U পৃষ্ঠা ২৬
- English Word unspeakable Bengali definition [আনস্পীকাব্ল্] (adjective) অনির্বচনীয়; অকথ্য; অকথনীয়; অবাচ্য: unspeakable joy/wickedness; (কথ্য) অত্যন্ত অপ্রীতিকর: unspeakable behaviour. unspeakably (adverb) অকথ্যরূপে ইত্যাদি।
- English Word unspotted Bengali definition [আন্স্পটিড্] (adjective) (সুনাম) নিষ্কলঙ্ক; অকলঙ্ক; নিষ্কলুষ; বেদাগ; নির্মল; শুভ্র।
- English Word unstable Bengali definition [আন্সটেইব্ল্] (adjective) (১) অনবস্থিত; স্থিতিহীন; নড়বড়ে; নড়নড়ে; অপ্রতিষ্ঠ; অস্থিত; অনস্থির; স্থিরতাশূন্য। (২) মানসিক ভারসাম্যহীন।
- English Word unsteady Bengali definition [আন্স্টেডি] (adjective) টলমলে; টলমলিত; টলমলায়মান। □(verb transitive) নড়বড়ে করা; টলমলিত করা।
- English Word unstrung Bengali definition [আন্সট্রাঙ্] (adjective) (বিশেষত) স্নায়ু, মন বা আবেগের উপর কর্তৃত্বহীন বা সামান্য কর্তৃত্বসম্পন্ন; অসহিষ্ণু; বেসামাল; উদ্গ্রন্থিত।
- English Word unstuck Bengali definition [আন্স্টাক্] (adjective) আলগা; আবাঁধা; অবদ্ধ। (কথ্য) ব্যর্থ/বিফল হওয়া; পরিকল্পনা অনুযায়ী কাজ না-করা; ভণ্ডুল হওয়া: The scheme has come unstuck.
- English Word unstudied Bengali definition [আন্স্টাডিড্] (adjective) (আচরণ) অন্যকে প্রভাবিত করার উদ্দেশ্য ছাড়া; স্বাভাবিক; সহজ; স্বচ্ছন্দ।
- English Word unsung Bengali definition [আন্সাঙ্] (adjective) (কবিতায় বা গানে) মাহাত্ম্য গীত হয়নি এমন; অগীত; অপরিকীর্তিত: an unsung hero.
- English Word unsure Bengali definition [আন্শুআ(র্)] (adjective) (১) আত্মবিশ্বাসহীন; আত্মপ্রত্যয়হীন। (২) নিশ্চিত জ্ঞান নেই এমন; অনিশ্চিত: We are unsure of his arrival.
- English Word unsurpassable Bengali definition [আন্সাপা:সাব্ল্] (adjective) অনতিক্রমনীয়; অনতিক্রম্য।
- English Word unsuspected Bengali definition [আন্সাস্পেক্টাড্] (adjective) পূর্বে অস্তিত্ব আঁচ করা যায়নি এমন; অভাবিতপূর্ব; অতর্কিত; অশঙ্কিত।
- English Word unsuspecting Bengali definition [আন্সাস্পেক্টিঙ্] (adjective) আস্থাশীল; অসন্দিগ্ধ; অসন্দিহান।
- English Word unswerving Bengali definition [আন্সোয়াভিঙ্] (adjective) (বিশেষত উদ্দেশ্য, লক্ষ্য ইত্যাদি) স্থির; অবিচল; ঋজু: unswerving loyalthy/devotion. unswervingly (adverb) অবিচলভাবে।
- English Word unsyllabic Bengali definition [আন্সিল্যাবিক্] (adjective) (১) অক্ষরঘটিত নয়। (২) (ব্যঞ্জনধ্বনি) অক্ষর গঠন করে না এমন; অনাক্ষরিক।
- English Word unsymmetrical Bengali definition [আন্সিমেট্রিক্ল্] (adjective) উভয় পার্শ্ব হুবহু একরূপ নয় এমন; অপ্রতিসম; অসমাঙ্গ।
- English Word unsystematic Bengali definition [আন্সিস্টাম্যাটিক্] (adjective) পদ্ধতি-প্রণালিহীন; অসাংশ্রয়িক; এলামেলো; নিয়মশৃঙ্খলাহীন।
- English Word unthinkable Bengali definition [আন্থিঙ্কাব্ল্] (adjective) অচিন্তনীয়; অবিবেচ্য।
- English Word unthinking Bengali definition [আন্থিঙ্কিঙ্] (adjective) চিন্তাশূন্য; বিবেচ্যহীন; অপরিণামদর্শী; অসতর্ক: in an unthinking moment. unthinkingly (adverb) চিন্তাভাবনা না-করে।
- English Word unthought-of Bengali definition [আন্থোট্ অভ্] (adjective) অভাবিত; অপ্রত্যাশিত; অনপেক্ষিত।
- English Word untidy Bengali definition [আন্টাইডি] (adjective) (untidier, untidiest) (ঘর, ডেস্ক ইত্যাদি) অপরিপাটি; বিশৃঙ্খল; অগোছালো; (ব্যক্তি) অপরিচ্ছন্ন; বেগোছ; পারিপাট্যহীন। untidily (adverb) অগোছালোভাবে।