আ পৃষ্ঠা ১৭
- Bengali Word আগার English definition [আগার্] (বিশেষ্য) ১ গৃহ; ভবন (নিজ আগারে প্রতিগমনপূর্বক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ আধার (গুণের আগার)। {(তৎসম বা সংস্কৃত)অগার+ অ(অণ্)}
- Bengali Word আগার পাগার English definition [আগার্পাগার্] (ক্রিয়াবিশেষণ) পূর্বাপর; আগপাছ (অত আগারপাগার ভেবে কাজ কল্লে আর এ জমানায় কোন কাজ করা যায় না-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) অগ্রপশ্চাৎ; (তৎসম বা সংস্কৃত) অগ্র>অগ্গ>আগ+আর}
- Bengali Word আগাড়ি English definition [আগাড়ি] (বিশেষণ) ১ অগ্রিম; advance (আজই তোমাকে টাকা দিয়ে যাব আগাড়ি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ অগ্রবর্তী; পূর্ববর্তী। ৩ প্রথম (পাশা-পাশি দুজন করে দাঁড়িয়েছে ওরা, আগাড়ি থেকে শেষ পর্যন্ত –গুণময় মান্না)। □ (বিশেষ্য) ঘোড়ার সম্মুখের পায়ে বাঁধা দাঁড় (আগাড়ি পিছাড়ি দড়ি ঘুঁড়ীর এলায়-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অগ্রবর্তী; (হিন্দি) আগাড়ি}
- Bengali Word আগি ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগি] (বিশেষ্য) ১ আগুন (হৃদয়ে জ্বলত মঝু আগি-চণ্ডীদাস)। ২ অগ্নিমূর্তি; অগ্নিশর্মা (ঘরে গুরু দুরুজন, ননদিনী আগি -চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অগ্নি>অগ্গি+আগি}
- Bengali Word আগিলা ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগিলা] (বিশেষণ) ১ আগের; প্রথমে জাত (আগিলা কুসুম অধিক অভিলাষ-বিদ্যাপতি)। ২ সম্মুখ দিকস্থ (আগিলা ঘাটে সে নায়-চণ্ডীদাস)। ৩ অগ্রবর্তী; ভাবী। পাছিলা (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগ+ইলা=আগিলা}
- Bengali Word আগু English definition [আগু] (বিশেষ্য) অগ্র; প্রথম; পূর্ব। □ (বিশেষণ) অগ্রগামী; অগ্রবর্তী (আগুদল)। □ (ক্রিয়াবিশেষণ) অগ্রে; প্রথমে (আগু গিয়া রাবণের গলে দিব ফাঁস-কৃত্তিবাস ওঝা)।আগুজন (বিশেষ্য) গুরুজন; মুরুব্বি (আগুজনে রোষ করিলে বড় দোষ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আগুতে (ক্রিয়াবিশেষণ) প্রথমে; পূর্বে। আগুপাছু, আগুপিছু (ক্রিয়াবিশেষণ) ১ অগ্রপশ্চাৎ; ভূত ভবিষ্যৎ (চাহিস্নে আর আগুপিছু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আরম্ভ ও পরিণাম (কেহ তার নাহি বুঝে আগুপিছু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ইতস্তত (আগুপিছু করা)। { ( বাংলা) আগ (<(তৎসম বা সংস্কৃত) অগ্র)+ উ(বিশেষণার্থে)}
- Bengali Word আগুন , আগুনী ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগুন্, আগুনি] (বিশেষ্য) অগ্নি (আগুনী জ্বালিল দেহে-বড়ু চণ্ডীদাস)। □ (বিশেষণ) ১ প্রচণ্ড উত্তাপযুক্ত (আগুন জ্বর)। ২ অগ্নিমূর্তি; অগ্নিশর্মা; অতিশয় ক্রুদ্ধ (আগুন হয়ে বাপ বারে বারে দিলেন অভিশাপ-রবীন্দ্রনাথ ঠাকুর)। আগুনকরা (ক্রিয়া) কাঠ, কয়লা ইত্যাদি জ্বালিয়ে আগুন প্রস্তুত করা।আগুনধরা, আগুন লাগা (ক্রিয়া) ১ অগ্নি সংযুক্ত হওয়া। ২(আলঙ্কারিক) অভাব উপদ্রব বিপত্তি বিশৃঙ্খলা প্রভৃতির আবির্ভাব হওয়া। আগুন নিয়ে খেলা করা (ক্রিয়া) বিপত্তিকর জিনিস নিয়ে খেলা করা; অনিষ্টকর জিনিসে হাত দেওয়া।আগুন পোহানো, আগুন পোয়ানো,আগুন তাপানো (ক্রিয়া) আগুনের কাছে বসে তাপ নেওয়া বা হাত-পা গরম করা।আগুন লাগা ⇒ আগুন ধরা। আগুন লাগানো (ক্রিয়া) ১ অগ্নি সংযোগ করা। ২ (আলঙ্কারিক) উত্তেজিত করা বা রাগিয়ে দেওয়া। ৩ ( আলঙ্কারিক) ঝগড়া বাধানো। আগুন হওয়া (ক্রিয়া) ১ অতি ক্রুদ্ধ হওয়া। ২ উত্তপ্ত বা গরম হওয়া। ৩ অতি দুর্মূল্য হওয়া। ঘরে আগুন দেওয়া (ক্রিয়া) গৃহ-বিবাদ বাধানো। { (তৎসম বা সংস্কৃত) অগ্নি>}
