U পৃষ্ঠা ১৯
- English Word unicellular Bengali definition [ইঊনিসেল্যিউলা(র্)] (adjective) এককোষী।
- English Word unicorn Bengali definition [ইঊনিকোন্] (noun) (রূপকথায়) একশিংওয়ালা অশ্বসদৃশ প্রাণিবিশেষ; (আভিজাতিক চিহ্নরূপে) সিংহের লেজযুক্ত উক্ত প্রাণীর প্রতিরূপ; ইউনিকর্ন; একশৃঙ্গ।
- English Word unidentified Bengali definition [আনাইডেন্টিফাইড্] (adjective) অশনাক্ত। unidentified flying object (সংক্ষেপ UFO [ইঊএফ্ও] বা [ইঊফো]) দ্রষ্টব্যfly ভুক্তিতে flying saucer.
- English Word uniform Bengali definition [ইঊনিফোম্] (adjective) একই; সমান; একরূপ; সমরূপ: boxes of uniform size; a uniform temperature. □টিভ্] (adjective) অকল্পনীয়; কল্পনাতীত; অভাবনীয়। (noun) কোনো সংগঠনের সব সদস্যের পরিধেয় পোশাক; উর্দি। in uniform উর্দিপরা; উর্দিতে। uniformed (adjective) উর্দিপরিহিত। সমভাবে; সমরূপে। uniformly (adverb) [ইঊ্যনিফোমাটি] (noun) [uncountable noun] সমান অবস্থা; সমরূপতা; একরূপতা।
- English Word unify Bengali definition [ইঊনিফাই] (verb transitive) (past tense, past participle unified) (১) একীভূত করা; ঐক্যবদ্ধ করা। (২) সমরূপ/একরূপ করা। unification [ইঊনিফিকেইশ্ন্] (noun) একত্রীকরণ; একীকরণ; একীভবন।
- English Word unilateral Bengali definition [ইঊনিল্যাট্রাল্] (adjective) একপাক্ষিক; একতরফা: a unilateral declaration of independence, (সংক্ষেপ UDI) unilateraly [ইঊনিল্যাট্রালি] (adverb) একতরফা; একপাক্ষিকভাবে।
- English Word unimaginable Bengali definition [আনিম্যাজিনাব্ল্] (adjective) অকল্পনীয়; কল্পনাতীত; অভাবনীয়।
- English Word unimaginative Bengali definition [আনিম্যাজিনাটিভ্] (adjective) কল্পনাশক্তিহীন।
- English Word unimpaired Bengali definition [আনিম্পেআড্] (adjective) অক্ষত; অটুট।
- English Word unimpeachable Bengali definition [আনিমপীচাব্ল্] (adjective) অনিন্দ্য; তর্কাতীত; সন্দেহাতীত; অনভিশংসনীয়: unimpeachable honesty.
- English Word unimpeded Bengali definition [আনিম্পীডিড্] (adjective) অব্যাহত; অপ্রতিবন্ধ।
- English Word unimpressive Bengali definition [আনিম্প্রেসিভ্] (adjective) ছাপ ফেলে না বা প্রভাব বিস্তার করে না এমন; অপ্রভবিষ্ণু।
- English Word uninformed Bengali definition [আনিম্ফোমড্] (adjective) (বিশেষত) পর্যাপ্তভাবে প্রভাবিত নয় বা পর্যাপ্ত তথ্যোপকরণ ব্যতিরেকে কৃত; অনবিহিত; অজ্ঞ; তথ্যানভিজ্ঞ; বেখবর: uninformed criticism.
- English Word uninhibited Bengali definition [আনিন্হিবিটিড্] (adjective) আভ্যাসিক কুণ্ঠা বা সংকোচ থেকে মুক্ত (দ্রষ্টব্য inhibit); প্রথানুগত মানুষের মধ্যে সামাজিক ও নৈতিক ধারা থেকে মুক্ত; নির্বাধ।
- English Word uninspired Bengali definition [আনিন্স্ফাইআড্] (adjective) মামুলি; সাদামাটা; অননুপ্রাণিত; নিষ্প্রাণ: an uninspired lecture.
- English Word uninterested Bengali definition [আন্ইনট্রাস্টিড্] (adjective) আগ্রহহীন; আগ্রহশূন্য।
- English Word union Bengali definition [ইঊনিআন্] (noun) [uncountable noun, countable noun] (১) একীভবন; একীকরণ; মিলন; ঐক্য; ইউনিয়ন; একীনতা: the Universal Postal Union. the Union (ক) (১৭০৭ সালে) ইংল্যান্ড ও স্কটল্যাল্যান্ডের ঐক্য। (খ) মার্কিন যুক্তরাষ্ট্র। the Union Jack ব্রিটিশ পতাকা। (২) [uncountable noun, countable noun] একমত বা সামঞ্জস্যপূর্ণ হওয়ার অবস্থা; ঐক্য; মিলন: live in perfect union; A union, শুভমিলন (বিবাহ)। (৩) [countable noun] সমিতি; সংঘ। বিশেষত trade union দ্রষ্টব্যtrade 1 (১)। (৪) the Union কোনো কোনো বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে সাধারণ সমিতি। (৫) [countable noun] সংযোগ। (৬) union suit, (America(n))= combinations(৪) unionist [ইঊনিইস্ট্] (noun) [countable noun] (১) শ্রমিকসংঘের সদস্য বা সমর্থক। (২) Unionist (ক) (British/Britain রাজনীতি) স্বাধীন আইরিশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে যে ব্যক্তি আয়ারল্যান্ডকে স্বাধীনতাদানের বিরোধী ছিলেন। (খ) গৃহ যুদ্ধের সময় আমেরিকার ফেডারেল সরকারের সমর্থক; রাষ্ট্র, ফেডারেশন ইত্যাদি থেকে বিচ্ছিন্ন হওয়ার বিরোধী; ঐক্যবাদী।
- English Word unique Bengali definition [ইঊনিক্] (adjective) অদ্বিতীয়; অনন্য; একমাত্র। অনন্যরূপে; অনন্যসাধারণভাবে। uniqueness (noun) অনন্যতা।
- English Word unisex Bengali definition [ইউনিসেক্স্] (adjective) (পোশাক) নারীপুরুষ উভয়ের ব্যবহারোপযোগী।
- English Word unison Bengali definition [ইঊনিস্ন্] (noun) (in) unison মিল; ঐক্য: sign in unison, সমস্বরে গাওয়া; act in unison, একসঙ্গে কোনোকর্মে রত হওয়া।