U পৃষ্ঠা ২৮
- English Word unwind Bengali definition [আন্ওয়াইন্ড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle undwound [আন্ওয়াইন্ড্] (১) পাক বা প্যাচ খোলা। (২) (কথ্য) উত্তেজনা, ক্লান্তিকর কাজ ইত্যাদির পরে আরাম করা; হাঁপ ছাড়া।
- English Word unwitting Bengali definition [আন্ওয়িটিঙ্] (adjective) অনবহিত; অবিদিত; বেখবর; অজ্ঞ; অনভিপ্রায়িক; অনিচ্ছাকৃত। unwittingly (adverb) অজ্ঞাতসারে; অজান্তে।
- English Word unwritten Bengali definition [আন্রিট্ন্] (adjective) অলিখিত। an unwritten law প্রথা বা ঐতিহ্যভিত্তিক আইন, যা কোথাও সুস্পষ্টভাবে বিবৃত হয়নি; অলিখিত আইন।
- English Word un·fit·ted, un·fit·ting, un·fits Excerpted from The American Heritage Dictionary of the English Language, Third Edition Copyright © 1992 by Houghton Mifflin Company. Electronic version licensed from Lernout & Hauspie Speech Bengali definition [আন্ফিট্] (adjective) unfit (for something/to do something) অনুপযোগী; অনুপযুক্ত; অযোগ্য। (verb transitive) (unfitted, unfitting, unfits) unfit somebody for something অক্ষম করা: an attack of sciatica unfitted me for jogging.
- English Word un·zipped, un·zip·ping, un·zips Excerpted from The American Heritage Dictionary of the English Language, Third Edition Copyright © 1992 by Houghton Mifflin Company. Electronic version licensed from Lernout & Hauspie Speech P Bengali definition [আন্জিপ্] (verb transitive) (unzipped, unzipping, unzips) (পোশাক; থলে ইত্যাদি) চেন টেনে খোলা। zip দ্রষ্টব্য।
- English Word up Bengali definition [আপ্] (adverbial particle) (১) (ক্রিয়াপদের সঙ্গে যুক্তভাবে ব্যবহার যথাস্থানে দ্রষ্টব্য) He’s not yet up, এখনো শয্যাত্যাগ করেনি; রাত জাগা; be up late, গভীর রাত পর্যন্ত জাগা; get up শয্যাত্যাগ করা; উঠে দাঁড়ানো; Get up to ask a question; Up with you! ওঠো! দাঁড়াও! parliament is up, অধিবেশন সমাপ্ত। What’s up? (কথ্য) কী হচ্ছে? There’s is something up, অস্বাভাবিক কিছু ঘটছে। up and about (বিশেষত সম্প্রতি অসুস্থ কোনো ব্যক্তি) শয্যাত্যাগী ও সক্রিয়; সুস্থসবল। (২) উচ্চতর স্থানে, অবস্থানে, মাত্রায় ইত্যাদি; উপরে; ঊর্ধ্বে; The tide is up, জোয়ার হয়েছে; go up, বাড়া; চড়া; Are you well up in German? ভালো অগ্রগতি হওয়া। (৩) কোনো গুরুত্বপূর্ণ স্থানে; (ইংল্যান্ডে) লন্ডনে: When are you going up to London? The case will be brought up before the Supreme Court. (৪) (down, round, over ও across এর মতো অস্পষ্টভাবে ব্যবহৃত) কথিত স্থানে; যেস্থানে বক্তা আছেন, ছিলেন যা থাকবেন সেখানে: I went straight up to the counter. Go up to the policeman and ask him how to get there. (৫) (verb(s) এর সঙ্গে সম্পূর্ণতা বা অবসান নির্দেশ করতে): He has used up all his strength; Time’s up, সময় শেষ। (৬) (তীব্রতা ইত্যাদির বৃদ্ধি নির্দেশ করতে): Please speak up! Their spirits went up. (৭) up against something (বাধাবিঘ্ন ইত্যাদির) সম্মুখীন হওয়া। be up before somebody আদালতে (বিচারক প্রভৃতির সম্মুখে) উপস্থিত হওয়া। up and down (ক) সামনে পিছনে; এ মাথা থেকে ও মাথা; ইতস্তত। (খ) উপরে-নিচে: bob up and down, ওঠানামা করা। সুতরাং, ups and down (সাধারণত লাক্ষণিক) উত্থানপতন। on the up (and up) (কথ্য) উত্তরোত্তর উন্নতি করা/ সাফল্যমণ্ডিত হওয়া। up for something (ক) (অপরাধ ইত্যাদির জন্য) অভিযুক্ত: up for driving without licence. (খ) বিবেচনাধীন; বিক্রয় বা নিলাম হবে বলে ঘোষিত: The law is up for amendment. The car is up for sale. be well up in/on something কোনো বিষয়ে বিশেষজ্ঞ/তথ্যাভিজ্ঞ হওয়া: She’s well up on motor mechanics. up to something (ক) কিছু নিয়ে ব্যস্ত; কিছুতে নিয়োজিত: What’re you up to? (খ) তুল্য/যোগ্য: She does not feel up to receiving visitors. He’s not up to the task. (গ) পর্যন্ত; অবধি: up to now/then. up to somebody কারো দায়িত্ব/ব্যাপার হওয়া: It’s up to you to choose a partner. all up (with somebody) দ্রষ্টব্যall 2 (১). up and-coming (ব্যক্তি) পেশায় বা কর্মজীবনে উন্নতিশীল; উদীয়মান; সম্ভাবনাময়: an up-an-coming young lawer. □(preposition(al)) (adverb- এর অর্থে): walk up the stairs; travel up country, (উপকূল থেকে) দেশের অভ্যন্তরে যাওয়া; walk up the road, রাস্তা ধরে। □(verb intransitive), (verb transitive) (upped, upping, ups) (১) (কেবল হাস্য বা কথ্য) জেগে ওঠা; লাফিয়ে ওঠা; খেপে যাওয়া: The insulted woman upped and threw the flowerpot at her oppressor. (২) (কথ্য) বাড়ানো; up the price.