- Bengali Word আগুপাছু , আগুপিছু English definition ⇒ আগু
- Bengali Word আগুবাড়ী English definition ⇒ আগ৩
- Bengali Word আগুর English definition [আগুর্] (ক্রিয়াবিশেষণ) আগে; নির্দিষ্ট সময়ের পূর্বে (আগুর বুনেছে যেই ক্ষেতে তায় বাড়িয়া উঠেছে গাছ-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>}
- Bengali Word আগুরি ২ , আগরি ১ English definition [আগুরি, আগরি] (বিশেষ্য) উগ্র ক্ষত্রিয়; হিন্দু সম্প্রদায়বিশেষ (উগ্র ধর্মধারী বসিল আগুরি -ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) উগ্রক্ষত্রিয়}
- Bengali Word আগুলানো , আগুলনো English definition [আগুলানো, আগুলনো] (ক্রিয়া) ১ অবরোধ করা; পথ রোধ করা; আটকানো (বাট আগুলিয়া পথে বুড়ী বৈসে ছলে-ঘনরাম চক্রবর্তী; পলায় রাবণ আগুলিল বাট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ রক্ষণাবেক্ষণ করা; দেখাশুনা করা (এই বাড়ী আগুলিয়া কত কষ্টে, কতদিন খাইয়া, তাহার দিন গিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৩ অধিকার করা; আয়ত্তে আনা। {(তৎসম বা সংস্কৃত) অর্গল> আগল+ আনো}
- Bengali Word আগুল্ফ English definition [আগুল্ফো] (ক্রিয়াবিশেষণ) গোড়ালি পর্যন্ত। আগুল্ফ লম্বিত (বিশেষণ) গোড়ালি পর্যন্ত লম্বা। {(তৎসম বা সংস্কৃত) আ(পর্যন্ত)+গুল্ফ; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আগুয়ান , অগুয়ান (বিরল), আগুসর, আগুসার English definition [আগুয়ান্, অগুয়ান্, আগুশর্, আগুশার্] (বিশেষণ) অগ্রগামী; অগ্রবর্তী (কে আছ জোয়ান হও আগুয়ান-কাজী নজরুল ইসলাম; একলি চলিল ধনি হোই অগুয়ান-বিদ্যাপতি)। আগুসরি (অসমাপিকা ক্রিয়া)অগ্রসর হয়ে (দেখিয়ে পথ তারা চলে আগুসরি -অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অগ্রবান>}
- Bengali Word আগে English definition [আগে] (ক্রিয়াবিশেষণ) ১ প্রথমে; পূর্বে। ২ সম্মুখে; সামনে। ৩ নিকটে; কাছে (মায়ের আগেতে খবর কহিও বড় ব্যথা মোর জানে-জসীমউদ্দীন)। আগেআগে (ক্রিয়াবিশেষণ) অগ্রবর্তী বা সম্মুখবর্তী হয়ে; সামনে।আগেকার, আগের (বিশেষণ) ১ অগ্রবর্তী; প্রথমের। ২ অতীতের; বিগত। আগে-পাছে (ক্রিয়াবিশেষণ) সম্মুখে ও পিছনে। আগেপাছে করা ( ক্রিয়া) ইতস্তত করা। আগে ভাগে (ক্রিয়াবিশেষণ) সর্বাগ্রে; পূর্বেই (সেটাকে আগেভাগে খরচ করিলে অধর্ম হয় না-রবীন্দ্রনাথ ঠাকুর)। আগের ⇒আগেকার। {( তৎসম বা সংস্কৃত) অগ্রে> অগ্গে>}
- Bengali Word আগের English definition ⇒ আগে
- Bengali Word আগেয়ান , আগেয়ানি . আগেয়ানী ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগেআন্, আগেআনি, আগেআনি] (বিশেষণ) অজ্ঞান (বিদ্যাপতি কহ তুহুঁ আগেয়ানী-বিদ্যাপতি) {(তৎসম বা সংস্কৃত) অজ্ঞান>}
- Bengali Word আগোছালো , অগোছালো English definition [আগোছালো, অগোছালো] (বিশেষণ) বিশৃঙ্খল; এলোমেলো; আলুলায়িত (আগোছালো তা’র কুন্তলে যেন কালো মেঘ নামিয়াছে-আহসান হাবী্ব)। {আ (অভাবার্থে)+গোছা (<(তৎসম বা সংস্কৃত) গুচ্ছ)+আলো=আগোছালো}
- Bengali Word আগোরল ( ব্রজবুলি ) English definition [আগোরল] (ক্রিয়া) আগলালো; বেষ্টন করল (আগোরল বটে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল}
- Bengali Word আগোরি ( ব্রজবুলি ) English definition [আগোরি] অস-ক্রিয়া আগলে; আবৃত করে (কোরে আগোরি-বিদ্যাপতি)। □ (বিশেষ্য) আধার (প্রেমের আগরি- চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>}