আ পৃষ্ঠা ৪৪
- Bengali Word আবর ১ English definition [আবর্] (বিশেষণ) মূর্খ; অবোধ; অসভ্য; বর্বর (কত আরব... বশ হয়েছে-মীর মশাররফ হোসেন; ‘আবর্’কে বুঝাব কত বুঝ নাহি মানে। ঢেঁকিকে বুঝাব কত নিত্য ধান ভানে-প্রভাতকুমার মুখোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অবর>আবর}
- Bengali Word আবর ২ English definition [আবর্] (বিশেষ্য) মেঘ; হালকা বৃষ্টি (আসমান আবরে আবৃত)। {(ফারসি) আব্র}
- Bengali Word আবরওয়াঁ English definition ⇒ আবরোঁয়া
- Bengali Word আবরক English definition [আবোরক্] (বিশেষণ) আচ্ছাদনকারী; আবরণকারী। □ (বিশেষ্য) ১ ঢাকনি। ২ ঘোমটা। {(তৎসম বা সংস্কৃত) আ+Öবৃ+অ(অপ্)+ক(কন্)}
- Bengali Word আবরণ English definition [আবোরন্] (বিশেষ্য) ১ আবৃতকরণ; ঢাকন। ২ গায়ের কাপড়; আচ্ছাদন। ৩ ঢাকনি। আবরিত, আবৃত (বিশেষণ)। আবরণী (বিশেষ্য) ঢাকনি; আচ্ছাদন (কুম্ভের আবরণী উন্মুক্ত করিল-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবৃ + অন(ল্যুট্)}
- Bengali Word আবরা English definition [আব্রা] (বিশেষ্য) ১ টুপি বা জামার বহির্ভাগ। ২ লেপ বালিশ ইত্যাদির আবরণ। {(ফারসি) আবরা; আবরহ্}
- Bengali Word আবরু , আব্রু English definition [আবরু] (বিশেষ্য) ১ মর্যাদা; আভিজাত্য; মানসম্ভ্রম (কঙ্কণ-কিঙ্কিণী খুলিয়াছি তাই-জীবন আব্রু, মরণে পর্দা নাই-মোহিতলাল মজুমদার)। ২ নারীর সম্ভ্রম; ইজ্জত; সতীত্ব। ৩ পর্দা; আবরণ (তাদের মাথায় কাপড় নেই। আব্রুর কোনো বালাই নেই আর-শওকত ওসমানকত ওসমান)। ৪ অন্তরাল; আড়াল (সেইটেই আমাদের উভয়ের মধ্যে বৃহৎ ব্যবধান, সেইটেই একটা আব্রু-রবীন্দ্রনাথ ঠাকুর) ৫ ভব্যতা; শ্লীলতা। বে-আবরু (বিশেষ্য) বে-ইজ্জত; অপমান। {(ফারসি) আবরূ}
- Bengali Word আবরোঁয়া , আবরুঁয়া , আবরওয়াঁ English definition [আব্রোঁয়া, আব্রুয়া, আব্রওয়া] (বিশেষ্য) অতি সূক্ষ্ম বস্ত্রবিশেষ; মসলিন জাতীয় মিহি কাপড় যা ভিজলে পানির মতো দেখায়। (আয় আকাশের আরুঁয়াতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) আবরারান}
- Bengali Word আবর্জন English definition [আবর্জন্] (বিশেষ্য) ১ পরিত্যাগ; সম্পূর্ণ বর্জন। ২ অবনমন। আবর্জিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) আ+বর্জন}
- Bengali Word আবর্জনা English definition [আবোর্জোনা/ আবোর্জনা] (বিশেষ্য) ১ জঞ্জাল; ময়লা; নোংরা বস্তু। ২ অবাঞ্ছিত বা অনভিপ্রেত ব্যক্তি (সমাজে নানাবিধ আবর্জনার অভাব নাই)। {(তৎসম বা সংস্কৃত) আবর্জন+আ}
- Bengali Word আবর্ত English definition [আবর্তো] (বিশেষ্য) ১ ঘূর্ণি; কুণ্ডলী (দক্ষিণাবর্ত)। ২ ঘূর্ণিজল; ঘূর্ণিপাক; জলের পাক (যমুনা আবর্তশালী বিষয় করালী-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ আবর্তন; ধূর্ণন। ৪ আবর্ত মেঘ; মেঘবিশেষের নাম (আবর্ত পুষ্কর মেঘ ডাকিতে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষণ) ঘূর্ণায়মান (আবর্তগতি)। আবর্তিত (বিশেষণ)। আবর্ত বাত্যা (বিশেষ্য) ঘূর্ণিবায়ু, cyclone । আবর্তন (বিশেষ্য) ১ ঘূর্ণন; পরিভ্রমণ; চক্রাকারে ভ্রমণ। ২ পুর্নরাগমন; প্রত্যাবর্তন। ৩ আলোড়ন; আওটান; ঘোটন। ৪ পুনঃপুন অনুষ্ঠান। ৫ বেষ্টন। আবর্তনী, আবর্তদণ্ড (বিশেষ্য) ঘোটনকাঠি; মন্থনদণ্ড। আবর্তমান (বিশেষণ) আবর্তন করছে এমন; বারবার ঘুরে বা ফিরে আসছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবৃৎ+অ(ঘঞ্)}
