আ পৃষ্ঠা ৪৬
- Bengali Word আবির , আবীর English definition [আবির্] (বিশেষ্য) ১ ফাগ। ২ সুগদ্ধি রঞ্জক দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) অভ্র; (তুলনীয়) (আরবি)আবীর}
- Bengali Word আবির্ভাব , আবির্ভবন English definition [আবির্ভাব, আবির্ভবোন্] (বিশেষ্য) ১ উদয়; প্রকাশ (চাঁদের আবির্ভাব)। ২ প্রাদুর্ভাব (কলেরার আবির্ভাব)। ৩ অধিষ্ঠান; অবতরণ। আবির্ভূত (বিশেষণ) ১ প্রকাশিত; উদিত (জানকীর গর্ভলক্ষণ আবির্ভূত হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রাদুর্ভূত। ৩ অধিষ্ঠিত; অবতীর্ণ। আবির্ভূতা (স্ত্রীলিঙ্গ)। আবির্ভূতি (বিশেষ্য) উৎপত্তি। {(তৎসম বা সংস্কৃত) আবিস্+ Öভূ+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word আবিল English definition [আবিল্] (বিশেষণ) ১ কলুষিত; মলিন। ২ পঙ্কিল; ঘোলা (কোথাও বা আবর্ত আবিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। আবিলতা (বিশেষ্য) মলিনতা; কলুষ (দৃষ্টি প্রখর ও আবিলতাশূন্য-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবিল্+অ(ক)}
- Bengali Word আবিষ্কার , আবিষ্করণ , আবিষ্ক্রিয়া English definition [আবিশ্কার্, আবিশ্করোন্, আবিশ্ক্রিয়া] (বিশেষ্য) ১ অজ্ঞাত বা অপ্রকাশিত বিষয় বা বস্তুর সন্ধান বা প্রকাশ। ২ উদ্ভাবন। আবিষ্করণীয়, আবিষ্কার্য (বিশেষণ) ১ আবিষ্কারযোগ্য। ২ আবিষ্কার করতে হবে বা করা উচিত এমন। আবিষ্কর্তা(-র্তৃ), আবিষ্কারক (বিশেষ্য) যে আবিষ্কার করে বা করছে; নতুন প্রকাশক; উদ্ভাবক। আবিষ্কত্রী, আবিষ্কারিকা স্ত্রী। আবিষ্কৃত (বিশেষণ) আবিষ্কার করা হয়েছে এরূপ; নতুন প্রকাশিত; উদ্ভাবিত। আবিষ্কৃতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আবিস্+কার, করণ, ক্রিয়া}
- Bengali Word আবিষ্ট English definition [আবিশ্টো] (বিশেষণ) ১ অভিভূত; বিহ্বল (আবিষ্ট হয়ে আলিঙ্গন করছে-মনোজ বসু)। ২ অধিষ্ঠিত; গ্রস্ত (ভূতাবিষ্ট)। ৩ তদ্গত; অভিনিবিষ্ট। ৪ পরিব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+Öবিশ্+ত(ক্ত)}
- Bengali Word আবিয়ে (বিরল) English definition [আবিয়ে] (বিশেষণ) অবিবাহিত (বিশেও আবিয়ে রবে-গোবিন্দদাস)। {আ+বিয়ে; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word আবীর English definition ⇒ আবির
- Bengali Word আবু English definition [আবু] (বিশেষ্য) পিতা। {(আরবি)আবুন}
- Bengali Word আবুড়া - খাবুড়া English definition ⇒ এবড়ো-খেবড়ো
- Bengali Word আবুয়াব English definition ⇒ আবওয়াব
- Bengali Word আবৃত English definition [আব্বৃতো] (বিশেষণ) ১ আচ্ছাদিত; ঢাকা। ২ পরিব্যাপ্ত; বিস্তারিত (মেঘাবৃত আকাশ)। ৩ বেষ্টিত; পরিবৃত। আবৃতি (বিশেষ্য) আবরণ; আচ্ছাদন। ২ বেষ্টন। ৩ প্রাচীর বেড়া। ৪ বেষ্টিত স্থান; ঘের; enclosure। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবৃ+ত(ক্ত)}
