আ পৃষ্ঠা ৫১
- Bengali Word আমিন ২ , আমীন ২ , আমেন English definition [আমিন্, আমিন্, আমেন্] (অব্যয়) প্রার্থনা পূর্ণ হোক; তাহাই হোক; (সকলেই আমিন আমিন বলিয়া... অশ্বারোহণে রাজপথে আসিয়া উপস্থিত হইলেন-মীর মশাররফ হোসেন; আমরাও দু’হাত তুলে ‘আমেন আমেন’ (তথাস্তু তথাস্তু) বললুম-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি)আমিন; হিব্রু. ও (গ্রিক) আমেন}
- Bengali Word আমিনি English definition [আমিনি] (বিশেষ্য) জমি জরিপের কাজ। {(আরবি)আমিন+ (বাংলা) ই}
- Bengali Word আমিনী ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আমিনি] (বিশেষ্য) কামিনী; সেবিকা (সোল স আমিনী মেলি এহি-চন্দন খুরি-রামাই পণ্ডিত [ শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) কামিনী>}
- Bengali Word আমির , আমীর English definition [আমির্] (বিশেষ্য) ১ বড়োলোক; ধনী; বিত্তবান; সম্ভ্রান্ত ব্যক্তি (কে আমীর তুমি নওয়াব বাদ্শা বালাখানার-কাজী নজরুল ইসলাম)। ২ সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান। ৩ কাবুলের বাদশাহের উপাধি। আমির ওমরা (বিশেষ্য) ১ বড়ো লোক; ধনী লোক। ২ উচ্চপদস্থ কর্মচারী। ৩ বাদশাহি দরবারের সভাসদ। আমিরজাদা (বিশেষ্য) সম্পদশালী সম্ভ্রান্ত ব্যক্তির সন্তান। □ (বিশেষণ) আলস্যপরায়ণ; কর্মবিমুখ। আমিরানা (বিশেষ্য) বড়োলোকি; নবাবি। আমিরি, আমীরি (বিশেষ্য) নবাবি; বড়ো মানুষি (আমার মত গরীবের পক্ষে অতটা আমীরি পোষায় না-কাজী ইমদাদুল হক)। □ (বিশেষণ) ১ আমিরের ন্যায়; আমিরসুলভ। ২ আমির সম্বন্ধীয়। {(আরবি)আমীর; (বহুব্রীহি সমাস) উমারা}
- Bengali Word আমিরুল মোমেনিন , আমিরুল মুমেনীন English definition [আমিরুল্ মোমেনিন্, আমিরুল্ মুমেনিন্] (বিশেষ্য) মুমিন বা বিশ্বাসীদের নেতা; হজরত মুহম্মদ (সাঃ) –এর স্থলবর্তী খলিফা। {(আরবি)আমীরুল মু’মিনীন}
- Bengali Word আমিল English definition [আমিল্] (বিশেষ্য) কর্মচারী (ঢাকায় দেওয়ান বকসীর আমিলরূপে কাটাইয়া চিত্রিসারের গৃহে ফিরিলেন-গোপাল হালদার)। {(আরবি)আমিল}
- Bengali Word আমিষ English definition [আমিশ্] (বিশেষ্য) ১ মাংস। ২ মাছ মাংস ডিম প্রভৃতি জৈবখাদ্য, protein । ৩ পুষ্টি বিজ্ঞান) একপ্রকার খাদ্যপ্রাণ বা vitamin(মাছ, মাংস, ডিম, ডাল, শিমের বিচি, দুধ ইত্যাদিতে প্রচুর পরিমাণে আমিষ জাতীয় খাদ্যপ্রাণ থাকে)। আমিষ প্রিয় (বিশেষণ) মাছ মাংস ডিম খেতে ভালোবাসে এমন। আমিষ লেলুপ (বিশেষণ) আমিষ সম্বন্ধে লোভ আছে এমন। আমিষাশী (বিশেষণ) ১ মাংসভোজী (হরিণ খেয়েছে তার আমিষাশী শিকারীর হৃদয়কে ছিঁড়ে-জীবনানন্দ দাশ)। ২ মাছ মাংস ডিম আহারকারী। {(তৎসম বা সংস্কৃত) Öঅম্+ইষ(টিষচ্)}
- Bengali Word আমীলিত English definition [আমিলিতো] (বিশেষণ) ঈষৎ উন্মুক্ত; সামান্য খোলা (কেশরলালের আমীলিত ওষ্ঠাধরের মধ্যে জমা দিতে লাগিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öমিল্+ ত(ক্ত)}
