আ পৃষ্ঠা ৪৯
- Bengali Word আমপারা English definition [আম্পারা] (বিশেষ্য) কোরান মজিদের ক্রিশতম বা সর্বশেষ খণ্ড যার প্রথম শব্দ ‘আম্ম’ (একটি ...... ছেলে ‘আমপারা’ ও ‘পান্দেনামা’ হাতে লইয়া মাদুরাসন হইতে উঠিয়া আসিল-সৈয়দ এমদাদ আলী)। {(আরবি)‘আম্ম’+ ( ফারসি) পারাহ}
- Bengali Word আমবাত English definition [আম্বাত্] পিঁপড়াবাত; কামড়ে মানবদেহ যেমন ফুলে ওঠে, তেমন লক্ষণবিশিষ্ট চর্মরোগবিশেষ। {আম+বাত}
- Bengali Word আমমোক্তার English definition [আম্মোক্তার্] (বিশেষ্য) বিষয় সম্পত্তি সংক্রান্ত কার্যনির্বাহের জন্য আইন অনুসারে নিযুক্ত প্রতিনিধি; attorney (বন্ধুবর উকিল সাহেবকে আমমোক্তার নিযুক্ত করিয়াছি-নজিবর রহমান)। আমমোক্তারনামা (বিশেষ্য) আমমোক্তার নিয়োগের দলিল, যে দলিল দ্বারা আমমোক্তারকে ক্ষমতা অর্পণ করা হয়; power of attomey। আমমোক্তারি, আমমোক্তারগিরি (বিশেষ্য)। {(আরবি)আম্ম + মুখ্তার্}
- Bengali Word আমর ১ English definition [আমর্] (বিশেষ্য) আদেশ; অনুজ্ঞা। {(আরবি)আমর}
- Bengali Word আমর ২ English definition [আ মর্] (অব্যয়) বিরক্তি ক্রোধ অসন্তোষ প্রভৃতি প্রকাশক গালি; ‘মরণ হোক’ বাচক অভিশাপ।
- Bengali Word আমরক্ত English definition ⇒ আম৩
- Bengali Word আমরণ ১ English definition [আমরোন্] (ক্রিয়াবিশেষণ) মরণ অবধি। আমরণান্তিক বিন মৃত্যু পর্যন্ত স্থায়ী। {(আরবি)+ মরণ; অব্যায়ী.}
- Bengali Word আমরা , আমারা ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আমরা, আমারা] সর্ব আমি এবং আমার সঙ্গী (আমরা যাব; আমারা চলিল সর্বজন-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) অস্মাকম্>(প্রাকৃত) অম্হাণ>অপভ্র. আহ্মরা>}
- Bengali Word আমরার ((অপপ্রয়োগ)) English definition [আম্রার্] সর্ব আমাদের। {(তৎসম বা সংস্কৃত) অস্ম্দ>}
- Bengali Word আমরাস্তা English definition ⇒ আম২
- Bengali Word আমরিষ English definition [আমোরিশ্] (বিশেষ্য) ক্রোধ; অক্ষমা (কিষে কাহ্ন করে আমরিষে-বড়ু চণ্ডীদাস)। {( তৎসম বা সংস্কৃত) Öমৃষ্+অ(ঘঞ্), আমর্ষ> (স্বরভক্তিতে) আমরিষ}
- Bengali Word আমরুত English definition [আম্রুত্] (বিশেষ্য) পেয়ারা ফল। {(তৎসম বা সংস্কৃত) অমৃত> আমরুত}
- Bengali Word আমরুল , আমরুলী English definition [আম্রুল্, আম্রুলি] (বিশেষ্য) শাকবিশেষ (পানাপুকুরের চারধার আমরুলী শাকের সবুজ পাতায় ছেয়ে গিয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অম্ললোনী>আমরুলি>আমরুল}
