আ পৃষ্ঠা ৪৭
- Bengali Word আবেশ English definition [আবেশ্] (বিশেষ্য) ১ ভাবাবেগ; বিহ্বলতা; তন্ময়তা (যত আদেশ তোমার পড়ে থাকে আবেশে দিবস কাটে তার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আসক্তি; অনুরাগ (শিশুকাল হইতে তার কোন্দলে আবেশ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ অভিনিবেশ; গভীর মনোযোগ (লহনার বুঝি সাধু কপট আবেশ -কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ প্রবেশ; অনুপ্রবেশ (ভূতাবেশ)। ৫ আচ্ছনতা; মোহ। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word আবেষ্টক English definition [আবেশ্টকু] (বিশেষণ) পরিবেষ্টক। □ (বিশেষ্য) বেড়া; প্রাচীর। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবেস্ট্+অক(ণ্বুল্)}
- Bengali Word আবেষ্টন English definition [আবেশ্টন্/ আবেশ্টোন্] (বিশেষ্য) ১ ঘেরাও কার্য; পরিবেষ্টন। ২ বেড়া; ঘের। ৩ পরিবেশ; পারিপার্শ্বিক অবস্থা। আবেষ্টনী (বিশেষ্য) ১ বেষ্টনী; বেড়া। ২ প্রতিবেশ; পারিপার্শ্বিকতা; পরিবেশ; environment। ৩ পরিধি। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবেষ্ট্+অন}
- Bengali Word আবেষ্টিত English definition [আবেশ্টিতো] (বিশেষণ) পরিবেষ্টিত; চতুর্দিক ঘেরাও এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবেষ্ট্+ত (ক্ত)}
- Bengali Word আবেস্তা English definition [আবেস্তা] (বিশেষ্য) অগ্নিপূজক জরথুশ্ত্রীয়দের ধর্মগ্রন্থ। {(ফারসি) আবিস্তা}
- Bengali Word আবোল - তাবোল , আবল - তাবল English definition [আবোল্তাবোল্] (বিশেষ্য) ১ এলামেলো কথা; অর্থহীন বাক্য; অসংলগ্ন উক্তি। ২ প্রলাপ (আবল-তাবল বক্তে বক্তে হঠাৎ গম্ভীর হয়ে ঘাড়টি কাৎ করে বলে-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) আজে-বাজে; যা তা। {(হিন্দি) আন্বোল্-তন্বোল্}
- Bengali Word আবোয়াব English definition ⇒ আবওয়াব
- Bengali Word আব্বা , আব্বু English definition [আব্বা, আব্বু] (বিশেষ্য) পিতা; বাবা। {(আরবি)আব> উ. আব্বাব}
- Bengali Word আব্রহ্ম English definition [আব্রোম্হো] (ক্রিয়াবিশেষণ) ব্রহ্ম বা পরমাত্মা থেকে। আব্রহ্মস্তম্ব পর্যন্ত ১ ব্রহ্ম থেকে তৃণগুচ্ছ পর্যন্ত। ২ পূর্ণ চৈতন্য থেকে অচেতন পদার্থ পর্যন্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+ব্রহ্ম; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আব্রু English definition ⇒ আবরু
- Bengali Word আবড়া - খাবড়া English definition ⇒ এবড়ো খেবড়ো
- Bengali Word আভ English definition ⇒ আব৩
- Bengali Word আভরণ ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আভোরন্] (বিশেষ্য) ভুষণ; অলঙ্কার; গহনা। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öভৃ+অন}
- Bengali Word আভা English definition [আভা] (বিশেষ্য) ১ দীপ্তি; প্রভা; ছটা। ২ শোভা; সৌন্দর্য (হায়রে বর্তুল যথা রম্ভাবন আভা-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ বর্ণ (স্বর্ণার্ভ)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öভা+অ(অঙ্)+ আ(টাপ্)}
- Bengali Word আভাং , আভাঙ্গ English definition [আভাঙ্, আভাঙ্গ] (বিশেষ্য) অঙ্গ-প্রত্যঙ্গে তৈলাদি মর্দন। {(তৎসম বা সংস্কৃত) অভ্যঙ্গ>}
- Bengali Word আভাঙা , আভাঙ্গা English definition [আভাঙা, আভাঙ্গা] (বিশেষণ) ১ অভঙ্গ; অখণ্ড; চূর্ণিত নয় এমন। ২ অটুট (আভাঙা আলস্য-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ অব্যবহৃত; এখনও ব্যবহার করা হয়নি এরূপ (আভাঙ্গা জমি)। {(তৎসম বা সংস্কৃত) Öভন্জ> ভাঙ্গ্ +আ}
- Bengali Word আভাষ English definition [আভাশ্] (বিশেষ্য) ১ ভূমিকা; মুখবন্ধ। ২ আলাপ; সম্ভাষণ। আভাষণ (বিশেষ্য) ১ আলাপ; কথোপকথন; সম্ভাষণ। ২ উক্তি (আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাষণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অভিভাষণ; বক্তৃতা। আভাষিত ( বিশেষ্য) কথিত; উক্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+Öভাষ্+অ(ঘঞ্)}
- Bengali Word আভাস English definition [আভাশ্] (বিশেষ্য) ১ ইঙ্গিত (আসল ঘটনার আভাস পাওয়া গিয়াছে)। ২ অস্পষ্ট বা অসম্পূর্ণ প্রকাশ (আভাসে দাও দেখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সাদৃশ্য; আদল (ছেলের মুখে পিতার মুখের আভাস)। ৪ ছায়া; প্রতিবিম্ব। ৫ জ্যোতি; দীপ্তি; আভা।আভাসমান (বিশেষণ) প্রকাশমান; দীপ্যমান; প্রতীয়মান। আভাসি (অসমাপিকা ক্রিয়া)প্রকাশিত উদ্ভাসিত বা দীপ্ত হয়ে (নয়নে উঠে গো আভাসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öভাস্+অ(ঘঞ্)}
- Bengali Word আভিজমন English definition [আভিজন্] (বিশেষ্য) ১ অভিযোজনের ভাব; কৌলীন্য। ২ পদবি। {(তৎসম বা সংস্কৃত ) অভিজন+অ(অণ্)}
- Bengali Word আভিজাতিক English definition [আভিজাতিক্] (বিশেষণ) ১ অভিজাত সম্বন্ধীয়; বংশমর্যাদা বিষয়ক। ২ কুল বা বংশ পরিচায়ক (আপনি নিজ আভিজাতিক চিহ্নের বর্ণনা না করিলে মুদ্রা পাইবেন না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আভিজাত্য (বিশেষ্য) কৌলীন্য; বংশমর্যাদা (আপনি মিথ্যা আভিজাত্যের মোহে আচ্ছন্ন হয়ে আছেন-রখাঁ)। {(তৎসম বা সংস্কৃত) অভিজাত+ইক(ঠঞ্)}