U পৃষ্ঠা ২৩
- English Word unplayable Bengali definition [আন্প্লেইআব্ল্] (adjective) (খেলার বল ও মাঠ) খেলার অনুপযোগী।
- English Word unpleasant Bengali definition [আন্প্লেজ্ন্ট্] (adjective) অপ্রীতিকর; অপ্রিয়; অরুচিকর। unpleasantness (noun) অপ্রীতিকরতা; অপ্রিয়তা; মনোমলিন্য; অসদ্ভাব; অপ্রীতি; বিসংবাদ; বিবাদ; কলহ।
- English Word unpractical Bengali definition [আন্প্র্যাক্টিক্ল্] (adjective) অবাস্তব; অপ্রায়োগিক; অকার্যকুশল।
- English Word unpractised Bengali definition [আন্প্র্যাক্টিস্ট্] অল্পাভিজ্ঞ; অকৃতকর্ম; অদক্ষ; অকুশল।
- English Word unprecedented Bengali definition [আন্প্রেসিডেন্টিড্] (adjective) নজির বিহীন; অভূতপূর্ব; অদৃষ্টপূর্ব। unprecedentedly (adverb) নজিরবিহীনভাবে।
- English Word unpredictable Bengali definition [আন্প্রিডক্টাব্ল্] (adjective) ভবিষ্যদ্বাণী করা যায় না এমন; নিশ্চিত হওয়া যায় না এমন।
- English Word unprejudiced Bengali definition [আন্প্রেজুডিস্ট্] (adjective) সংস্কারমুক্ত; পক্ষপাতশূন্য; নিরপেক্ষ; অপক্ষপাত।
- English Word unpremeditated Bengali definition [আন্প্রীমেডিটেইটিড্] (adjective) অপূর্বপরিকল্পিত; অপূর্বচিন্তিত।
- English Word unpretentions Bengali definition [আন্প্রিটেন্শাস্] (adjective) বিনয়ী; অনভিমানী; নিরহংকার; অমায়িক।
- English Word unprincipled Bengali definition [আন্প্রিন্সাপ্ল্ড্] (adjective) নীতিহীন; বিবেকবর্জিত; অসৎ; অসাধু; সৎ-অসৎ বিচারহীন।
- English Word unprintable Bengali definition [আন্প্রিন্টাব্ল্] (adjective) (নিতান্ত রূঢ় বা অশ্লীল বলে) মুদ্রণের অযোগ্য; অমুদ্রণীয়।
- English Word unprofessional Bengali definition [আন্প্রাফেশনাল্] (adjective) (বিশেষত আচরণ) কোনো পেশার বিধিবিধান বা রীতিনীতিবিরোধী; অপেশাদারসুলভ।
- English Word unprofitable Bengali definition [আন্প্রফিটাব্ল্] (adjective) অলাভজনক; অফলদ; অনর্থক।
- English Word unprompted Bengali definition [আন্প্রম্প্টিড্] (adjective) (উত্তর, কার্য) স্বতঃস্ফূর্ত; স্বপ্রবৃত্ত।
- English Word unprovided Bengali definition [আন্প্রাভাইডিড্] (adjective) (১) unprovided for সহায়সম্বলহীন; নিঃসম্বল; জীবনোপায়হীন। (২) unprovided with যোগানহীন; ব্যবস্থাহীন: hospitals unprovided with medicines and equipments.
- English Word unprovoked Bengali definition [আন্প্রাভোক্ট্] (adjective) উসকানিবিহীন; প্ররোচনাহীন: unprovoked attacks.
- English Word unputdownable Bengali definition [আন্পুটডাউনাব্ল্] (adjective) (কথ্য, বইপত্র) এত মজার যে শেষ না-হওয়া পর্যন্ত ছাড়া যায় না; অত্যাজ্য।
- English Word unqualified Bengali definition [আন্কোয়ালিফাইড্] (adjective) (১) অকুণ্ঠ; চরম; নিরঙ্কুশ; নির্বূঢ়; সীমাহীন: unqualified praise; an unqualified denial. (২) unqualified as something/to do something যোগ্যতাহীন; অযোগ্য: unqualified to advise on a problem.
- English Word unquestionable Bengali definition [আন্কোয়েস্চানাব্ল্] (adjective) সন্দেহাতীত; প্রশ্নাতীত; সুনিশ্চিত; তর্কাতীত। unquestionably [আন্কোয়েস্চানাব্লি] (adverb) প্রশ্নাতীতরূপে।
- English Word unquestioned Bengali definition [আন্কোয়েস্চান্ড্] (adjective) আপত্তি বা তর্কের বিষয় নয়; অতর্কিত; অবসিংবাদিত।