U পৃষ্ঠা ২৯
- English Word upland Bengali definition [আপ্লান্ড্] (noun) (প্রায়ই plural) কোন দেশ বা অঞ্চলের উচ্চতর অংশ(সমূহ) (যা পর্বতময় না- ও হতে পারে); উঁচু এলাকা (attributive(ly)) an upland region.
- English Word uplift Bengali definition [আপ্লিফ্ট্] (verb transitive) (লাক্ষণিক) (আত্মিক বা আবেগগতভাবে) উন্নীত করা; উন্নমিত করা; উচ্ছ্বসিত করা। □(noun) [আপলিফ্ট্] [uncountable noun] সামাজিক বা মানসিক উৎকর্ষজনক প্রভাব; নৈতিক অনুপ্রেরণা।
- English Word upmost Bengali definition [আপ্মোস্ট্] (adverb)=uppermost.
- English Word upon Bengali definition [আপন্] (preposition(al)) (আনুষ্ঠানিক)=on 2 (১-৭) (এটাই অধিকতর প্রচলিত। upon- এর একমাত্র স্বাভাবিক ব্যবহার): upon my word; once upon a time.
- English Word upper Bengali definition [আপা(র্)] (adjective) উপরের; উচ্চতর; উপরিস্থিত; ঊর্ধ্বতন; ঊর্ধ্বস্থ: the upper lip; the upper arm, দ্রষ্টব্যupper case, দ্রষ্টব্যcase 2 (২). upperclass দ্রষ্টব্য class(৩). the upper crust (কথ্য) সমাজের উচ্চতর শ্রেণী। the upper storey (লাক্ষণিক কথ্য) মগজ; মস্তিষ্ক: wrong in the upper storey, বিকলমস্তিষ্ক। have/get the upper hand (of) (কারো উপর) সুবিধা/প্রাধান্য/প্রতিপত্তি লাভ করা। the Upper House (সংসদে) উচ্চতর কক্ষ (হাউজ অব লর্ডস)। upper cut (মুষ্টিযুদ্ধ) প্রতিপক্ষের আত্মরক্ষামূলক ব্যবস্থার ভিতরে বাহু ঢুকিয়ে ঊর্ধ্বমুখী আঘাত; ঊর্ধ্বাঘাত। □(noun) জুতার উপরিভাগ। be (down) on one’s uppers নিঃস্ব/সর্বস্বান্ত হওয়া। uppermost [আপা(র্)মোউস্ট্] (adjective) উচ্চতম; প্রধানতম। □(adverb) উপরে; উপরিভাগে: You should not say whatever comes uppermost, যা মনে আসে।
- English Word uppish Bengali definition [আপি্শ্] (adjective) (কথ্য) হামবড়া; আত্মম্ভরি; জেঁকো। uppishly (adverb) আত্মম্ভরিতা করে। uppishness (noun) হামবড়াই; আত্মম্ভরিতা; বড়মানুষি।
- English Word uppity Bengali definition [আপাটি] (adjective) (কথ্য): uppish.
- English Word upright Bengali definition [আপ্রাইট্] (adjective) (১) ঋজু; অবক্র; সোজা; সিধা; সরল; খাড়া। upright piano ঊর্ধ্বাধভাবে তারযুক্ত পিয়ানো (গ্রান্ড পিয়ানোতে অনুভূমিকভাবে তার সাজানো হয়); খাড়া পিয়ানো। মর্যাদাবান; ঋজুপ্রকৃতি; সরলোন্নত; আচরণে অকপট; পরিচ্ছন্ন মানসিকতা: an upright man/judge. uprightly (adverb) ঋজুতার সঙ্গে; ঋজুভাবে। uprightness (noun) ঋজুতা।
- English Word uprising Bengali definition [আপ্রাইজিঙ্] (noun) [countable noun] বিদ্রোহ; অভ্যুত্থান।
- English Word uproar Bengali definition [আপ্রো(র্)] (noun) [uncountable noun, countable noun] (কেবল singular) হৈচৈ; হৈ-হুল্লোড়; হট্টগোল; তুমুল। uproarious [আপ্রোরিআস্] (adjective) বিশেষত উচ্চ হাস্যধ্বনি ও অত্যন্ত আনন্দোদ্বেল; হৈ-হুল্লোড়পূর্ণ: an uproar welcome. uproariously (adverb) হৈচৈসহকারে; তুমুল আনন্দ-কোলাহলসহকারে।
- English Word uproot Bengali definition [আপ্রূট্] (verb transitive) উপড়ানো; উৎপাটন/ছিন্নমূল করা; উন্মুলিত/ছিন্নমূল করা।
- English Word upset Bengali definition [আপসেট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle upset) (upset, upsetting, upsets) (১) উলটানো; উলটে পড়া, ফেলা বা পাওয়া; উবুড় করা বা হওয়া: He upset the boat. (২) (মানসিকভাবে) বিপর্যস্ত করা; ওলটপালট করা; মেজাজ বিগড়ানো; বিচলিত/অস্থির করা; তছনছ/চুরমার/লণ্ডভণ্ড করা। □(noun) [আপ্সেট্] [countable noun] (১) বিপর্যয়; ওলটপালট; বিশৃঙ্খলা; অস্থিরতা; গোলমাল: a stomach upset; have a terrible upset. (২) (ক্রীড়া) অপ্রত্যাশিত ফল; বিপর্যয়।
- English Word upshot Bengali definition [আপ্শট্] (noun) the upshot (of something) ফলাফল; পরিণাম; ফলনিবৃত্তি; শেষফল।
- English Word upsidedown Bengali definition [আপ্সাইড্ডাউন্] (adverb) উলটো/অধোমুখ করে; ওলটপালট/তছনছ/লণ্ডভণ্ড করে: hold something upsidedown.
- English Word upskill Bengali definition [আপ্স্কিল] (verb) নতুন কর্মচারীকে নতুন অথবা বাড়তি দক্ষতা অর্জনে সহায়তা করা: upskilling the team.
- English Word upstage Bengali definition [আপ্স্টেইজ্] (adjective) (কথ্য) হামবড়া; উন্মাসিক; আত্মম্ভরি। □(adverb) মঞ্চের পশ্চাদ্ভাগে। □(verb transitive) অন্যের দিক থেকে নিজের দিকে দৃষ্টি ফিরানো; অসুবিধায় ফেলা: The boy upstaged his classmates by his brilliance. The group refused to be upstaged by their fellow.
- English Word upstairs Bengali definition [আপ্স্টেআজ্] (adverb) (১) উপরের তলায়: go upstairs. (২) (attributive(ly)) উপরের তলায়: an upstairs room.
- English Word upstanding Bengali definition [আপ্স্ট্যান্ডিঙ্] (adjective) ঋজু হয়ে দণ্ডায়মান; সোজা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান; সুস্থসবল।
- English Word upstart Bengali definition [আপ্স্টা:ট্] (noun), (adjective) হঠাৎ বিত্ত, ক্ষমতা বা উচ্চতর সামাজিক অবস্থান পেয়েছে এমন (ব্যক্তি), বিশেষত যার আচরণ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে; ভুঁইফোড়।
- English Word upstream Bengali definition [আপ্স্ট্রীম্] (adverb) নদীর উজানে; স্রোতের প্রতিকূলে; উজানে; উজানস্রোতে।