আ পৃষ্ঠা ১৫
- Bengali Word আগ ২ ( মধ্যযুগীয় বাংলা ) , আগো (মধ্যযুগীয় বাংলা) English definition [আগ, আগো] (অব্যয়) ওগো; ওহে (আগ বড়ায়ি-বড়ু চণ্ডীদাস; বিদ্যা বলে আগো আই জিজ্ঞাসি তোমায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {( তৎসম বা সংস্কৃত) ওঘোঃ > (বাংলা) ওগো}
- Bengali Word আগ ৩ English definition [আগ্] (বিশেষ্য) অগ্রভাগ (কেশের আগ চুম্বয়ে টাগ-চণ্ডীদাস)। □ (বিশেষণ) আদি; প্রথম; সর্বাগ্রবর্তী। ২ সর্বোচ্চ (আগডাল)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগ&গ>আগ}। আগতোলা (ক্রিয়া) পুণ্য কার্যের উদ্দেশ্যে কোনো দ্রব্যের কিয়দংশ আগে উঠিয়ে রাখা। আগতোলা সন্দেশ (বিশেষ্য) চূড়া-তোলা বা চূড়াকৃতি সন্দেশ (ময়রা দুর্গামণ্ডা ও আগতোলা সন্দেশের ওজন দিতে আরম্ভ কল্লে-কালীপ্রসন্ন সিংহ)। আগদল (বিশেষ্য) ১ যে সৈন্যদল পথ পরিষ্কার পরিখা-খনন ইত্যাদি কাজ করে অগ্রসর হয়; pioneer । ২ যুদ্ধে বিপক্ষ সৈন্যদলের সম্মুখবর্তী বাহিনী; vanguard। আগদুয়ার (বিশেষ্য) ১ সিংহদ্বার; সদর দরজা। ২ বহির্বাটি (আগদুয়ারে সদাগর পাশা খেলায়-মানিক রাজার গান)। আগপাছ (ক্রিয়াবিশেষণ) অগ্রপশ্চাৎ; পূর্বাপর (আগ-পাছ ভাবা)। আগবাড়ানো, আগবাড়া, আগু বাড়া (ক্রিয়া ) ১ অগ্রবর্তী হওয়া (আগুবাড়ি আসিয়া করিলা দরশন-দৌলত উজির বাহরাম খান; মারুতি যখন এ কাজে আগ্ বাড়িয়েছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর। ২ জিজ্ঞাসিত না হয়ে; গায়ে পড়ে; নিজে থেকে (আগ বাড়িয়ে কথা বলা তোমার অভ্যাস) { (তৎসম বা সংস্কৃত) অগ্র> অগ্গ> আগ}
- Bengali Word আগডম - বাগডম English definition ⇒ আগড়ম-বাগড়ম
- Bengali Word আগডুম - বাগডুম English definition [আগডুম্ বাগড়ুম্] (বিশেষণ) ১ অর্থহীন (আগডুম বাগডুম ছড়া)। ২ জাঁকজমকপূর্ণ বিবাহ যাত্রার বর্ণনামূলক (ছেলেভুলানো) ছড়ার সূচনা অংশ-আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। {(মালয়ালম) আগডম=আগদল (pioneers), (মালয়ালম) বাগডম=পদাতিক, ( মালয়ালম) গোড়োডম=বাড়ো দল, (মালয়ালম) সাজে=সজ্জিত}
- Bengali Word আগত English definition [আগতো] (বিশেষণ) ১ উপস্থিত; আগমন করেছে এমন; ঘটেছে এমন। ২ প্রাপ্ত (শরণাগত)। আগত প্রায় (বিশেষণ ) আসন্ন; এসে পড়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+√গম্ +ত(ক্ত)}
- Bengali Word আগতি ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগোতি] (বিশেষ্য) আগমন (পতির আগতি বার্তা শুনি দূত মুখে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আগত+ ( বাংলা) ইংরেজী}
- Bengali Word আগন ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগোন্] (বিশেষ্য) অগ্রহায়ণ; অঘ্রান (আগন মাস-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) অগ্রহায়ন>আগন}
- Bengali Word আগন্তুক , আগন্তু English definition [আগোন্তুক্, আগোন্তু] (বিশেষ্য) ১ অতিথি। ২ অপরিচিত; নবাগত ব্যক্তি। ৩ হঠাৎ আগত (আগন্তুক বিপদ)। ৪ বহিরাগত (আগন্তুক ব্যাধি) { (তৎসম বা সংস্কৃত) আ+√গম্ +তু(তুন্),+ ক(কন্)}
