আ পৃষ্ঠা ৩৩
- Bengali Word আধান English definition [আধান্] (বিশেষ্য) ১ আধার; পাত্র। ২ উৎপাদন (গর্ভাধান)। ৩ ধারণ; গ্রহণ (গৌরী কোলে করিল আধান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ স্থাপন (অগ্ন্যাধান)। □ (বিশেষণ) সঞ্চার (প্রকৃতিতে তেজপ্রভ করিল আধান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আ + √ধা+অন}
- Bengali Word আধার ১ English definition [আধার্] (বিশেষ্য) ১ পাত্র; যাতে কোনো কিছু থাকে (সুগন্ধি তাম্বুল রাখে এহি সে আধার-সৈয়দ আলাওল)। ২ স্থান। ৩ আশ্রয়; অবলম্বন। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধৃ+অ(ঘঞ্)}
- Bengali Word আধার ২ English definition [আধার্] (বিশেষ্য) ১ খাদ্য। ২ পাখির খাদ্য; দানাপানি (মুখে আধার জোগাতে হয় আমাকেই-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। আধার দেওয়া (ক্রিয়া) পাখিকে দানাপানি দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) অর্ধাহার>অদ্ধাআর>আধার}
- Bengali Word আধারি ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আধারি] (বিশেষ্য) কুঁড়েঘর (আধারি এড়িয়া পাইলা উহারি মেহারি-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) অন্ধকার>আধার+ ই}
- Bengali Word আধি ১ English definition [আধি] (বিশেষ্য) ১ দুশ্চিন্তা; ভাবনা; উৎকণ্ঠা (ব্যাধির চেয়ে আধি হ’ল বড়ো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিপদ (ভণয়ে বিদ্যাপতি আর নাহি আধি-বিদ্যাপতি)। আধিক্লিষ্ট (বিশেষণ) মনঃপীড়ায় আক্রান্ত; মনোবেদনায় কাতর। আধিজ (বিশেষণ) মনঃপীড়াজাত। আধিব্যাধি (বিশেষ্য) শারীরিক ও মানসিক রোগ (আধিব্যাধি নাহি হয় সর্পের দংশন -কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধা+ই(কি)}
- Bengali Word আধি ২ English definition [আধি] (বিশেষ্য) বর্গা; অর্ধেক ফসলের বিনিময়ে জমি চাষের ব্যবস্থা (জমি বর্গা বা আধি দিয়া যে শস্যাদি প্রাপ্ত হন- নজিবর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ> (বাংলা) আধ+ই}
- Bengali Word আধিকারিক English definition [আধিকারিক্] (বিশেষণ) অধিকার সংক্রান্ত; স্বত্ব বিষয়ক। □ (বিশেষ্য) উচ্চ-কর্মচারী; officer । {(তৎসম বা সংস্কৃত) অধিকার+ ইক(ঠক্)}
- Bengali Word আধিক্য English definition [আধিক্কো] (বিশেষ্য) ১ আতিশয্য; বাড়াবাড়ি। ২ প্রাধান্য; প্রাবল্য। {(তৎসম বা সংস্কৃত) অধিক+য(ষ্যঞ্)}
- Bengali Word আধিক্যেতা , আধিখ্যেতা English definition ⇒ আদিখ্যেতা
- Bengali Word আধিজৈবিক English definition [আধিজোইবিক্] (বিশেষণ) পার্থিব; জীবন ও জগৎ সম্বন্ধীয়। □ (বিশেষ্য) জাগতিক বিষয় বা বস্তু (অতএব সে সময়ে আধিজৈবিকের ধ্যান অত্যাবশ্যক ঠেকে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অধি + জীব+ইক}
- Bengali Word আধিদৈবিক English definition [আধিদোহবিক্] (বিশেষণ) প্রাকৃতিক; নৈসর্গিক; স্বাভাবিক; অনাবৃষ্টি; ভূমিকম্প; বজ্রপাত প্রভৃতি জাত (আধিদৈবিক দুঃখ বা বিপদ)। {(তৎসম বা সংস্কৃত) অধি+দেব+ইক(ঠঞ্)}
- Bengali Word আধিপত্য English definition [আধিপোত্তো] (বিশেষ্য) ১ কর্তৃত্ব; প্রভুত্ব (তাহার প্রতি আধিপত্য ঢের বেশি হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রাধান্য। ৩ রাজত্ব (এখন সপরিবারে আধিপত্য করিতেছেন-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) অধিপতি+য(ষ্যঞ্)}
- Bengali Word আধিভৌতিক English definition [আধিভোউতিক] (বিশেষণ) পঞ্চভূত বা জীবজন্তুজাত (আধিভৌতিক দুঃখ-রবীন্দ্রনাথ ঠাকুর; যেহেতু আধিভৌতিক অন্বয় ব্যতিরেকে অবিশ্বাসী-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অধি+ভূত+ইক(ঠঞ্)}
- Bengali Word আধিরাজ্য English definition [আধিরাজ্জো] (বিশেষ্য) ১ অধিরাজের ভাব। ২ অধিরাজের পদ। ৩ আধিপত্য; অধিকার। {(তৎসম বা সংস্কৃত) অধিরাজ+য(ষ্যঞ্)}
- Bengali Word আধুত , আধূত English definition [আধুতো] (বিশেষণ) ১ ঈষৎ কম্পিত; আন্দোলিত। ২ অভিভূত; ব্যাকুলিত। আধুতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আ + √ধু, √ধূ+ত(ক্ত)}
- Bengali Word আধুনিক English definition [আধুনিক্] (বিশেষণ) বর্তমান কালের; হালের; সাম্প্রতিক; অধুনাতন; নব্য। আধুনিকতা (বিশেষ্য) আধুনিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অধুনা+ইক(ঠঞ্)}
- Bengali Word আধুলি , আধলি English definition [আধুলি, আধ্লি] (বিশেষ্য) এক টাকার অর্ধেক মূল্যের মুদ্রা; পঞ্চাশ পয়সার মুদ্রা; আট আনি। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ>আধ + (বাংলা) অলি, উলি}
- Bengali Word আধূত English definition ⇒ আধুত
- Bengali Word আধৃত English definition [আধৃতো] (বিশেষণ) ১ গৃহীত। ২ রক্ষিত। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধৃ+ত(ক্ত)}
- Bengali Word আধেক English definition [আধেক্] (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) অর্ধেক; আধাআধি (অরুণ-রথ-চূড়া আর্ধেক যায় দেখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ> (বাংলা) আধ+ এক}