আ পৃষ্ঠা ১৪
- Bengali Word আখাড়া English definition ⇒ আখড়া
- Bengali Word আখির , আখিরি English definition ⇒ আখের
- Bengali Word আখিরাত English definition ⇒ আখেরাত
- Bengali Word আখু English definition [আখু] (বিশেষ্য) ১ মূষিক; ইঁদুর (গণেশের কাছে পুনঃ আখু চল্যা যাকু-ক্ষেমানন্দ দাস)। ২ শূকর। আখুভুক (বিশেষ্য) বিড়াল। {(তৎসম বা সংস্কৃত) আ+খন্ +উ}
- Bengali Word আখুচি , আখুজি English definition ⇒ আখজ
- Bengali Word আখুঞ্জি English definition [আখুন্জি] (বিশেষ্য) উপাধিবিশেষ। {(ফারসি) আখুন্দ + জাদাহ }
- Bengali Word আখুটি English definition ⇒ আখোট
- Bengali Word আখুটে , আখখুটে English definition [আখুটে, আখ্খুটে] (বিশেষণ) আবদারে। {(তৎসম বা সংস্কৃত) আখট্টিকা (=বায়না ধরা)}
- Bengali Word আখেজ English definition ⇒ আখজ
- Bengali Word আখেট English definition [আখেট্] (বিশেষ্য) মৃগয়া; শিকার (এ বুঝিয়া নরগণে দেখি মৃগকুল, আখেট করিতে করে আরতি বহুল-সৈয়দ আলাওল)। ২ শিকার-কৃত প্রাণী; শিকার (আখেটের মাংস বিনে, ভোজনে নাহিক আনে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) আখেটক>}
- Bengali Word আখেটক , আখেটি , আখেটিক , অক্ষটি (বিরল) English definition [আখেটক্, আখেটটি, আখেটটিক্, আক্খোটি] (বিশেষ্য) শিকারি; মৃগয়াকারী; ব্যাধ (আখেটির ফাঁদ-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; হেনকালে অক্ষটি সেই বনে আইল-মাকৃ)। {(তৎসম বা সংস্কৃত) আখেটক=আ+ √খিট্+ অ(ঘঞ্)+ ক(কন্)}
- Bengali Word আখের , আখির English definition [আখের্, আখির্] (বিশেষণ) শেষ (আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যথায় রয়-কাজী নজরুল ইসলাম; আমার প্রায় আখের হইয়া আইল-রামরাম বসুরাম বসু) □ (বিশেষ্য ) ১ অন্তিম কাল; মৃত্যুকাল (আখেরে কলেমা মুখে না হৈব সর্বথা-সৈয়দ আলাওল)। ২ পরিণাম (আখের ভেবে কর্ম্ম করে তাকেই বলি ধীরা-দাশরথি রায়)। ৩ ভবিষ্যৎ; ভবিষ্যৎকাল (আখেরটা তো দেখতে হবে -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৪ পরকাল। আখেরি, আখিরি (বিশেষণ) শেষ; অন্তিম (আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু-কাজী নজরুল ইসলাম; যৌবনের আখিরি করিয়া ফারখতি লইতে পারি নাই- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। চাহার শম্বা (বিশেষ্য) ১ সফর চাঁদের শেষ বুধবার। ২ মুসলিম পর্ব বিশেষ। আখেরি জামানা (বিশেষ্য) ১ অন্তিম কাল। ২ পৃথিবীর শেষ যুগ; মহা প্রলয় বা কেয়ামতের নিকটবর্তী যুগ। ৩ হিন্দু পুরাণোক্ত কলিযুগ। ৪ পরকাল। {(আরবি)আখির }
- Bengali Word আখেরাত , আখিরাত English definition [আখেরাত্, আখিরাত্] (বিশেষ্য) পরকাল; পরজীবন; শেষ বিচারের দিন (আখেরাতে খোদা তুমি-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)আখিরাত }
- Bengali Word আখেরি English definition ⇒ আখের
- Bengali Word আখোট ১ , আখোটি , আখুটি , আখটি English definition [আখোট্, আখোটি, আখুটি, আখোটি] (বিশেষ্য) ১ আবদার; বায়না; জেদ (অকারণ আখোট করে-কাজী নজরুল ইসলাম; যে আখুটি করে তা ঈশান সমারয়-কৃষ্ণদাস কবিরাজ)। ২ বিবাদ; ঝগড়া (যেন কতকালের আখোটি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; কড়ি পাইবারে কত করিনু আখটি-রঙ্গলাল সেন)। {(তৎসম বা সংস্কৃত) আখট্টিকা>}
- Bengali Word আখোট ২ English definition [আখোট্] (বিশেষ্য) আখরোট ফল। {(তৎসম বা সংস্কৃত) আক্ষোট> আকখোট>আখোট}
- Bengali Word আখোলা English definition [আখোলা] (বিশেষণ) খোলা নয় এমন; আবদ্ধ; বন্ধ; আটকানো। {(বাংলা) আ(নঞ্)+খোলা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word আখ্যা English definition [আক্খা] (বিশেষ্য) ১ সংজ্ঞা; উপাধি; নাম। ২ উল্লেখ; কথন। আখ্যাত (বিশেষণ) ১ উল্লিখিত; কথিত; সংজ্ঞাপ্রাপ্ত। ২ ব্যাখ্যাত; প্রসিদ্ধ। আখ্যান (বিশেষ্য) ১ কাহিনী; ইতিহাস। ২ কথন; উল্লেখ।আখ্যাপত্র (বিশেষ্য) পুস্তকের প্রথমে যে পৃষ্ঠায় নাম থাকে; title page। আখ্যায়ক (বিশেষণ) কথন; প্রচারক; বার্তাবহ। আখ্যায়িকা (বিশেষ্য) কাহিনী; গল্প।আখ্যায়ী (-য়িন্) (বিশেষণ) আখ্যায়ক; কথক। আখ্যেয় (বিশেষণ ) ১ কথনীয়; বক্তব্য। ২ নামযুক্ত; আখ্যাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+√খ্যা+অ(অঙ্)+আ}
- Bengali Word আখড়া English definition [আখ্ড়া] (বিশেষ্য) ১ নৃত্যগীত বাদ্যাদি শিক্ষা ও মল্লবিদ্যা অভ্যাসের স্থান (অতঃপর আখঢ়া প্রবেশি শুভক্ষণে, মল্লবিদ্যা আরম্ভ করিল দুইজনে-ঘনরাম চক্রবর্তী)। ২ আড্ডা। ৩ সন্ন্যাসীদের আশ্রম। আখড়াই (বিশেষ্য) সঙ্গীত ও অভিনয়াদির অভ্যাস ও মহড়া; rehearsal। আখড়াই দেওয়া (ক্রিয়া) অভিনয়াদি অভ্যাস করা।আখড়াধারী (বিশেষ্য) মঠ বা আখড়ার প্রধান। {(তৎসম বা সংস্কৃত ) অক্ষবাট>(প্রাকৃত) আক্খআড> আখাড়+আ=আখাড়া>আখড়া}
- Bengali Word আগ ১ English definition [আগ্] (বিশেষ্য) আগুন; অগ্নি; অনল (পশ্চিমে নীল লোহিতের খুন-জোশীতে রে লাগে আগ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অগ্নি> অগ্গি> আগি >আগ}