- English Word up- Bengali definition [আপ-] (prefix) উপরের দিকে।
- English Word upbeat Bengali definition [আপ্বীট্] (noun) (সংগীত) বিশেষত পদের (bar দ্রষ্টব্য) শেষে প্রস্বনহীন যাত্রা।
- English Word upbraid Bengali definition [আপ্ব্রেইড] (verb transitive) upbraid somebody (for doing something/with something) ভর্ৎসনা/তিরস্কার করা; শাসন করা; ধমকে দেওয়া।
- English Word upbringing Bengali definition [আপব্রিঙ্গিঙ্] (noun) [uncountable noun] ছেলেবেলার শিক্ষাদীক্ষা।
- English Word upcountry Bengali definition [আপ্কান্ট্রি] (adjective), (adverb) (বিশেষত কোনো বৃহৎ জনবিরল দেশে) অভ্যন্তরের দিকে; অভ্যন্তরীণ; অভ্যন্তরস্থ: upcountry district; travel upcountry.
- English Word upcycle Bengali definition [আপ্সাইকল্] (verb) ('up' আর 'recycle' মিলে তৈরি): ফেলনা জিনিস দিয়ে মূলের চেয়ে দামি ও গুণগত উৎকর্ষের পণ্য তৈরি করা: upcycled into surprisingly nice clothing.
- English Word update Bengali definition [আপ্ডেইট্] (verb transitive) হালনাগাদ করা; আধুনিক করা।
- English Word upgrade Bengali definition [আপগ্রেইড্] (verb transitive) উচ্চতর স্তরে উন্নীত করা। □(noun) [আপ্গ্রেইড্] (বিশেষত) on the upgrade উন্নতিরপথে; উন্নতিশীল।
- English Word upheaval Bengali definition [আপ্হীভ্ল্] (noun) আকস্মিক বিরাট পরিবর্তন; অভ্যুৎপাত; অভ্যুত্থান: a volcanic upheaval; political upheavals.
- English Word upheld Bengali definition [আপ্হেল্ড্] up hold এর past tense, past participle
- English Word uphill Bengali definition [আপ্হিল্] (adjective) উপরের দিকে ঢালু; ঊর্ধ্বগামী; চড়াই; ঊর্ধ্বগ: an uphill road; (লাক্ষণিক) দুরূহ; শ্রমসাধ্য। an uphill task অতি দুরূহ কর্তব্য। □(adverb) চড়াই পথে: walk uphill.
- English Word uphold Bengali definition [আপ্হোলড্] (verb transitive) (past tense, past participle up held [আপ্হেল্ড্] (১) (ব্যক্তি, তার আচরণ, কাজ ইত্যাদি) অনুমোদন/সমর্থন করা। (২) (সিদ্ধান্ত, রায়) অনুসমর্থন করা; বহাল রাখা।
- English Word upholster Bengali definition [আপ্হোল্স্টার] (verb transitive) (আসন ইত্যাদিতে) গদি, স্প্রিং, আচ্ছাদন ইত্যাদি লাগানো; (কক্ষে) গালিচা, পরদা, গদিওয়ালা আসন ইত্যাদি সরবরাহ করা; সজ্জিত/মণ্ডিত/পরিশোভিত করা: upholstered in/with velvet. upholsterer (noun) আসবাবপত্র বা কক্ষের সজ্জনা যার কাজ; সজ্জকার। upholstery [আপ্হোল্সটারি] (noun) এরূপ সজ্জীকরণের উপকরণ; সজ্জনা; সজ্জকর্ম।
- English Word upkeep Bengali definition [আপ্কীপ্] (noun) [uncountable noun] রক্ষণাবেক্ষণ (- এর ব্যয়): the upkeep of a large building.