আ পৃষ্ঠা ৫৪
- Bengali Word আরদালি , আর্দালি English definition [আর্দালি] (বিশেষ্য) চাপরাশি; পিয়ন; পেয়াদা (উহাদিগকে আমাদের আরদালি করিয়া রাখিব-আবুল মনসুর আহমদ; ডাক হাঁকিতেই নাজেম আরদালী জোড়হস্তে হুজুরে খাড়া হইল-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) orderly}
- Bengali Word আরদাশ English definition ⇒ আর্দাশ
- Bengali Word আরফাত , আরাফাত English definition [আর্ফাত্, আরাফাত্] (বিশেষ্য) ১ মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান-প্রতি বৎসর জিলহজ্জ চাঁদের নয় তারিখে হাজীগণের এই ময়দানে সমবেত হওয়া হজ্জের অবিচ্ছেদ্য অঙ্গ। ২ মাঠ; ময়দান (এই বাঙলায় তোমরা আনিও মুক্তির আরফাত-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)‘আরাফাহ}
- Bengali Word আরব ১ English definition [আরোব্] (বিশেষ্য) ১ একটি দেশের নাম। ২ জাতি বিশেষ। ৩ ঐ দেশের অধিবাসী। আরবি (বিশেষ্য) ১ আরব দেশের ভাষা (আরবে আরবী ভাষে পাইল ইমান -সৈয়দ সুলতান)। ২ আরব দেশের অধিবাসী; আরব জাতি। □ (বিশেষণ) ১ আরব দেশজ; আরব দেশে জাত (আরবি ঘোড়া)। ২ আরব দেশ সম্বন্ধীয়। ৩ আরবদেশ সংলগ্ন (আরবি দরিয়া-কাজী নজরুল ইসলাম)। আরব্য (বিশেষণ) ১ আরব দেশীয়; আরব দেশে জাত (তেজস্বী আরব্য অশ্ব-ইসমাইল হোসেন শিরাজী)। ২ আরবদেশ সম্বন্ধীয়। {(আরবি)‘আরব}
- Bengali Word আরব ২ English definition ⇒ আরাব
- Bengali Word আরবার English definition ⇒ আর
- Bengali Word আরবি English definition ⇒ আরব১
- Bengali Word আরব্ধ English definition [আরোব্ধো] (বিশেষণ) শুরু করা হয়েছে এমন; অনুষ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরভ্+ত(ক্ত)}
- Bengali Word আরব্য English definition ⇒ আরব১
- Bengali Word আরমান English definition [আর্মান্] (বিশেষ্য) ১ বাসনা; অভিলাষ; আকাঙ্ক্ষা (বাদশা বলে কহ বাবা দেলের আরমান-সৈয়দ হামজা)। ২ দুঃখ আফসোস (মা জান্ ... কত আরমান করতে লাগলেন-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) আর্মান্}
- Bengali Word আরমানি , আরমানী English definition [আর্মানি] (বিশেষ্য) আরমেনিয়া দেশের অধিবাসী (আরমানি অলন্দাজ দিনেমার ইংরাজ-সৈয়দ আলাওল)। □ (বিশেষণ) আরমেনিয়া দেশীয় আরমেনিয়া দেশ জাত। {(ইংরেজি) Armenian}
- Bengali Word আরম্ভ English definition [আরোম্ভো] (বিশেষণ) ১ শুরু; সূত্রপাত; সূচনা। ২ উপক্রম; উদ্যোগ। ৩ উৎপত্তি। ৪ প্রস্তাবনা (গ্রন্থারম্ভ)। আরম্ভক (বিশেষ্য), (বিশেষণ) আরম্ভকারী। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরভ্+অ(ঘঞ্)}
- Bengali Word আরয English definition ⇒ আরজ
- Bengali Word আরশ , আরস English definition [আরোশ্] (বিশেষণ) ১ সর্বব্যাপী খোদার আসন; বেহেশ্তের উচ্চতম অবস্থান। (আরশে থাকিয়া হাসিলেন খোদা-কাজী নজরুল ইসলাম)। ২ রাজাসন; সিংহাসন। { (আরবি)‘আরশ্}
- Bengali Word আরশি , আরসি English definition [আর্শি] (বিশেষ্য) আয়না; মুকুর; দর্পণ (হে সরসী! তুমি তারার আরসী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) আদর্শিকা>আরশিআ>}
- Bengali Word আরশোলা , আরসোলা, আরসুলা English definition [আর্শোলা, আর্শোলা, আর্শুলা] (বিশেষ্য) তেলাপোকা (উড়ি উড়ি আরসুলা দেয় তুড়ি লাফ-সত্যেন্দ্রনাথ দত্ত)। আরশোলা আবার পাখি-তেলাপোকা পোকাই, পাকি নয়-ক্ষুদ্র মহতের, নীচ উচ্চের, অনুপযুক্ত উপযুক্তের মর্যাদা লাভে অক্ষম। {(তৎসম বা সংস্কৃত) অস্রপদা>}
- Bengali Word আরস English definition ⇒ আরশ
- Bengali Word আরা ১ , আড়া English definition [আরা, আড়া] (বিশেষ্য) ১ করাত। ২ চর্মকারের সেলাইয়ের যন্ত্র; awl । {(ফারসি) আর্রহ্; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত)আরা}
- Bengali Word আরা ২ English definition [আরা] (বিশেষ্য) গাড়ির চাকার নাভি থেকে নেমি পর্যন্ত যে দণ্ড থাকে; চাকার পাখি; spokes। {(তৎসম বা সংস্কৃত) অর>আর+আ (বিশিষ্টার্থে)}
- Bengali Word আরা ৩ English definition (ব্রজবুলি) [আরা] (অব্যয়) অন্য (তুয়া বিনু গতি নাহি আরা-বিদ্যাপতি)। {(হিন্দি) ঔর; আউর}