- Bengali Word আগম English definition [আগোম্] (বিশেষ্য) ১ তন্ত্রশাস্ত্র; বেদাদি শাস্ত্র যা শিবের মুখ থেকে ‘আ’-গত, গিরিজার কর্ণে ‘গ’-ত এবং বাসুদেবের ‘ম’-ত সম্মত, তাকেই আ-গ-ম ‘আগম’ শাস্ত্র বলে (স্থানে স্থানে যোগ কথা আগমের ভেদ-সৈয়দ আলাওল)। ২ আগমন; উপস্থিতি (বর্ষাগম)। ৩ লাভ। ৪ উপার্জন; আয়। ৫ (ব্যাকরণ) শব্দ গঠনকালে প্রকৃতির পরিবর্তন না ঘটিয়ে শব্দমধ্যে একটি বর্ণের আমদানি-যেমনঃ সু+নর=সুন্দর, বাঃ+নর=বান্দর ইত্যাদি শব্দে ‘দ’ এর আগমন। ৬ আমদানি; import । আগম শুল্ক (বিশেষ্য) আমদানির উপর দেয় কর; import duty। {(তৎসম বা সংস্কৃত) আ+√গম্ +অ(ক)}
- Bengali Word আগমন English definition [আগোমোন্] (বিশেষ্য) আসা; উপস্থিতি। আগমনী (বিশেষ্য) আগমন সঙ্গীত; আহবানগীতি (আকাশ বীণার তারে তারে জাগে তোমার আগমনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) আগমন-সম্বন্ধীয়। { (তৎসম বা সংস্কৃত) আ+√গম্ +অন(ল্যুট্)}
- Bengali Word আগর ১ English definition [আগোর্] (বিশেষ্য) আগুরু; গন্ধকাষ্ঠ বিশেষ (নানা পুষ্পমালা আর আগর চন্দন-কাজী দৌলত)। আগর বাতি (বিশেষ্য) ধূপকাঠি। {(তৎসম বা সংস্কৃত) অগুরু>আগর; (ফারসি) আগার }
- Bengali Word আগর ২ English definition [আগোর্] (বিশেষ্য) কাষ্ঠাদিতে ছিদ্র করিবার যন্ত্র বিশেষ; ভ্রমরযন্ত্র; তুরপুন। {(ইংরেজি)auger}
- Bengali Word আগর ৩ English definition [আগোর্] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) শ্রেষ্ঠ; প্রধান; চূড়ামণি (কুলের আগর- ভারতচন্দ্র রায়গুণাকর; সে নর নাগর আগর সব গুণে-জ্ঞানদাস)। আগরী২ স্ত্রী (সে হেন সুন্দরী রূপে গুণে আগরী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>(স্বরভক্তিতে)আগর+(স্ত্রীলিঙ্গ) ঈ=আগরী}
- Bengali Word আগর ৪ ( ব্রজবুলি ) English definition [আগর্] (বিশেষ্য) নিলয়; আগার; আধার (তুহুঁ রস আগর নাগর টীট-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) আগার>}
- Bengali Word আগর ৫ English definition [আগোর্] (অব্যয়) যদি। আগর মগর ক্রিবিণি যদি-কিন্তু; ইতস্তত ভাব; বিলম্ব। □ (বিশেষ্য ) দীর্ঘসূত্রিতা। {(ফারসি) আগার }
- Bengali Word আগরওয়ালা English definition [আগোর্ওয়ালা] (বিশেষ্য) দিল্লি, আগ্রা প্রভৃতি অঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায়। {(হিন্দি) আগরবালাহ}
- Bengali Word আগরি ১ , আগুরি ২ , আগুড়ি English definition [আগোরি, আগুরি, আগুড়ি] (বিশেষ্য), (বিশেষণ) আগাম; অগ্রিম; advance । {আগ (<(তৎসম বা সংস্কৃত)অগ্র)+উড়ি}
- Bengali Word আগরি ৩ , আগরী ১ ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগোরি] (বিশেষ্য) ১ আধার; আগার। ২ ডালি (সে হেন সুন্দরী গুণের আগরি-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আগার> আগর (শব্দ মধ্যে ‘আ’-কার লোপে+ (বাংলা) ( স্ত্রীলিঙ্গ) ই, ঈ যোগে}
- Bengali Word আগরী ৩ ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগোরি] (বিশেষণ) অচৈতন্য; অঘোর; বেহুঁশ (পরশে নাগরী, হইলা আগরী পড়িলা বেণ্যানী কোড়ে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অঘোর>আগোর>আগর+ঈ}
- Bengali Word আগল - ডাগল ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগোল্ডাগোল্] (বিশেষণ) আয়ত; লম্বা-চওড়া; ডাগর; বাড়া (আগল-ডাগল আঁখি রে আসমানের তারা –ময়মনসিংহ গীতিকা)। {ডাগল<ডাগর}