আ পৃষ্ঠা ৫২
- Bengali Word আম্মা English definition [আম্মা] (বিশেষ্য) ১ মাতা; জননী। ২ মাতৃস্থানীয়া মহিলা (আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অম্ব; (আরবি)উম্মুন}
- Bengali Word আম্র . অম্র (মধ্যযুগীয় বাংলা) English definition [আম্ম্রো, অমম্রো] (বিশেষ্য) ১ আমগাছ। ২ আম গাছের ফল; চূত; রসাল (অম্র কাঁঠাল আর গুয়া নারিকেল-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) Öঅম্+র}
- Bengali Word আম্রসার English definition [আম্ম্রোসার্] (বিশেষ্য) আমের পাতা বা শাখা (পূর্ণঘট শোভে নারিকেল আম্র-সারে-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) আম্র+(তৎসম বা সংস্কৃত) সহকার>(প্রাকৃত) সহআর> সার; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আম্রাত , আম্রাতক , অম্রাত , অম্রাতক English definition [আম্ম্রাতো, আম্ম্রাতক্, অম্ম্রাতো, অম্ম্রাতক্] (বিশেষ্য) ২ আমড়া গাছ। ২ আমড়া গাছের ফল; আমড়া। {(তৎসম বা সংস্কৃত) আম্র+Öঅত্+অ(অণ্), অক}
- Bengali Word আম্ল , আম্লিক English definition [আম্ম্লো, আম্ম্লিক্] (বিশেষ্য) ১ অম্লরসযুক্ত; টক। ২ অম্ল সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) অম্ল+অ(ষ্ণ), ইক(ষ্ণিক)}
- Bengali Word আম্লা , আম্লিকা , আম্লীকা English definition [আম্ম্লা, আম্ম্লিকা, আম্ম্লিকা] (বিশেষ্য) ১ তেঁতুল গাছ। ২ অম্লোদ্গার। {(তৎসম বা সংস্কৃত) আম্ল+আ (স্ত্রীলিঙ্গ), আম্লিক+আ,>}
- Bengali Word আম্লিক English definition ⇒ আম্ল
- Bengali Word আমড়া English definition [আম্ড়া] (বিশেষ্য) এক প্রকার অম্লমধুর ফল। আমড়াকরা (ক্রিয়া) (আলঙ্কারিক) কোনো কিছু করতে না পারা। আমড়া কাঠের ঢেঁকি (আলঙ্কারিক) অকেজো লোক। আমড়া গাছি করা (ক্রিয়া) অযথা প্রশংসা করা; চাটুবোক্যে ভুলানো (তিনি এসে একটু আমড়াগাছি কর্তেই ...... লিখে দিলেন ‘মাফ’–সৈয়দ এমদাদ আলী)। আমড়া ভাতে করা (ক্রিয়া) (আলঙ্কারিক) সৌন্দর্যহীন করা; কদর্য করা (ন্যাড়া করে দেয় মাথা হায় আমড়াভাতে করে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) আম্রাতক> ( প্রাকৃত) অংবাডর> (মধ্যযুগীয় বাংলা) আম্বড়া> আমড়া}
- Bengali Word আময় English definition [আময়্] (বিশেষ্য) রোগ; ব্যাধি; পীড়া (উদরাময়, নিরাময়)। {(তৎসম বা সংস্কৃত ) আ+Öমী+অ(অচ্)}
- Bengali Word আময়দা , আমাদা English definition [আময়্দা, আমাদা] (বিশেষণ) প্রচুর; অপরিমিত (আময়দা আমদানীওয়ালা স্বামীর বন্ধ্যা স্ত্রীর অন্তরে ভবিষ্যতের... বিভীষিকা- কেদারনাথ মজুমদার)। {(ফারসি) আম্দাহ}
- Bengali Word আযখোদ English definition ⇒ আজখোদ
- Bengali Word আযতন English definition [আজতোন্] (বিশেষ্য) সমাদর; বিশেষ যত্ন। {(তৎসম বা সংস্কৃত) আ+Öযত্+অন}
- Bengali Word আযম English definition ⇒ আজম২
- Bengali Word আযমত , আজমত English definition [আজ্মত্] (বিশেষ্য) মহত্ত্ব {(আরবি)‘আজমত}
- Bengali Word আযমাইশ , আজমায়েশ English definition [আজ্মায়িশ্, আজ্মায়েশ্] (বিশেষ্য) পরীক্ষা। {(ফারসি) আজমাইশ}
- Bengali Word আযল , আজল English definition [আজোল্] (বিশেষ্য) ১ অনাদি; অতীত। ২ অদৃষ্ট; ভাগ্য (আযলের লেখা ঘোরে কিভাবে পশ্চাতে-ফররুখ আহমদ)। ৩ জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি বিশেষ। {(আরবি)আজল্}
- Bengali Word আযাদ English definition ⇒ আজাদ
- Bengali Word আযাদী English definition ⇒ আজাদি
- Bengali Word আযান English definition ⇒ আজান
- Bengali Word আযাব English definition ⇒ আজাব