আ পৃষ্ঠা ১৩
- Bengali Word আক্দ্রসুমাত English definition [আক্দ্রসুমাত] (বিশেষ্য) বিবাহ বন্ধন ও বিবাহের পূর্ণ সামাজিক অনুষ্ঠান (আক্দ-রসুমাতের দিন ঠিক করে পৌরজনের হর্ষবর্ধন করুন-সৈয়দ মুজতবা আলী) {(আরবি)‘আকদ + রুসুমাত ;দ্বন্দ্ব}
- Bengali Word আখ , আক English definition [আখ্, আক্] (বিশেষ্য) ইক্ষু; sugarcane (কাটা আক এক স্থানে জড়ো করিতেছিল-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) ইক্ষু>ইক্খু> ইখ; (তুলনীয় ) (হিন্দি) উখ্}
- Bengali Word আখখুটে English definition ⇒ আখুটে
- Bengali Word আখছা - আখছি , আখ্ জা - আখ্ জি English definition ⇒ আখজ
- Bengali Word আখজ , আখেজ , আখুজী (বিরল), আখুচী English definition [আখজ্, আখেজ্, আখুজি, আখুচি] (বিশেষ্য) ১ আক্রোশ; শত্রুতা; হিংসা (কোন্ না আখেজে হায়রে জাত্তি মারিল-পূর্ববঙ্গ গীতিকা; আখুজী করিল বেনে তাহার কারণে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ ইচ্ছা; আগ্রহ (আখেজ মিটিয়ে খাও)। আখজা-আখজি , আখছা-আখছি (বিশেষ্য) পরস্পর বৈরভাব; রাগারাগি (কাজের নেশাতে এতেই এত মারামারি, কাটাকাটি, আখ্ছা-আখ্ছি-প্রেমেন্দ্র মিত্র)। {(আরবি)আখ্য্ }
- Bengali Word আখণ্ডল English definition [আখন্ডল্] (বিশেষ্য) যিনি বজ্র দ্বারা পর্বত ভেঙে ফেলেন; ইন্দ্র। আখণ্ডল-ধনু (বিশেষ্য) রংধনু; রামধনু (আখণ্ডল-ধনু লাজে পালাবে অমনি-মাইকেল মধুসূদন দত্ত)। { (তৎসম বা সংস্কৃত) আ+√খণ্ডি+অল্(কলচ্)}
- Bengali Word আখতা , আকতা , আক্তা English definition [আখ্তা, আক্তা, আক্তা] (বিশেষণ) খাসি; খোজা; পুরুষহীন; মুষ্কহীন (বিটী আখতা ভাতারের মাগ-দীনবন্ধু মিত্র)। □ (বিশেষ্য) মুষ্কহীন অশ্ব {(ফারসি) আখ্তাহ্ }
- Bengali Word আখতার English definition [আখ্তার্] (বিশেষ্য) তারা। {(ফারসি)আখতার }
- Bengali Word আখন English definition ⇒ আখন্দ
- Bengali Word আখনি , আকনি English definition [আখ্নি, আক্নি] (বিশেষ্য) পোলাও পাক করার জন্য মসলা-সিদ্ধ পানি। {(ফারসি) য়খ্নী }
- Bengali Word আখন্দ , আখন , আকন , আকোন (বিরল) English definition [আখন্দ, আখন্, আকন্, আকোন্] (বিশেষ্য) ১ উপাধিবিশেষ। ২ শিক্ষক (এ গান বুঝিতে গেলে আকোনের কাছে গিয়া ফার্শি পড়িতে হয় -প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) আখুন্দ }
- Bengali Word আখবার English definition [আখ্বার্] (বিশেষ্য) খবরের কাগজ; newspaper। {(আরবি) আখবার (বহুবচন) (একবচন) খবর }
- Bengali Word আখভুক English definition ⇒ আখু
- Bengali Word আখর , আঁখর (বিরল) English definition [আখোর্, আঁখোর্] (বিশেষ্য) ১ হরফ; বর্ণ (প্রেম লিখিতেছে গান কোমল আখরে-রবীন্দ্রনাথ ঠাকুর; আগুনের আঁখরে লিখে রেখে যায়-কাজী নজরুল ইসলাম)। ২ কীর্তন গানে মাধুর্যের জন্য সংযোজিত অতিরিক্ত পদ। আখরকাটা (ক্রিয়া) লেখা; দাগ কাটা। আখর দেওয়া (ক্রিয়া) কীর্তন গানের সময়ে গায়ক গায়িকা কর্তৃক ভাবব্যাখ্যা মূলক নতুন নতুন শ্রুতিমধুর পদ জুড়ে দেওয়া (ওঁর ভাবোল্লাস হয়েছে তাই উনি আখর দিচ্ছেন-প্রথম চৌধুরী)। আখরিয়া (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) লিপিকার; নকলনবিস (শ্রী বিজয়দাস নাম প্রভুর আখরিয়া-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) অক্ষর>আখর, আঁখর}
- Bengali Word আখরোট , আকরোট (বিরল) English definition [আখ্রোট্, আক্রোট্] (বিশেষ্য) বৃক্ষ বা ফলবিশেষ; walnut । {পশ্তু আখরোট; <(তৎসম বা সংস্কৃত) অক্ষোট}
- Bengali Word আখলাক English definition [আখ্লাক্] (বিশেষ্য) ১ আচার-ব্যবহার; শিষ্টাচার (আদব, কায়দা, লেহাজ, তমিজ; তাহ্জিব আখলাক সমস্তই শিখে-ইসমাইল হোসেন শিরাজী)। ২ চরিত্র; স্বভাব। {(আরবি)আখলাক (বহুবচন) }
- Bengali Word আখলান English definition ⇒ আখলা
- Bengali Word আখা , আকা English definition [আখা, আকা] (বিশেষ্য) চুল্লি; উনান (আখা জ্বলে বিনা ফুঁয়ে-হেবা; বাহু খুঁড়ে খুঁড়ে আখা বানাইয়া ভাত রাঁধো তুমি তায়- বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) উখা(=হাঁড়ি)> আখা}
- Bengali Word আখাম্বা English definition [আখাম্বা] (বিশেষণ) খাম্বা বা থামের মতো মোটা ও লম্বা; দীর্ঘাকৃতি; লম্বা (অসুরের মত আখাম্বা ঢ্যাঙা সায়েব-রাজশেখর বসু (পরশু))। {আ(সদৃশার্থে) + খাম্বা <(তৎসম বা সংস্কৃত) স্তম্ভ)}
- Bengali Word আখাল ( মধ্যযুগীয় বাংলা ) , আখলানো English definition [আখাল্, আখ্লানো] (বিশেষ্য) প্রক্ষালন; ধৌতকরণ। আখায়িল (বিশেষণ) প্রক্ষালিত; ধৌত (আখায়িল ঘাঅত বিষ জালিল কাহ্নাঞিঁ-বড়ু চণ্ডীদাস; মাছগুলো ভালো করে আখরাও)। {( তৎসম বা সংস্কৃত) প্রক্ষাল>পাখাল>আখাল}