- Bengali Word আমুদে English definition ⇒ আমোদ
- Bengali Word আমূল English definition [আমুল্] (ক্রিয়াবিশেষণ) মূল অবধি; গোড়া থেকে (ঘোড়ের চুল আমূল ছাঁটা-রাজশেখর বসু (পরশু))। □ (বিশেষণ) সম্পূর্ণ; আগাগোড়া। {(তৎসম বা সংস্কৃত) আ+মূল; অব্যয়ী}
- Bengali Word আমৃত্যু English definition [আমৃত্তু] (ক্রিয়াবিশেষণ) মৃত্যু পর্যন্ত; মরণ অবধি (তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যু এ খবর ধরা পড়ে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+মুত্যু; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আমেজ English definition [আমেজ্] (বিশেষ্য) ১ ঈষৎ প্রকাশ; আদরা; আভাস। ২ আভা (নীলের আমেজ)। ৩ স্পর্শ; রেশ (গাঢ় শ্যাম ছায়াময় স্বপ্ন এক আমেজ লাগায় তৃষ্ণার্ত নয়ন মনে-সুফী মোতাহার হোসেন)। ৪ মিশ্রণ। {(ফারসি) আমিজ}
- Bengali Word আমেন English definition ⇒ আমিন২
- Bengali Word আমোদ English definition [আমোদ্] (বিশেষ্য) ১ হর্ষ; আহ্লাদ; আনন্দ। ২ উৎসব; ক্রীড়াকৌতুক। ৩ কৌতুক; মজা। ৪ সুগন্ধ (আমেfদ অগুরুমেদ মৃগমদবেশ-সৈয়দ আলাওল)। □ (বিশেষণ) সুগন্ধপূর্ণ; সৌরভযুক্ত; সুরভিত (গন্ধে আমোদ করেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আমোদ আহ্লাদ, আমোদ প্রমোদ (বিশেষ্য) আনন্দ-উৎসব; ক্রীড়াকৌতুক। আমোদপ্রিয়, আমুদে (বিশেষণ) কৌতুকপ্রিয়; স্ফূর্তিবাজ। আমোদন (বিশেষ্য) ১ বিনোদন; সন্তোষকরণ। ২ সৌরভ-সম্পাদন; আমোদকরণ। আমোদিত (বিশেষণ) ১ হৃষ্ট; আনন্দিত। ২ সুরভিত; সুভাষিত। আমোদী (বিশেষণ) আনন্দিত; হর্ণযুক্ত। ২ সৌরভযুক্ত; সুগন্ধি। {আ+ Öমুদ্+অ(ঘঞ্)}
- Bengali Word আমোয়াল English definition [আমোয়াল্] (বিশেষ্য) ধনসম্পদ; সম্পত্তি; পণ্য-দ্রব্যাদি। {(আরবি)আম্রাল; (একবচন) মাল}
- Bengali Word আম্নায় English definition [আম্নায়্] (বিশেষ্য) শ্রুতি; বেদ; আগম। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öম্না+অ(ঘঞ্)}
- Bengali Word আম্বর English definition [আম্বোর্] (বিশেষ্য) সুগন্ধি দ্রব্যবিশেষ; amber। {(আরবি)আম্বর; (তৎসম বা সংস্কৃত)অম্বর>}
- Bengali Word আম্বরী English definition [আম্বোরি] (বিশেষণ) সুগন্ধি (আম্বরী তামাক)। {(আরবি)আন্বরী}
- Bengali Word আম্বা English definition [আম্বা] (বিশেষ্য) ১ স্পর্ধা; বড়াই (এ পঞ্চ ফোড়ন দিলা মহা আড়ম্বরে; আম্বা করি পুনঃ ঢালিলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ দুরাকাঙ্ক্ষা। {(তৎসম বা সংস্কৃত) অহম্ভাব>}
- Bengali Word আম্বিয়া English definition [আম্বিয়া] (বিশেষ্য) নবীগণ; পয়গম্বরগণ (কত আম্বিয়া আউলিয়া বাদশা ফকির-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)আম্বিয়া; (একবচন) নবী}