- Bengali Word আমর্শ , আমর্শন English definition [আমর্শো, আমর্শন্] (বিশেষ্য) ১ স্পর্শ। ২ চিন্তা; প্রণিধান। ৩ পরামর্শ। {(তৎসম বা সংস্কৃত) আ+Öমৃশ্+অ}
- Bengali Word আমর্ষ English definition [আমর্শো] (বিশেষ্য) ১ ক্রোধ। ২ অক্ষমা। {(তৎসম বা সংস্কৃত) আ+Öমৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word আমল English definition [আমোল্] (বিশেষ্য) ১ রাজত্বকাল; শাসনকাল (বাদশাহী আমল)। ২ অধিকার; দখল (পরগনা পরগনা হইল আমল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ কাল; সময়; যুগ (তখন আবার তাকে হাল আমলে ফিরিয়ে আনলেন-রাজশেখর বসু (পরশু) )। ৪ প্রশ্রয় (মরণের কালি হেথা পায় না আমল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৫ পালন; অনুষ্ঠান (আমল বিহীনে পাপ গুণহীন ধনু-সৈয়দ আলাওল)। আমলদন্তক (বিশেষ্য) সম্পত্তিতে অধিকার দানের দলিল বা অনুজ্ঞাপত্র। আমলদারি (বিশেষ্য) ১ শাসন। ২ রাজস্ব; মালগুজারি। ৩ খাজনা আদায়কারীর পদ। আমল দেওয়া (ক্রিয়া) প্রশ্রয় বা পাত্তা দেওয়া। ২ অধিকার দেওয়া; দখল দেওয়া। আমলনামা (বিশেষ্য) ১ বিষয়াধিকারের হুমুকমনামা; সম্পত্তি ভোগ দখল করার জন্য মালিকের আদেশপত্র। ২ মানুষের পাপপুণ্যের হিসাবপত্র (আরেক ফিরস্তা শাস্তি দিব আমলনামা চাইয়া-পূর্ববঙ্গ গীতিকা)। আমলে আনা (ক্রিয়া) ১ মান্য করা; গণ্য করা (মেয়েটা এ সমস্ত আমলে আনে না-মনোজ বসু)। ২ কোনো কাজ আরম্ভ করা বা তার দায়িত্ব গ্রহণ করা। ৩ প্রয়োগ করা (আইন আমলে আনা)। {(আরবি )আমল্}
- Bengali Word আমলকী , আমলক , আমলা English definition [আম্লকি, আমলক্, আমলা] (বিশেষ্য) ১ ফলবিশেষ। ২ বৃক্ষবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öমল্+অক+ঈ; (মধ্যযুগীয় বাংলা) আঁওলা; (হিন্দি) আঁওলা}
- Bengali Word আমলা English definition [আম্লা] ১ (বিশেষ্য) কেরানি; কর্মচারী। আমলাতন্ত্র (বিশেষ্য) যে শাসনব্যবস্থায় কেবল সরকারি কর্মচারীদের আধিপত্যই বিরাজমান; রাজ কর্মচারীদের শাসন, bureaucracy। আমলা ফয়লা (বিশেষ্য) ছোট বড় কর্মচারী কেরানি প্রভৃতি (আর আমলা-ফয়লার এজাহার যে বিলকুল খেলাপ, এই হচ্ছে হাকিমের দৃঢ় ধারণা-প্রথম চৌধুরী)। {(আরবি)আমলাহ্; (একবচন) আমিল}
- Bengali Word আমলাতি , আমলাতী ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আম্লাতি] (বিশেষ্য) আমলকী; আমলা (আনিল পাকড়ি ডাল হাঁই আমলাতি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আমলকী}
- Bengali Word আমলানো English definition [আম্লানো] (ক্রিয়া) ১ ক্রমে ব্যথাযুক্ত হওয়া; টাটানো। ২ পচে টক হয়ে যাওয়া। □ (বিশেষ্য), ( বিশেষণ) উক্ত উভয় অর্থে। {Öআমলা+আনো}