আ পৃষ্ঠা ৩২
- Bengali Word আদেখলা , আদেখলে English definition [আদেখ্লা, আদেখ্লে] (বিশেষণ) ১ দেখার বা পাওয়ার জন্য এত ব্যগ্র যে মনে হয় পূর্বে কখনো কোনো ভালো জিনিস দেখেনি বা ভোগ করেনি। ২ অতিলোভী। ৩ পেটুক। ৪ হ্যাংলা। আদেখলাপনা (বিশেষ্য)। { (বাংলা) আ (নঞর্থক) + দেখ+লা (সাদৃশ্যার্থক)}
- Bengali Word আদেখা English definition ⇒ অদেখা
- Bengali Word আদেশ English definition [আদেশ্] (বিশেষ্য) ১ হুকুম; আজ্ঞা। ২ অনুমতি। ৩ উপদেশ। ৪ অনুশাসন; বিধি। ৫ নিয়োগ। ৬ (ব্যাকরণ) এক বর্ণের স্থানে অন্য বর্ণের উৎপত্তি। আদেশক, আদেশকর্তা, আদেশকারী (-রিন্),আদেশদাতা (বিশেষণ) হুকুম দেয় এমন; আদেশদানকারী। আদেশকর্ত্রী, আদেশকারিণী, আদেশদাত্রী (স্ত্রীলিঙ্গ)। আদেশপত্র (বিশেষ্য) হুমুমনামা; শমন। আদেশপালক (বিশেষণ) হুকুম মতো কাজ করে এমন; আজ্ঞাবহ। আদেশলঙ্ঘন (বিশেষ্য) হুকুম অমান্যকরণ; অবাধ্যতা। আদেশানুবর্তী (-তিন্) (বিশেষণ) হুকুম পালনকারী; আদেশমতো কার্যকারী। {(তৎসম বা সংস্কৃত) আ+√দিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word আদেষ্টা (- ষ্ট্ ) English definition [আদেশ্টা] (বিশেষ্য), (বিশেষণ) আদেশকর্তা; আদেশদানকারী। □ (বিশেষ্য) ১ উপদেশক। ২ শাসনকর্তা। আদেষ্ট্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আ+√দিশ্+তৃ (র্তৃ)}
- Bengali Word আদৌ English definition [আদোউ] অ্য (ক্রিয়াবিশেষণ) ১ মোটেই; একেবারেই; আদপে। ২ আদিতে; প্রথমে; আগে। {(তৎসম বা সংস্কৃত) ‘আদি’ শব্দের সপ্তমীর এক বচন ‘আদৌ’}
- Bengali Word আদ্দাশ , আদ্দাস English definition ⇒ আর্দাশ
- Bengali Word আদ্দি ১ , আদ্ধি ২ English definition [আদ্দি, আদ্ধি] (বিশেষ্য) কার্পাস সুতায় তৈরি সূক্ষ্ম বস্ত্রবিশেষ। {ঢাকার প্রাচীন মসলিন কাপড়ের ‘আধি>আদ্দি নামক শ্রেণি; (তৎসম বা সংস্কৃত) আর্ধ্বিক; (তুলনীয়) (হিন্দি) আদ্ধি}
- Bengali Word আদ্দেক English definition [আদ্দেক] (বিশেষ্য) অর্ধেক; অর্ধাংশ (আধুলিটা ছিনিয়ে নিয়ে বললে আমার আদ্দেক-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অর্ধেক>}
- Bengali Word আদ্য , আদ্যি English definition [আদ্দো, আদ্দি] (বিশেষণ) প্রথম; আদিম (সেই পুষ্প হন্তে আদ্য আদম উজ্জ্বল-সৈয়দ আলাওল)। আদ্যকৃত্য (বিশেষ্য) ১ প্রথম করণীয় কাজ (কেউ ধরে নেয় যে নিরীহনিগ্রহের প্রতিবিধানই হিতৈষণার আদ্যকৃত্য- সুধীন্দ্রনাথ দত্ত)। ২ হিন্দুদের আদ্য শ্রাদ্ধ। আদ্যন্ত (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) প্রথম থেকে শেষ পর্যন্ত; আগাগোড়া; সমস্ত। □ (বিশেষ্য) প্রথম ও শেষ; আদি ও অন্ত। আদ্যপ্রান্ত (ক্রিয়াবিশেষণ) পূর্বাপর; আগাগোড়া; আদি-অন্ত। আদ্যরস (বিশেষ্য) অলঙ্কার শাস্ত্রের প্রথম রস; আদিরস। আদ্যশ্রাদ্ধ (বিশেষ্য) হিন্দু সমাজে প্রচলিত মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ। আদ্যি-কালের বদ্যিবুড়ো (বিশেষণ) অত্যন্ত প্রাচীন বা অভিজ্ঞ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) আদ্য+ (বাংলা) ই}
- Bengali Word আদ্যা English definition [আদ্দা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আদিভূতা। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ প্রকৃতি। ২ পরমেশ্বরী। ৩ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মহাবিদ্যা; দুর্গা; কালী; মহামায়। (আদ্যা আত্মরূপা আশা পুরাহ আসিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। আদ্যাশক্তি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পরমেশ্বরী; জগৎ-সৃষ্টির আদিকারণ। ২ মহামায়া। {(তৎসম বা সংস্কৃত) আদ্য+আ(টাপ্)}
