আ পৃষ্ঠা ৫০
- Bengali Word আমলিয়াতে English definition [আম্লিয়াত্] (বিশেষ্য) ১ আধ্যাত্মিক চিকিৎসা। ২ তাবিজ; মাদুলি। {(আরবি)আমলিয়াত}
- Bengali Word আমশূল English definition ⇒ আম৩
- Bengali Word আমসত্ত্ব , আমসি English definition ⇒ আম১
- Bengali Word আমহুকুম English definition [আম্হুকুম] (বিশেষ্য) সাধারণ আদেশ; সার্বিক নির্দেশ। {(আরবি)আম + হুক্ম্ ; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আমা ১ English definition [আমা] (বিশেষ্য) আধপোড়া (আমা ইট)। {(তৎসম বা সংস্কৃত) আম (কাঁচা) + আ (বিশিষ্টতা দানে)}
- Bengali Word আমা ২ English definition [আমা] সর্ব ১ আমি। ২ স্বয়ং; নিজে। ৩ আমাকে। {(তৎসম বা সংস্কৃত) আস্মদ্> আমা}
- Bengali Word আমাতিসার English definition [আমাতিসার] (বিশেষ্য) আমাশয় রোগ; আমযুক্ত অতিসার। {(তৎসম বা সংস্কৃত ) আম+অতিসার; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
- Bengali Word আমাদের English definition [আমাদের্] সর্ব আমি সহ এক বা একাধিক ব্যক্তির। {(তৎসম বা সংস্কৃত) অস্মদ্>আমা+দের (বিভক্তি)}
- Bengali Word আমান ১ English definition [আমান্] (বিশেষ্য) নিরাপত্তা; আশ্রয় (সাবনের চন্দ্রভরি মাগিব আমান-সৈয়দ আলাওল)। {( আরবি)আমান্}
- Bengali Word আমান ২ English definition [আমান্] (বিশেষণ) আস্ত; অখণ্ড (বড় বড় আমান হরফে তার কাছে যে পত্র লেখ তা-আবুল মনসুর আহমদ)। {(আরবি)আমান}
- Bengali Word আমানত English definition [আমানত্] (বিশেষ্য) গচ্ছিত বস্তু (সমর্পিত তার হাতে নবীজীর পুণ্য আমানত-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষণ) গচ্ছিত; জমা (সেগুলিতে টাকাকড়ি আমানত রাখা চলতো-আবদুল মওদুদ)। আমানতি বিণ। আমানতকরা (ক্রিয়া) জমা দেওয়া; মজুদ করা। আমানতদার ( বিশেষ্য) যার কাছে গচ্ছিত রাখা হয়। আমানতরাখা (ক্রিয়া) গচ্ছিত রাখা (এক বৎসরের খরচ তাহার বাটীতে আমানত রাখিয়া থাকে-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি)আমানত}
- Bengali Word আমানি English definition [আমানি] (বিশেষ্য) কাঞ্জি; কাঁজি; পান্তা ভাতের পানি (দুধের বদল ঝিনুক দিয়ে আমনি দেয় মায়ে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অম্ল + পানীয়> অম্মআনি> আমানি}
- Bengali Word আমান্ন English definition [আমান্নো] (বিশেষ্য) অপক্ব অন্ন; অসিদ্ধ খাদ্য; কাঁচা বা অসিদ্ধ চাউল। ২ চাউল। {আম+অন্ন}
- Bengali Word আমামা English definition [আমামা] (বিশেষ্য) পাগড়ি; শিরস্ত্রাণ (বাজিছে দামামা, বাঁধরে আমামা-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)আমমাহ্}
- Bengali Word আমার English definition [আমার্] সর্ব মদীয়; নিজের। {(তৎসম বা সংস্কৃত) অস্মদীয়>}
- Bengali Word আমারার (অপপ্রয়োগ) English definition [আমারার্] সর্ব আমাদের। {(তৎসম বা সংস্কৃত) অস্মদ>}
- Bengali Word আমারি , আম্ভারি ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আমারি, আম্ভারি] (বিশেষ্য) হাতি বা উটের পিঠের আসন বিশেষ; হাওদা (শোভাকর দ্বার অতি উচ্চ আমারি সহিত হস্তী বরাবর যাইতে পারে-রামরাম বসুরাম বসু; হাতীর আমারী ঘরে বসিয়া আমীর-ভারতচন্দ্র রায়গুণাকর; বস্ত্রাবৃত আম্বারী পৃষ্ঠে করিয়া উষ্ট্র সকল...প্রবেশ করিল-মীর মশাররফ হোসেন; আম্বারিতে নারীগণ হইলেন্ত আরোহণ-সৈয়দ সুলতান)। {(আরবি)ইমারি}
- Bengali Word আমাশয় English definition [আমাশয়্] (বিশেষ্য) উদরস্থ শ্লেষ্মাযুক্ত এক প্রকার উদরাময়; আমাতিসার রোগ। ২ আমস্থলী; পাকস্থলী। {(তৎসম বা সংস্কৃত) আম+আশয়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আমি English definition [আমি] সর্ব বক্তা নিজে। □ (বিশেষ্য) ১ আত্মা বা সত্তা (সকল খেলায় করব খেলা এই আমি-রবীন্দ্রনাথ ঠাকুর) ২ অহমিকা; আমিত্ব (আমি যাবে মলে)। ৩ (ব্যাকরণ) উত্তম পুরুষ; বাক্যে বক্তা। {(তৎসম বা সংস্কৃত) অস্মাভিঃ>অম্হাহি>আহ্মি>আমি; (তৎসম বা সংস্কৃত)অহম>(প্রাকৃত) অম্হি>}
- Bengali Word আমিন ১ , আমীন ১ English definition [আমিন্] (বিশেষ্য) জমি জরিপকারী কর্মচারীবিশেষ। ২ তত্ত্বাবধায়ক; তদারককারী। ৩ সত্যবাদী; বিশ্বস্ত (যুবক নবীরে আমিন বলিয়া ডাকিত-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)আমিন}