আ পৃষ্ঠা ৪৫
- Bengali Word আবহাওয়া English definition [আব্হাওয়া] (বিশেষ্য) জলবায়ু; climate। {(ফারসি) আবরহারা}
- Bengali Word আবাগা English definition ⇒ আবাগে
- Bengali Word আবাগি , আবাগী English definition [আবাগি] (বিশেষণ), (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ভাগ্যহীনা; হতভাগিনী (কোন্ চোখখাগী আবাগীর বেটির বুকে বসে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অভাগী>}
- Bengali Word আবাগে , আবাগা English definition [আবাগে, আবাগা] (বিশেষণ), (বিশেষ্য) হতভাগা; ভাগ্যহীন; পোড়াকপালে (আবাগে কাকের কথা ভেবে কার কী হবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অভাগ্য>}
- Bengali Word আবাছা English definition [আবাছা] (বিশেষণ) বাছা হয়নি এমন; ভালোমন্দ মিশানো। { (বাংলা) আ(নঞ্) +Öবাছ্ + আ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word আবাজ English definition ⇒ আওয়াজ
- Bengali Word আবাটা English definition [আবাটা] (বিশেষণ) বাটা বা পেষা হয়নি এমন। { (বাংলা) আ(নঞ্) + Öবাট্+আ; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word আবাথাবা (মধ্যযুগীয় বাংলা) English definition [আবাথাবা] (ক্রিয়াবিশেষণ) যে কোনো প্রকারে (আবাথাবা করে বাবা তুঞি সের্যা রে-শিবায়ন কাব্য)। {(তৎসম বা সংস্কৃত) অবিস্তার>অবিথার>}
- Bengali Word আবাদ English definition [আবাদ্] (বিশেষ্য) ১ কৃষিকর্ম; চাষ (ধানের আবাদ উঠিয়ে দিয়ে ফসল হ’ল গঞ্জিকা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কর্ষিত বা চর্ষা জমি। ৩ জনপদ; বসতি; বাসযোগ্য স্থান। আবাদকরা (ক্রিয়া) ১ চাষ করা। ২ জঙ্গলাদি পরিষ্কার করে চাষ বা লোকবসতির উপযুক্ত করা (পৈত্রিক ভিটেটা আবাদ করার মত যথেষ্ট অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়নি-শাহাদাত হোসেন)। আবাদি (বিশেষণ) ১ চাষযোগ্য; আবাদের উপযোগী। ২ কর্ষিত; চষা হয়েছে এমন। □ (বিশেষ্য) গ্রামের উপকণ্ঠ; বাসস্থান। {(ফারসি) আবাদ}
- Bengali Word আবাধাঁ English definition [আবাঁধা] (বিশেষণ) ১ অবিন্যস্ত; উন্মুক্ত; খোলা (মেয়েটির আবাঁধা চুলের সঙ্গে শাড়ি ওড়ে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ অগোছালো (আবাঁধা সংসার)। ৩ মলাট দিয়ে বাঁধা বা সেলাই করা হয়নি এমন (আবাঁধা খাতা)। {আ+বাঁধা}
- Bengali Word আবাবিল , আবাবীল English definition [আবাবিল্] (বিশেষ্য) বাবুই জাতীয় পাখিবিশেষ (খোদার সৈন্য আবাবিল তারে ধ্বংস করিল অতর্কিতে-গোলাম মোস্তফা)। ২ ঝাঁকসমূহ-অর্থে ব্যবহৃত (একবচন)চনহীন আরবি শব্দ। {(আরবি)আবাবীল্ }
- Bengali Word আবার English definition [আবার্] (ক্রিয়াবিশেষণ) পুনরায়; পুনর্বার। □ (অব্যয়) ১ অধিকন্তু; আরও; এতদ্ব্যতীত। ২ অবিশ্বাস ও অনিশ্চয়তা বোঝাতে এবং নেতিসূচক প্রশ্নে (ফকিরের আবার ঘর; কী আবার করবে?)। { (বাংলা) আর+বার= আরবার>আবার (‘র’-লোপে)}