- Bengali Word আদ্যোপান্ত English definition [আদ্দোপান্তো] (ক্রিয়াবিশেষণ) প্রথম থেকে শেষ পর্যন্ত; আগাগোড়া (পৃথিবী তাহার নিকটে আদ্যোপান্ত মিথ্যা- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আদ্য+উপান্ত; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আদ্রক English definition [আদ্দ্রক] (বিশেষ্য) আদা {(তৎসম বা সংস্কৃত) আর্দ্রক}
- Bengali Word আদ্রিয়মাণ English definition [আদ্দ্রিয়োমান্] (বিশেষণ) আদৃত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+√দৃ+মান (শানচ্)}
- Bengali Word আদড়া English definition ⇒ আদরা
- Bengali Word আধ English definition [আধ্] (বিশেষণ) ১ অর্ধ; আধা (আধ অঙ্গে শোভে বিভূতি ধবল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ আংশিক। আধ-আধ, আধো-আধো (বিশেষণ) ১ অসম্পূর্ণ; অসম্যক। ২ অস্ফুট (আধ-আধ বুলি)। আধ-আধ পনা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) বালকোচিত আচরণ। আধকপালে, আধ-কপালিয়া, আধকপালি (বিশেষ্য) কপালের একদিকে ব্যথা বা কামড়ানি; অর্ধ-শিরঃপীড়া। □ (বিশেষণ) কপালের অর্ধেক জুড়ে আছে এমন। আধকামারিয়া (বিশেষণ) হাতুড়ে; অর্বাচীন (ইহাকে একজন আধকামারিয়া উকিল বলিয়া জানিতাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আধখেঁচড়া, আধাখেঁচড়া (বিশেষণ) ১ অসম্পূর্ণ; অর্ধ-সম্পাদিত। ২ বিশৃঙ্খল; এলোমেলো (আধখেঁচড়া শিকারের জন্য দু’চার দল পাখিও আস্তে আস্তে ফিরে আসছে-সৈয়দ মুজতবা আলী; আধা খেঁচড়া ব্যবস্থা-প্রথম চৌধুরী)। আধখেপা Þ আধপাগলা। আধপর (বিশেষণ) ১ অর্ধপ্রহর। ২ দুপুর; মাঝ (শিমুলের গাছে আধপর রাতে শকুনী ঝাপটে ডানা-বন্দে আলী মিয়া)। আধপাগলা, আধখেপা (বিশেষণ) প্রায় উন্মাদ; পাগলাটে। আধপেটা (বিশেষণ) অর্ধেক পেট ভরে এমন (আধপেটা খোরাকি)। আধপোড়া (বিশেষণ) অর্ধদগ্ধ; আংশিকভাবে দগ্ধ। আধবয়সী, আধাবয়সী (বিশেষণ) মধ্যবয়স্ক; যৌবন ও প্রৌঢ়কালের মধ্যবর্তী বয়স্ক। আধবুড়া/বুড়ো (বিশেষণ) প্রায় বৃদ্ধ; প্রৌঢ়। আধবুড়ি (স্ত্রীলিঙ্গ)। আধময়লা (বিশেষণ) ঈষৎ অপরিষ্কার; কিছু ময়লা (বাচ্চাদের জামাকাপড় সবই আধময়লা-নীলিমা ইব্রাহীম)। আধমরা (বিশেষণ) ১ প্রায় মরা; অর্ধমৃত। ২ নির্জীব; নিস্তেজ; উদ্দীপনাহীন (আধমরাদের ঘা মেরে তুই বাঁচা-রবীন্দ্রনাথ ঠাকুর)। আধসারা, আধাসারা, আধাসারি (বিশেষণ) অসম্পূর্ণ; আধখেঁচড়া। □ (ক্রিয়াবিশেষণ) আধাআধি নিঃশেষ; অর্ধেক সাবাড় (দেখিতে দেখিতে চিলে করে আধাসারি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অর্দ্ধ>(প্রাকৃত) অদ্ধ>}
- Bengali Word আধলা English definition [আধ্লা] (বিশেষ্য) আধপয়সা (একটি আধলা দিয়ে খরচের খাতায় লিখলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আধখানা; অর্ধাংশ। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ>আধ্+লা}
- Bengali Word আধলি English definition ⇒ আধুলি
- Bengali Word আধা English definition [আধা] (বিশেষণ) অর্ধ (আধাপথ)। □ (বিশেষ্য) অর্ধেক (রাধা সুতনু তনুর আধা-ভারতচন্দ্র রায়গুণাকর)। আধাআধি (বিশেষণ) অর্ধেক; প্রায় অর্ধেক (আধাআধি কাজ)। □ ( ক্রিয়াবিশেষণ) অর্ধেক পরিমাণে (আধাআধি করা)। আধাসরকারি (বিশেষণ) সম্পূর্ণরূপে সরকারি নয় এমন; semi-government ।{(তৎসম বা সংস্কৃত) অর্ধ>}
- Bengali Word আধা বয়সী English definition ⇒ আধ
- Bengali Word আধা সরকারি English definition ⇒ আধা