- Bengali Word আবলক , আবলুক English definition [আব্লক, আব্লুক্] (বিশেষণ) চিত্রবিচিত্র; সাদা-কালো মিশ্রিত (মুখ কালা অঙ্গ ধলা স্বরূপে আবলক-হেয়াত মাহমুদ)। □ (বিশেষ্য) মুখের একদিকে লালবর্ণ যুক্ত সাদা পায়রা। {(আরবি)আব্লক্}
- Bengali Word আবলতাবল English definition ⇒ আবোলতাবোল
- Bengali Word আবলি , আবলী English definition [আবোলি] (বিশেষ্য) ১ পঙ্ক্তি; সারি; শ্রেনি (তুঙ্গ-শৃঙ্গধরাকারে তরঙ্গ আবলী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সমষ্টি; সমূহ (গ্রস্থাবলি)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবল্+ই, ঈ}
- Bengali Word আবলুক English definition ⇒ আবলক
- Bengali Word আবলুশ , আবনুস English definition [আবলুশ্, আবনুশ্] (বিশেষ্য) কালোবর্ণ ভারী ও শক্ত কাঠবিশেষ; ebony (আড়াশ আবনূশ কাটে বড় গোয়ালা-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) আব্নূশ}
- Bengali Word আবল্য , আবল্লি English definition [আবোল্লো, আবোল্লি] (বিশেষ্য) ১ দুর্বলতা; বলহীনতা। ২ জড়তা; আলস্য (কিসে যাবে এ ঘোর আবল্য-ইসমাইল হোসেন শিরাজী)। ৩ অবসাদজনিত তন্দ্রার ভাব (যেন একটু আবল্লির মত এসেছে-অমৃতলাল বসু)। {(তৎসম বা সংস্কৃত) অবল+য}
- Bengali Word আবশ্যক English definition [আবোশ্শোক্] (বিশেষ্য) প্রয়োজন; দরকার। □ ((বিশেষণ)) ১ প্রয়োজনীয়; দরকারি। ২ অপরিহার্য। আবশ্যকতা ((বিশেষ্য)) প্রয়োজনীয়তা। আবশ্যকীয় ((বিশেষণ)) প্রয়োজনীয়; দরকারি। {(তৎসম বা সংস্কৃত) অবশ্যম্+অক(বুঞ্)}
- Bengali Word আবশ্যিক English definition [আবোশ্শিক্] (বিশেষণ) আবশ্যকরণীয়; বাধ্যতামূলক; compulsory (আবশ্যিক বিসংবাদে বারংবার হই পণ্ডশ্রম-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অবশ্য+ষ্ণিক>ইক}
- Bengali Word আবহ English definition [আবহো] (বিশেষণ) ১ বহনকারী; ধারক (শোকবহ)। ২ উৎপাদক; জনক (ভয়াবহ)। □ (বিশেষ্য) ১ সপ্তবায়ুর অন্যতম বায়ুবিশেষ; ভূ-বায়ু। ২ চতুর্দিকের বায়ুমণ্ডল। ৩ চারপাশের ভাব-পরিমণ্ডল; atmosphere। বিজ্ঞান, আবহবিদ্যা (বিশেষ্য) আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞান; বায়ুমণ্ডল বিদ্যা, meteoroloty। আবহসংবাদ (বিশেষ্য) ঝড়বৃষ্টি বায়ু ইত্যাদির গতি ও অবস্থা সম্বন্ধীয় খবর; meteoro-logical report । আবহসঙ্গীত (বিশেষ্য) নাটকাদি অভিনয়কালে দর্শকদের অন্তরালে নির্বাহিত নাটকীয় ঘটনার অনুষঙ্গী সঙ্গীত; background music । আবহমান (বিশেষণ) ক্রমাগত; চিরপ্রচলিত; নিরবচ্ছিন্ন আবহমানকাল (ক্রিয়াবিশেষণ) চিরকাল; অনাদিকাল। {(তৎসম বা সংস্কৃত) আ+Öবহ্+অ (ঘঞ্)}