- Bengali Word আবৃত্ত English definition [আবৃত্তো] (বিশেষণ) ১ আবৃত্তি করা হয়েছে এমন; পুনঃপুন পঠিত; অভ্যস্ত। ২ পুনরাগত; প্রত্যাগত। □ (বিশেষ্য) মণ্ডল; চক্র। আবৃত্তা (স্ত্রীলিঙ্গ)। আবৃত্তি (বিশেষ্য) ১ ছন্দ ভাব ভাষা প্রভৃতি অভিব্যক্ত করে পাঠ; recitation। ২ বার বার পাঠ বা অভ্যাসকরণ; পুনঃপুন অনুশীলন। ৩ প্রত্যাগমন; প্রত্যাবর্তন; পুনঃপুন আগমন। {(তৎসম বা সংস্কৃত) আ+Öবৃৎ+ত(ক্ত)}
- Bengali Word আবে জমজম , আব - এ - জমজম , আব - জমজম English definition [আবেজম্জম্, আবেজম্জম্, আব্জম্জম্] (বিশেষ্য) মক্কার পবিত্র জমজম কূপের পানি (আব-এ-জমজম তাঁর নিকট এক শিশি আছে-রাজশেখর বসু (পরশু); এদেরি চরণাঘাতে আব-জমজম প্রবাহিত হয় হৃদয়ের মক্কাতে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) আব +(আরবি)জমজম; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আবে হায়াত , আব - ই - হায়াত English definition [আবেহায়াত্, আবইহায়াত্] (বিশেষ্য) জীবনবারি; অমৃতবারি (হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনো আবে হায়াত-ফররুখ আহমদ; পান করেছি অমর-করা তোমার ঠোঁটের ‘আব-ই-হায়াত-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) আব+ (আরবি)হায়াত; ( তৎপুরুষ সমাস)}
- Bengali Word আবেকওসর , আব - ই - কওসর English definition [আবেকওসর্, আব্ইকওসর্] (বিশেষ্য) বেহেস্তের কওসার নামক ঝরনার পানি (ইসলামের অন্তর্বিগলিত সুধানির্ঝর-মুসলিমের জীবনামৃত আবে কওসর-গোলাম মোস্তফা)। {(ফারসি) আব্+(আরবি)কওছার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আবেক্ষণ English definition ⇒ অবেক্ষণ
- Bengali Word আবেগ English definition [আবেগ্] (বিশেষ্য) ১ অনুভূতির প্রাবল্য (ভাবাবেগ) ২ উৎকণ্ঠা; ব্যাকুলতা; চিত্তচাঞ্চল্য (শোকবেগ)। ৩ ব্যগ্রতা; ত্বরা (মনের আবেগ)। {(তৎসম বা সংস্কৃত) আ+বেগ}
- Bengali Word আবেদ English definition ⇒ আবিদ
- Bengali Word আবেদক English definition [আবেদক্] (বিশেষণ) আবেদনকারী; প্রার্থী। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবেদি+ অক(ণ্বুল্)}
- Bengali Word আবেদন English definition [আবেদোন্] (বিশেষ্য) ১ প্রার্থনা; নিবেদন। ২ দরখাস্ত; আরজি; petition। ৩ নালিশ; অভিযোগ। ৪ অন্তঃকরনে ভাব উৎপাদক; চিত্তাকর্ষণ, appeal (সুরের আবেদন)। আবেদন পত্র (বিশেষ্য) দরখাস্ত; লিখিত প্রার্থনা; আরজি। আবেদনীয়, আবেদ্য (বিশেষণ) ১ আবেদনযোগ্য; নিবেদ্য। ২ (যে বিষয়ে) আবেদন করতে হবে এমন; নিবেদনীয়। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবেদি+অন(ল্যুট্)}