- Bengali Word আবাল ১ English definition [আবাল্] (বিশেষ্য), (বিশেষণ) অপ্রাপ্তবয়স্ক; নাবালক (অবোধ বা অসহায়) ছেলে মানুষ (পন্থে বল যারে যবেঁ আবাল কাহনঞিঁ-বড়ু চণ্ডীদাস)। □ ( বিশেষ্য) ১ কিশোরবয়স্ক (আবাল গরু)। □ (বিশেষ্য) ১ মূর্খ লোক (আবালের সঙ্গে বসতি)। ২ উট। {(আরবি)আবাল্}
- Bengali Word আবাল ২ English definition [আবাল্] (অব্যয়) বাল্যবধি। আবালবৃদ্ধ (বিশেষ্য) বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই। আবালবৃদ্ধবনিতা, আবাল বৃদ্ধরমণী (বিশেষ্য) বালক থেকে বৃদ্ধ এবং স্ত্রীলোক পর্যন্ত সকলেই (খুলেছে জীবনযজ্ঞ রুদ্র আবালবৃদ্ধরমণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। আবালি, আবালী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অপ্রাপ্তবয়স্কা নাবালিকা বা অবোধ বালিকা (আজলী রাধা তোঁ আবালী বড়ী-বড়ু চণ্ডীদাস)। □ (অব্যয়) ১ বালিকা পর্যন্ত। ২ বালিকা বয়স অবধি (আহ্ম আবালি সতী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আ+বাল; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আবাল্য English definition [আবাল্লো] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) বাল্য থেকে; শৈশবাবধি। {(তৎসম বা সংস্কৃত) আ+বাল্য; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আবাস English definition [আবাশ্] (বিশেষ্য) বাসস্থান; গৃহ; বাটী; বাসা। ভূমি, আবাসস্থল (বিশেষ্য) বাস করার স্থান; থাকার জায়গা বা বাসা। { (তৎসম বা সংস্কৃত)আ+ Öবস্+অ(ঘঞ্)}
- Bengali Word আবাসিক English definition [আবাশিক্] (বিশেষণ) ১ ছাত্রাবাসে বাসকারী; resident (আবাসিক ছাত্র)। □ (বিশেষ্য) রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি; care-taker। আবাসিক বিদ্যায়তন, আবাসিক বিদ্যালয় (বিশেষ্য) যে বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র আবাসিক; residential educational institution (প্রথম শ্রেণির একটি আবাসিক বিদ্যালয়-এ(তৎসম বা সংস্কৃত) ওয়াজেদ আলী)। আবাসিক বিশ্ববিদ্যালয় (বিশেষ্য) যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ অধিকাংশই সংলগ্ন ছাত্রাবাসে থাকে; residential university। আবাসিক বৃত্তি (বিশেষ্য) ছাত্রাবাসে বাসকারী ছাত্রদের জন্য নির্ধারিত অর্থ সাহায্য। {(তৎসম বা সংস্কৃত) আবাস+ইক(ঠক্)}
- Bengali Word আবাহন English definition [আবাহন্/ আবাহোন] (বিশেষ্য) ১ আমন্ত্রণ; নিমন্ত্রণ। ২ ডাক; আহ্বান। আবাহিত (বিশেষণ)। আবাহনী (বিশেষণ) আবাহন বিষয়ক (আবাহনী সঙ্গীত)। □ (বিশেষ্য) আবাহনের জন্য রচিত স্তুতি-গীত; অভ্যর্থনা সঙ্গীত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবহ্+ ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word আবিদ , আবেদ English definition [আবিদ্, আবেদ] (বিশেষণ) উপাসনাকারী; এবাদকারী; ভক্ত (আবিদ অধিক প্রভু নিকটে মহৎ-সৈয়দ আলাওল)। {(আরবি)আবিদ}
- Bengali Word আবিদ্ধ English definition [আবিদ্ধো] (বিশেষণ) ১ বিদ্ধ। ২ ছিদ্রিত। {(তৎসম বা সংস্কৃত) আ+বিদ্ধ}