আ পৃষ্ঠা ৫৩
- Bengali Word আযাযীল English definition ⇒ আজাজিল
- Bengali Word আযীম English definition ⇒ আজিম
- Bengali Word আযীয English definition ⇒ আজিজ
- Bengali Word আযোড় যোড়ন (মধ্যযুগীয় বাংলা) English definition [আজোড়্ জোড়ন্] (বিশেষ্য) অসম্ভব কার্য সাধন; অসম্ভবকে সম্ভবকরণ; অঘটন ঘটন (আযোড় যোড়ন আহ্মে করিবাক পারি-বড়ু চণ্ডীদাস)। {আ+জোড় (<জোড়)}
- Bengali Word আর English definition [আর্] (অব্যয়) ১ এবং ও (আমি আর তুমি)। ২ অতঃপর; এর পরে (আর কিছু বলার নেই)। ৩ এর অধিক; এর বেশি (আর কী বলবো)। ৪ যুগপৎ; এককালে (আমাদের ঘরের লক্ষ্মী আর তোমাদের যম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৫ কিংবা; অথবা (মারো আর কাটো)। ৬ তদুপরি; তার উপর (একে কাল হৈল মোর নয়লি যৌবন। আর কাল হৈল মোর বাস বৃন্দাবন -চণ্ডীদাস)। ৭ পক্ষান্তরে (আমরা খেটে মরছি আর তোমরা ঘুমুচ্ছ)। ৮ কাজেই (এরপর আর সেখানে যাওয়া চলে না)। ৯ আক্ষেপ অবসাদ হতাশা ক্রোধ বিস্ময় বিরক্তি ইত্যাদি বোধক (আর বোলো না, আর যাব না)। □ (বিশেষণ) ১ বিগত (আমাকে আর বছরে দুশো টাকা দিয়েছিল-সৈয়দ মুজতবা আলী)। ২ আগামী (আর রোববারে যাবো)। ৩ দ্বিতীয়; অন্য একটি (এমন মেয়ে আর পাবে না)। ৪ অপর; অন্য (আর জন কয় এই মহাশয়-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (ক্রিয়াবিশেষণ) ১ ভিন্ন রকম; অন্যরূপে (বলে এক করে আর)। ২ পুনরায়; পুনর্বার (হেন দুষ্ট বাক্য প্রিয় না বোলিহ আর-ভবানন্দ)। ৩ পরে; ভবিষ্যতে (আর দেখতে পাবে না)। ৪ বর্তমানে; এখন (আর সেদিন নাই)। ৫ এখনও (বৃথা কেন ডাকো আর?)। ৬ কখনও (আমড়া গাছে কি আর আম ফলে?)। ৭ পুনশ্চ; অধিকন্তু (আর দেখো, যদি তাকে পাও)। ৮ তদবধি; সেই তেকে (সেই যে শুল আর উঠল না)। ৯ পূর্বে বা পরে কখনও (আর দেখা হয়নি; আর দেখা হবেও না)। ১০ অব্যবহিত পরেই, প্রায় তখনই (আমিও উঠলাম আর গাড়িও ছাড়ল)। ১১ অবশ্য (যা হবার হয়েছে, তোমাকে আর তা বলছি না)। □ সর্ব অন্য লোক বিষয় বা বস্তু (একে চায় আরে পায়)। আর আর অন্যান্য; অপরাপর (আর আর জিনিসপত্র)। আরও, আরো (বিশেষণ) ১ এছাড়া অন্য; এতদ্ব্যতীত; অপর (আরও টাকা; আরো লোকে শুনেছে)। □ বিণ-বিণ অধিকতর; অপেক্ষাকৃত (আরও ভালো জিনিস)। □ (ক্রিয়াবিশেষণ) এছাড়াও; অধিকন্তু (আরো বলছি শোনো)। আর কতোআর কতই (ক্রিয়াবিশেষণ) অল্পই; খুব বেশি নয় (সে আর কতো লাগবে; আর কতোই বা লাগবে)। আরকি (অব্যয়) প্রায় তদ্রূপ (বেটা নবাব আর কি!)। আরবার (ক্রিয়াবিশেষণ) আবার; পুনর্বার। {(তৎসম বা সংস্কৃত) অপর>আওর>আর; (হিন্দি) আওর}
- Bengali Word আরওয়াহ , আরোয়াহ English definition [আর্ওয়াহ্, আরোয়াহ্] (বিশেষ্য) ১ আত্মাসমূহ। ২ প্রাণী; জীব (এমন কৌশলে শেষ করা যায় যে একটি আরওয়াহরও খবর হয় না-মীর মশাররফ হোসেন)। { (আরবি); (একবচন) আররাহ্; রুহু}
- Bengali Word আরক English definition [আরক্] (বিশেষ্য) ১ সার; নির্যাস। ২ তীব্র রস; ঝাঁঝওয়ালা নির্যাস (নর্দমার মুখে আরক ঢেলে ঢেলে বীজাণুমুক্ত করছে-মনোজ বসু)। ৩ চুয়ানো মদ (পিপা পিপা সুরা আরক উজাড়ি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি)আরক}
- Bengali Word আরকান English definition [আর্কান্] (বিশেষ্য) ১ মৌলিক বিষয়; মৌলিক নীতি। ২ কর্মচারীবৃন্দ। {(আরবি)আরকান্; (একবচন) রকন}
