Word unmanageable Bengali definition [আন্মানিজাব্ল্] (adjective) নিয়ন্ত্রণের অযোগ্য।
- English Word unmanly Bengali definition [আন্ম্যান্লি] (adjective) (১) দুর্বল; কাপুরুষ; অপুরুষোচিত। (২) মেয়েলি।
- English Word unmanned Bengali definition [আন্ম্যান্ড্] (adjective) নাবিকবিহীন; বৈমানিকহীন: an unmanned aircraft with remote control.
- English Word unmarried Bengali definition [আন্ম্যারিড্] (adjective) অবিবাহিত; অনূঢ়; অকৃতবিবাহ।
- English Word unmask Bengali definition [আন্মা:স্ক্ America(n) আন্ম্যাস্ক্] (verb transitive), (verb intransitive) (১) মুখোশ খুলে ফেলা/ত্যাগ করা। (২) আসল চরিত্র বা মতলব প্রকাশ করা; মুখোশ উন্মোচন করা; স্বরূপ উদ্ঘাটন করা: unmask a traitor/hypocrite; unmask treachery/hypocricy.
- English Word unmatchable Bengali definition [আন্ম্যাচাব্ল্] (adjective) অতুলনীয়; অদ্বিতীয়; তুলনাহীন; অতুল্য। unmatched [আন্ম্যাচ্ট্] অপ্রতিদ্বন্দ্বী; অপ্রতিপক্ষ; প্রতিদ্বন্দ্বীহীন।
- English Word unmeasured Bengali definition [আন্মেজাড্] (adjective) অপরিমিত; অমিত; অপ্রমিত; আমাপা।
- English Word unmentionable Bengali definition [আন্মেন্শানাব্ল্] (adjective) অকথ্য; অনুচ্চার্য; অকথনীয়; অবাচ্য।
- English Word unmerited Bengali definition [আন্মেরিটিড্] (adjective) অযোগ্যতা সত্ত্বেও প্রাপ্ত; অনর্হ।
- English Word unmindful Bengali definition [আন্মাইনড্ফ্ল্] (adjective) unmindful (of) অমনোযোগী; আনমনা; অনবধান; অপ্রণিধান; অন্যমনস্ক; ভুলো; যত্নহীন।
- English Word unmistakable Bengali definition [আন্মিস্টেইকাব্ল্] (adjective) ভ্রমাতীত; সন্দেহাতীত; অভ্রান্ত; সুস্পষ্ট: unmistakably [আন্মিস্টেইকাব্লি] ভ্রমাতীতভাবে।
- English Word unmitigated Bengali definition [আন্মিটিগেইটিড্] (adjective) সম্পূর্ণ; চরম; পুরোদস্তুর; নিরঙ্কুশ; অশমিত: an unmitigated disaster; an unmitigated evil.
- English Word unmoved Bengali definition [আনমূভ্ড্] (adjective) (বিশেষত) অনভিভূত; অবিচলিত; নির্লিপ্ত; নির্বিকার।
- English Word unnatural Bengali definition [আন্ন্যাচ্রাল্] (adjective) অস্বাভাবিক; অস্বভাবী; অনৈসর্গিক। unnaturally (adverb) অস্বাভাবিকভাবে।