আ পৃষ্ঠা ১৬
- Bengali Word আগল - পাগল ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগোল্ পাগোল্] (বিশেষণ) এলোমেলো; ইতস্তত বিক্ষিপ্ত (আগল-পাগল কালা মেঘ বাতাসেতে উড়ে-পূর্ববঙ্গ গীতিকা)। {পাগল, অনু. আগল}
- Bengali Word আগল ১ English definition [আগোল্] (বিশেষ্য) ১ খিল; হুড়কা; অর্গল (দ্বারে দ্বারে ভাঙলো আগল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রতিবন্ধক; বাধা; বেড়া; ঝাঁপ; কেওয়াড় (কুঞ্জ-দুয়ারে আগল পড়েছে আঁধিয়ারা বনতলে-শাহাদাত হোসেন)। ৩ আবরণ; পর্দা; বেষ্টনী (বন্ধ-চোখের আগল ঠেলে রঙের ঝিলিক ঝলমলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ বন্ধন (লাস লাবণ্যে বেড়াও রূপের আগল- ভবানন্দ)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>অগ্গল>আগল}
- Bengali Word আগল ২ English definition [আগোল্] (বিশেষণ) ১ দড়; নিপুণ; অগ্রবর্তী (তুমি বিবাদে আগল-বিজয় গুপ্ত)। ২ শ্রেষ্ঠ; প্রধান; অগ্রগণ্য (প্রেমে নৃত্য করে হৈল বৈষ্ণব আগল-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র+ল}
- Bengali Word আগলা English definition [আগ্লা] (বিশেষণ) অনাবৃত; খোলা; ঢিলা। {(তৎসম বা সংস্কৃত) অলগ্ন>অলগ্গ> অলাগ (বর্ণ বিপর্যয়ে) আগলা}
- Bengali Word আগলানো English definition [আগ্লানো] (ক্রিয়া) ১ পাহারা দেওয়া; রক্ষার জন্য সতর্ক দৃষ্টি রাখা; সামলানো (এস্ত সতর্ক স্নেহে তাহাদের আগলাইবার চেষ্টা করিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আটক করা; অবরোধ করা (দশ লক্ষ সৈন্য মেলি রাবণে আগলে-কৃত্তিবাস ওঝা)। □ (বিশেষ্য) আটককরণ; রক্ষাকরণ। {√আগ্লা + আনো}
- Bengali Word আগলি ১ , আগলী , আগুলি ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগোলি, আগোলী, আগুলি] (বিশেষণ) ১ অগ্রবর্তী; প্রধান (রূপে গুণে যৌবনে ভুবনে আগুলি-জ্ঞানদাস)। ২ সম্মুখবর্তী। □ (বিশেষ্য) (মধ্যযুগীয় বাংলা) আলয়; আগার (কর্ণধার আছিলেন বুদ্ধির আগলি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আগলি কাটা (ক্রিয়া) ঠেলে আগে যাওয়া; অন্য সকলকে ফেলে আগে বাড়া (আগলি কেটে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগর>আগলি}
- Bengali Word আগলি ২ ( পদ্যে ব্যবহৃত ) English definition [আগোলি] (অসমাপিকা ক্রিয়া)পাহারা দিয়ে; আগলিয়ে। আগলিয়া, আগুলিয়া (অসমাপিকা ক্রিয়া)বাড়িয়ে (বাহু আগুলিয়া লইল আমারে-সুফিয়া কামাল)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>}
- Bengali Word আগলী English definition ⇒ আগলি
- Bengali Word আগস্ট , অগস্ট , অগাস্ট English definition [আগস্ট্, অগস্ট, অগাস্ট্] (বিশেষ্য) ইংরেজি সালের অষ্টম মাস। {(ইংরেজি) August}
- Bengali Word আগা ১ English definition [আগা] (বিশেষ্য) ১ ডগা; অগ্রভাগ (কত পুষ্পের আগা ভাঙ্গে মোচড়ে কলিকা-বিজয় গুপ্ত)। ২ সম্মুখভাগ। ৩ উপরিভাগ। আগাগোড়া (বিশেষ্য) আদ্যন্ত (নাইকো আগাগোড়া-রবীন্দ্রনাথ ঠাকুর) □ (ক্রিয়াবিশেষণ) ১ প্রথম থেকে শেষ পর্যন্ত; আদ্যন্ত (আগাগোড়া রাঁধে আপন হাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আপাদমস্তক (আমাকে দেখলেই সে আগাগোড়া জ্বলে ওঠে)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র> অগ্গ>আগ+ আ= আগা}
- Bengali Word আগা ২ English definition [আগা] (বিশেষ্য) প্রভু; সম্ভ্রান্ত ব্যক্তি (আগা শিরাজী; আগা সাদেক রোড; আগা মসীহ্ লেন)। {(তুর্কি) আগা }
- Bengali Word আগাঁথা , আগাথা English definition [আগাঁথা, আগাথা] (বিশেষণ) গাঁথা হয়নি এমন; অগ্রথিত। {আ+গাঁথা}
- Bengali Word আগাগোড়া English definition ⇒ আগা
- Bengali Word আগাছা English definition [আগাছা] (বিশেষ্য) অপ্রয়োজনীয় গাছ; বাজে লতাপাতা বা তৃণ; weed । {আ+গাছ+আ}
- Bengali Word আগাজ English definition [আগাজ্] (বিশেষ্য) আরম্ভ; শুরু। {(ফারসি) আগাজ }
- Bengali Word আগাথা English definition ⇒ আগাঁথা
- Bengali Word আগানো English definition [আগানো] (ক্রিয়া) অগ্রসর করা বা হওয়া। □ (বিশেষ্য) অগ্রসর করণ বা হওন। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগ+আনো}
- Bengali Word আগাপাছতলা , আগাপাস্তলা English definition [আগাপাস্মতলা] (ক্রিয়াবিশেষণ) ১ আগাগোড়া; অগ্রপশ্চাৎ। ২ আপাদমস্তক; সর্বাঙ্গ {(তৎসম বা সংস্কৃত) অগ্রপশ্চাৎ>; দ্বন্দ্বসমাস}
- Bengali Word আগাম English definition [আগাম্] (বিশেষণ) আগামী; ভাবী (আগাম হপ্তায় দরগায় যেতে হবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষ্য) ক্রীত বস্তু প্রাপ্তির পূর্বে দেয় অর্থের অংশ; অগ্রিম; বায়না; advance {(তৎসম বা সংস্কৃত) অগ্রিম>}
- Bengali Word আগামী (-মিন্) English definition [আগামি] (বিশেষণ) ভাবী; ভবিষ্যতে আসবে বা ঘটবে এমন। আগামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভাবী; ভবিষ্যৎ (আগামিনী যামিনীর আভাস মলিন-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) আ+√গম্ +ইন্ (ণিনি)}