আ পৃষ্ঠা ৪৩
- Bengali Word আব ২ , আবাআবা English definition [আবা, আবাআবা] (অব্যয়) শিশুদের আনন্দধ্বনি; মুখে হাতের তালু ঘন ঘন বাজিয়ে উৎপন্ন ধ্বনি। আবা দেওয়া (ক্রিয়া) ক্ষণকাল খেলা বন্ধ করার জন্য ইঙ্গিত করা। {(তৎসম বা সংস্কৃত) আহ্বান>}
- Bengali Word আব ৩ , আভ English definition [আব্, আভ্] (বিশেষ্য) ১ মেঘ (সুনালী চান্নীর রাইত আবে পড়ল ঢাকা-ময়মনসিংহ গীতিকা; আকাশ আসিয়া আভে ঘিরিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ অভ্র; মাইকা; mica (কোথায় নাকি খনি পেয়েছে আভের-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অভ্র> অব্ভ>আভ, আব}
- Bengali Word আবওয়াব , আবোয়াব , আবুয়াব English definition [আব্ওয়াব্, আবোয়াব্, আবুয়াব্] (বিশেষ্য) নির্ধারিত কর ব্যতীত অতিরিক্ত দেয় কর; রাজস্ব ব্যতীত অন্যবিধ কর; illegal cess (নবাবের পর নবাব শুধু আবওয়াবের সংখ্যা ও পরিমাণ বাড়িয়ে চললেন-প্রমথনাথ বিশী; খাজনার চেয়ে আবুয়াবের পরিমাণ ছিল অনেক বেশী- ছদরুদ্দীন)। {(আরবি)আবরাব (বহুবচন)}
- Bengali Word আবকার , আবগার English definition [আব্কার্, আব্গার্] (বিশেষ্য) ১ মদ বা মাদক দ্রব্য প্রস্তুতকারক। ২ মদ্যাদি বিক্রয়কারী। {(ফারসি) আবকার}
- Bengali Word আবকারি , আবগারি English definition [আব্কারি, আব্গারি] (বিশেষ্য) ১ মাদক দ্রব্যের ব্যবসায়। ২ মাদক দ্রব্য সংক্রান্ত রাজস্ব। ৩ মাদকদ্রব্য ব্যবসায় সম্বন্ধীয় রাজকীয় বিভাগ। আবকারি বিভাগ, আবগারি মহাল (বিশেষ্য) মাদক দ্রব্যের ব্যবসায়ের তত্ত্বাবধায়ক ও মাসুলাদি নিয়ামক সরকারি বিভাগ; excise department (কলিকাতায় আবকারি-বিভাগে স্থান পাইয়াছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) ১ মাদক দ্রব্য সম্বন্ধীয় (জানিস তো বল কি যে হল ফল আবকারী যুদ্ধের-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মাদকদ্রব্য তৈরি ও এর ব্যবসায় এবং তৎসংক্রান্ত মাশুলাদির নিয়ামক। {(ফারসি) আবকারী}
- Bengali Word আবক্ষ English definition [আবোক্খো] (ক্রিয়াবিশেষণ) বুক অবধি (আবক্ষ জলে বসনাঞ্চল প্রসারিত করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। আবক্ষলম্বিত (বিশেষণ) বুক পর্যন্ত লম্বা। (আবক্ষলম্বিত দাড়ি-রাজশেখর বসু ( পরশু))। {(তৎসম বা সংস্কৃত) আ+বক্ষ; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আবখোরা , আফখোরা English definition [আব্খোরা, আফ্খোরা] (বিশেষ্য) পানি পান করার পাত্রবিশেষ (সোনার আবখোরাটি যেমন সুমেরুর চূড়া-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) আব্খোরাহ}
- Bengali Word আবছা English definition ⇒ আবছায়া
- Bengali Word আবছায়া , আবছা English definition [আব্ছায়া, আব্ছা] (বিশেষ্য) ১ ছায়ামূর্তি; অস্পষ্ট আকার (তোমায় একটা আবছায়া বলে উপহাস করেন-কাজী নজরুল ইসলাম)। ২ আলো-আঁধারি; আলোছায়াভাবে (ফিরবি ভোরের আবছায়ায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) অস্পষ্ট (সে যেন আবছায়াভাবে বুঝিল- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। □ (ক্রিয়াবিশেষণ) অস্পষ্টভাবে (আবছা দেখা)। {(তৎসম বা সংস্কৃত) অপচ্ছায়া>অবছাআ>আবছায়া>আবছা}
- Bengali Word আবজোশ , আবজুশ English definition [আব্জোশ্, আব্জুশ] (বিশেষ্য) গোশতের শুরুয়া; gravy; ক্বাথ; broth । {(ফারসি) আব্জুশ}
- Bengali Word আবডাল English definition [আব্ডাল্] (বিশেষ্য) আড়াল; অন্তরাল (গম, ডাল অবশ্যি পিছনের দরজা দিয়ে আড়ালে আবডালে বিক্রি হল-সৈয়দ মুজতবা আলী; কোঠার আবডালে থেকে আত্মরক্ষা করতে থাকে-আবু ইসহাক)। {(তৎসম বা সংস্কৃত) অন্তরাল>}
- Bengali Word আবথা ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আবোথা] (বিশেষ্য) দুর্দশা; দুরবস্থা (আকাশ হআঁ মোর আবথা দেখ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অবস্থা>}
- Bengali Word আবদার ১ English definition [আব্দার্] (বিশেষ্য) বায়না; অসঙ্গত দাবি; অন্যায় অনুরোধ। আবদেরে, আবদারে (বিশেষণ) আবদার করে বা বায়না ধরে এমন (আবদেরে ছেলের কান্না মা শুনতে পাচ্ছেন কিনা জানিনে-কাজী নজরুল ইসলাম)। {(তুলনীয়) (হিন্দি) ‘আব্দা’=তীব্র বাসনা (+‘র’)}
- Bengali Word আবদার ২ English definition [আব্দার্] (বিশেষণ) উজ্জ্বল; চমকদার (আবদার মুক্তা)। {(ফারসি) আব্দার}
- Bengali Word আবদারে English definition ⇒ আবদার১
- Bengali Word আবদাল English definition [আবদাল্] (বিশেষ্য) একশ্রেণির দরবেশ। ২ অধুনালুপ্ত চুন প্রস্তুতকারী বাঙালি মুসলমান সম্প্রদায় বিশেষ। {(আরবি)আব্দাল্}
- Bengali Word আবদেরে English definition ⇒ আবদার১
- Bengali Word আবদ্ধ English definition [আবদ্ধো] (বিশেষণ) ১ আটক; অবরুদ্ধ (ঘরে আবদ্ধ)। ২ বদ্ধ (আবদ্ধ দরজা)। ৩ বাঁধা (শৃঙ্খলাবদ্ধ)। ৪ বিজড়িত; ব্যাপৃত (সংসারের কাজে আবদ্ধ)। ৫ বন্ধকি; mortgaged। {(তৎসম বা সংস্কৃত) আ+বদ্ধ}
- Bengali Word আবনুস English definition ⇒ আবলুশ
- Bengali Word আবন্টন English definition [আবন্টন্] (বিশেষ্য) অংশ ভাগকরণ ও বিতরণ; allotment । {(তৎসম বা সংস্কৃত) আ+বন্টন}