আ পৃষ্ঠা ৩৪
- Bengali Word আধেলা English definition [অধেলা] (বিশেষ্য) আধ পয়সা। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ>আধ+লা=আধলা>আধেলা}
- Bengali Word আধেয় English definition [আধেয়ো] (বিশেষণ), (বিশেষ্য) ১ স্থাপনযোগ্য। ২ উৎপাদ্য। ৩ আধারস্থিত বস্তু (ভাব ও ভাষায় আধেয় আধার সম্পর্ক)। ৪ ধারণ করার যোগ্য। ৫ বন্ধক রাখার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধা+য(যৎ)}
- Bengali Word আধো - আধো English definition ⇒ আধ
- Bengali Word আধোয়া English definition [আধোয়া] (বিশেষণ) ১ ধোয়া বা কাচা হয়নি এমন; অধৌত (আধোয়া কাপড়)। ২ অপরিষ্কৃত। ৩ কোরা। { (বাংলা) আ+ধোয়া}
- Bengali Word আধ্মাত English definition [আদ্ধাঁত্] (বিশেষণ) ১ শব্দিত; ধ্বনিত। ২ স্ফীত; বায়ুপূরিত। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধ্মা+ত(ক্ত)}
- Bengali Word আধ্মান English definition [আদ্ধাঁন্] (বিশেষ্য) ১ নিনাদ; শব্দ। ২ স্ফীতি। ৩ পেট ফাঁপা (উদরাধ্মান)। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধ্মা+অন(ল্যুট্)}
- Bengali Word আধ্যাত্মিক , অধ্যাত্মিক English definition [আদ্ধাত্তিঁক্, অদ্ধাত্তিঁক্] (বিশেষণ) ১ পারমার্থিক; spiritual (এই ধর্মের বীজমন্ত্রগুলি আধ্যাত্মিক ভাবাপন্ন- শেখ আবদুর রহিম)। ২ আত্মা থেকে জাত বা আত্মা সম্বন্ধীয়। ৩ মানসিক। {(তৎসম বা সংস্কৃত) অধ্যাত্ম+ইক(ঠঞ্)}
- Bengali Word আধ্যান English definition [আদ্ধ্যান্] (বিশেষ্য) ১ স্মরণ। ২ ধ্যান; চিন্তা। ৩ উৎকণ্ঠা; দুশ্চিন্তা। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধ্যৈ+অন(ল্যুট্)}
- Bengali Word আন ১ ( পদ্যে ব্যবহৃত ) English definition [আন্] (বিশেষণ) অন্য; অপর (আমি চাই না লো আন পানে-কাজী নজরুল ইসলাম)। □ (ক্রিয়াবিশেষণ) ১ অন্যথা; অন্যরূপ (স্বপ্ন উপদেশ বলি না করিও আন-বিজয় গুপ্ত)। ২ অধিক; আর (শুন শুন, মাধব কি কহিব আন-বিদ্যাপতি)। আন আন (বিশেষণ) অন্যান্য; অপরাপর (আন-আন দিন এখান দিয়াই তো যাই -দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) অন্য>}
- Bengali Word আন ২ English definition [আন্] (ক্রিয়া) আনয়ন কর; নিয়ে আয়। আনো (তুমি আনো)। আনুন (আপনি আনুন)। আনে (সে আনে)। {(তৎসম বা সংস্কৃত) আ+√নী> (বাংলা) √আন্}
- Bengali Word আন ৩ ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আন্] (বিশেষ্য) আহার্য; অন্ন (আন পানী নাহি খাও-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √অদ্+ক্ত>অন্ন> (বাংলা) আন}
- Bengali Word আন ৪ English definition [আন্] (অব্যয়) সকল গণ আদি সমূহ প্রভৃতি ফারসি ভাষায় বহুবচন বাচক (শরিক+আন = শরিকান; মালিক+আন = মালিকান)। {(ফারসি) আন}
- Bengali Word আনক English definition [আনক্] (বিশেষ্য) ঢাক; ভেরি; পটহ; মৃদঙ্গ। □ (বিশেষণ) শব্দায়মান। {(তৎসম বা সংস্কৃত) √অন্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word আনকা , আনকো , আনখা , আইনকা English definition [আন্কা, আন্কো, আন্খা, আইনকা] (বিশেষণ) ১ অজ্ঞাত; অপরিচিত (আনকা মানুষের কাছে ছেলেটা যেতে চায় না; আনকা কথা)। ২ দেখা যায় না এমন; অস্পষ্ট (আনকো আলোয় যায় দ্যাখ্যা ওই পদ্মকলির হাই তোলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ অভিনব; অদ্ভুত (সঙ্গী বাবুরা দুই একটা আনখা শব্দ লইয়া রঙ্গ করত-√প্যারি)। {(হিন্দি) আনোখা; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) অনীক্ষা (অন (নঞ্)+ঈক্ষা)> অনিক্খা> অনীখা> আনকা}
- Bengali Word আনকোরা English definition [আন্কোরা] (বিশেষণ) ১ সম্পূর্ণ নতুন (আনকোরা প্রতিষ্ঠান-মনোজ বসু)। ২ আধোয়া; কোরা (আনকোরা কাপড়)। ৩ অমলিন; অব্যবহৃত (আনকোরা নোট)। ৪ টাটকা (স্বামীর খুনের ছোপ দেওয়া তায় ডগডগে আনকোরা-কাজী নজরুল ইসলাম)। ৫ অনিভজ্ঞ; কাঁচা (আনকোরা যত নন-ভায়োলেন্ট ননকো’র দলও নন খুশী-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) আন্কোরা}
- Bengali Word আনচান English definition [আন্চান্] (বিশেষণ) অস্থির; আকুল; উচাটন (দুনিয়ার দেনা মিটে যায় আজ তবু আনচান-কাজী নজরুল ইসলাম)। □ (ক্রিয়াবিশেষণ) আকুলি বিকুলি; চঞ্চলা; উতলা (মা বলিতে প্রাণ করে আনচান-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) প্রলাপ; বাজে কথা (বোলএ বচন আনচানে-বড়ু চণ্ডীদাস)। { (বাংলা) আন (<অন্য)+(ফারসি) চাইন> চান=আনচান}
- Bengali Word আনজাম English definition ⇒ আঞ্জাম
- Bengali Word আনট , আনোট ( মধ্যযুগীয় বাংলা ) আনোটা English definition [আনোট, আনোট, আনোটা] (বিশেষ্য) পায়ের আঙ্গুলের আংটি; আঙ্গোট (শোভিত নেপুর রত্ন আনট বিছিয়া-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গুষ্ঠ> আংগুট্ট> আন্গুঠ>আনুট, আনোট, আনট}
- Bengali Word আনত ১ English definition [আনতো] (বিশেষণ) ১ অবনত; ঈষৎ নত (আনত নয়ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নম্র; বিনীত। ৩ প্রণত। আনতি (বিশেষ্য) ১ বিনয়; নম্রতা। ২ প্রণাম; অবনমন। {(তৎসম বা সংস্কৃত) আ+√নম্+ত(ক্ত)}
- Bengali Word আনত ২ English definition [আনত] (ক্রিয়াবিশেষণ) অপর দিকে (আনত হেরি ততহি দেই কানে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) অন্যত্র>অন্নত্ত>আনত্ত>আনত}