- Bengali Word আরক্ত , আরক্তিম English definition [আরক্তো, আরোক্তিম্] (বিশেষণ) ১ ঈষৎ রক্তবর্ণ; অল্প লাল; রক্তাভ (আরক্ত করতল-রবীন্দ্রনাথ ঠাকুর; যৌবনতাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গাঢ় রক্তবর্ণ, টকটকে লাল। আরক্ত নয়ন, আরক্ত নেত্র,আরক্ত লোচন (বিশেষণ) ক্রুদ্ধ; রক্তবর্ণ চক্ষুবিশিষ্ট। □ (বিশেষ্য) ক্রোধপূর্ণ দৃষ্টি। আরক্ত মুখ (বিশেষণ) লজ্জায় মুখ রাঙা হয়েছে এমন; শরম-রাঙা। {(তৎসম বা সংস্কৃত) আ+রক্ত, রক্তিম}
- Bengali Word আরক্ষ , আরক্ষক English definition [আরোক্খো, আরোখক্] (বিশেষ্য) ১ থানা; ঘাঁটি। ২ রক্ষী সৈন্য; প্রহরী। □ (বিশেষণ) রক্ষাকর্তা। আরক্ষা (বিশেষ্য) পুলিশ। আরক্ষা বিভাগ (বিশেষ্য) পুলিশ বিভাগ। আরক্ষিক, আরক্ষী (-ক্ষিন্) (বিশেষ্য) ১ পুলিশের লোক; কনস্টবল। ২ প্রহরী। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরক্ষ্+অ(অচ্)}
- Bengali Word আরঙ্গ English definition ⇒ আড়ং
- Bengali Word আরজ , আরয English definition [আরজ্] (বিশেষ্য) আবেদন; প্রার্থনা (সে যাইয়া আরজ করিল-রামরাম বসুরাম বসু)। আরজগুজার (বিশেষণ) আবেদনকারী; নিবেদক। আরজদাস্ত (বিশেষ্য) দরখাস্ত; আবেদনপত্র (পুত্রের আরজদাস্ত অনুযায়ী কাননগো দপ্তরে মুহরিগিরিতে পদার্পণ হইলেন-রামরাম বসুরাম বসু)। আরজবেগ, আরজবেগী (বিশেষ্য) আদালতের পেশকার; যে ব্যক্তি রাজা বা বিচারপতির সম্মুখে দরখাস্ত দাখিল বা পাঠ করে (রাজার হীরার বাক্যে হইল সংশয়, আরজবেগীরে কহে লহ পরিচয় -ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি)আরদ্}
- Bengali Word আরজা English definition [আর্জা] (বিশেষণ) সস্তা; অল্পমূল্য। {(ফারসি) আর্জা}
- Bengali Word আরজি , আর্জি English definition [আর্জি] (বিশেষণ) ১ আবেদনপত্র; দরখাস্ত। ২ প্রার্থনা; অনুরোধ (নিষ্ঠুর করুণ সে আরজী কানে না শুনলে ঠাওর করা অসম্ভব-শওকত ওসমান)। { (আরবি)আরদী +(ফারসি)}
- Bengali Word আরজু English definition [আর্জু] (বিশেষ্য) বাসনা; ইচ্ছা (তাদের মনের আরজু সকল বলল ছেলের ঠাঁই-রওশন ইজদানী)। {(ফারসি) আর্জু }
- Bengali Word আরণ্য English definition [আরোন্নো] (বিশেষণ) বনজাত; বন্য (এক আরণ্য গজ রাজার রথদর্শনে শঙ্কিত হইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আরণ্যক (বিশেষণ) বনসম্বন্ধীয় (আরণ্যক আমার যৌবন-সুধীন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) হিন্দুধর্মগ্রন্থ (বেদের অন্তর্গত ব্রাহ্মণের উপসংহার ভাগ। (তৎসম বা সংস্কৃত) অরণ্য+অ(অণ্)
- Bengali Word আরত English definition [আরতো] (বিশেষণ) ১ অনুরক্ত; আসক্ত। ২ রত। ৩ রতিক্ষম; রতিকর্মে দক্ষ (মুঞি অতি বালি সো আরত নাই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরম্+ত(ক্ত)}
- Bengali Word আরতি ১ English definition [আরোতি] (বিশেষ্য) ১ বিরতি; নিবৃত্তি। ২ আসক্তি; অনুরাগ (পূরিব সকল বাঞ্ছা মনের আরতি-কাজী দৌলত)। ৩ আদেশ; আজ্ঞা (বিষম আরতি দিল নরপতি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ আগ্রহ (আরতি না কর কানু-বিদ্যাপতি)। ৫ আহ্বান; নিয়োগ (সাজে মেঘনাদ পেয়ে বাপের আরতি -কৃত্তিবাস ওঝা)। ৬ আশা; আকাঙ্ক্ষা; প্রার্থনা (ধনকা আরতি না পূরল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) আ+ রম+তি(ক্তি)}
- Bengali Word আরতি ২ English definition [আরোতি] (বিশেষ্য) নীরাজনা; প্রদীপ ধূপ ধুনা ইত্যাদি দ্বারা দেবমূর্তি বরণ করার হিন্দু ধর্মীয় বিধি। {(তৎসম বা সংস্কৃত) আরাত্রিক>}
- Bengali Word আরতি ৩ English definition ⇒ আর্তি