আ পৃষ্ঠা ৫৬
- Bengali Word আরোহ English definition [আরোহো] (বিশেষ্য) ১ (দর্শন.) কার্য থেকে কারণ অনুমান; induction। ২ আরোহণ (দুরারোহ)। ৩ উচ্চতা। ৪ নিতন্ব (বরারোহ)। ৫ দৈর্ঘ্য। ৬ শ্রেণি। অবরোহ বিপ। আরোহক (বিশেষ্য) আরোহণকারী। আরোহণ (বিশেষ্য) ১ উপরে ওঠা; ঊর্ধ্বে গমন। ২ চূড়া (অশ্বারোহণ)। আরোহণী (বিশেষ্য) সোপান; সিঁড়ি। আরোহিত (বিশেষণ) ১ আরোহণ করা হয়েছে এমন। ২ চড়ানো হয়েছে এমন। আরোহী (-হিন্) (বিশেষণ) ১ আরোহণকারী্ ২ সঙ্গীতে স্বরের নিম্নগ্রাম থেকে ঊর্ধ্ব গতিযুক্ত বা অনুলোমগতি বিশিষ্ট (আরোহী সুর)। ৩ (দর্শন.) কার্য থেকে কারণ বিচারের প্রণালীসম্মত; inductive। আরোহিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আরোহণকারিণী। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরুহ্+অ(ঘঞ্)}
- Bengali Word আরোয়াহ্ English definition ⇒ আরওয়াহ
- Bengali Word আর্ যান, আর্যানো English definition ⇒ আজ্জান
- Bengali Word আর্ক English definition [আর্ক্] (বিশেষণ) (প্রভাতের) নবোদিত সূর্য (বালার্ক সিন্দুর বিন্দু); সূর্য সম্বন্ধীয়; সেরি। আর্কফলা (বিশেষ্য) ১ রেফ (©) এই চিহ্ন। ২ সৌর রশ্মি। ৩ (ব্যঙ্গার্থ) টিকি (আর্ক-ফলার ঘাটাট জাঁকাল রকম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অর্ক+অ(ষ্ণ)}
- Bengali Word আর্কিড English definition ⇒ অর্কিড
- Bengali Word আর্জি English definition ⇒ আরজি
- Bengali Word আর্ট English definition [আর্ট্] (বিশেষ্য) ১ সাহিত্য চিত্রাঙ্গন নৃত্যগীতাভিনয় প্রভৃতি রসাত্মক রচনা বা বিদ্যা (হাতের লেখা তখন একটা আর্ট হয়ে উঠেছিল-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ চারু ও সুকুমার শিল্পকলা। ৩ নান্দনিক শিল্প। ৪ রসমধুর ভঙ্গি। ৪ ছলাকলা; ঢং। আর্টিস্ট (বিশেষ্য) শিল্পী; রূপদক্ষ (ধর্মপ্রবর্তক কবি আর্টিস্ট প্রভৃতিই মানবের যথার্থ শিক্ষক-প্রথম চৌধুরী)। {(ইংরেজি) art}
- Bengali Word আর্ত English definition [আর্তো] (বিশেষণ) বিপন্ন; অভিভূত। ২ কাতর; আকুল; বিহ্বল। ৩ পীড়িত; অসুস্থ। আর্তি (বিশেষ্য)। আর্তনাদ; আর্তস্বর (বিশেষ্য) কাতর চিৎকার; বিপদসূচক ক্রন্দন ধ্বনি। আর্তমানবতা (বিশেষ্য) বিপন্ন মানবতা। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öঋ+ত(ক্ত)}
- Bengali Word আর্তব English definition [আর্তবো] (বিশেষ্য) স্ত্রীরজ। □ (বিশেষণ) ১ স্ত্রীরজ সম্বন্ধীয় (আর্তব ব্যাধি)। ২ গ্রীষ্ম বর্ষাদি ঋতু সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) ঋতু+অ(অণ্)}
- Bengali Word আর্তস্বর English definition ⇒ আর্ত
- Bengali Word আর্তি , আরতি English definition [আর্তি] (বিশেষ্য) ১ কাতরতা; ব্যাকুলতা (মুখে একটা অতিক্লান্তিক আর্তি আনলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ রোগ; পীড়া। ৩ ব্যথা; যন্ত্রণা; ক্লেশ। {(তৎসম বা সংস্কৃত) আ+Öঋ+তি(ক্তি)}
- Bengali Word আর্থনীতিক English definition [আরথোনিতিক্] (বিশেষণ) অর্থনীতি সম্বন্ধীয়। {অর্থনীতি+ ইক(ষ্ণিক)}
- Bengali Word আর্থিক , আর্থ English definition [আর্থিক্, আর্থো] (বিশেষণ) অর্থ সম্বন্ধীয়; ধনবিষয়ক। ২ ব্যক্তিগত ধন বা সঙ্গতি সম্বন্ধীয় (আর্থিক অবস্থা)। ৩ শব্দার্থ বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) অর্থ+ ইক(ঠক্), অ(অণ্)}
- Bengali Word আর্দালি English definition ⇒ আরদালি
- Bengali Word আর্দাশ , আরদাশ, আদ্দাশ, আদ্দাস English definition [আর্দাশ্, আর্দাশ্, আদ্দাশ্, আদ্দাশ্] (বিশেষ্য) ১ আবেদন; প্রার্থনা (তাদের আর্দাশ নাহি শুনিলে কানে–ঈগু)। ২ অভিযোগ; নালিশ (কান্দিয়া আরদাশ করে খোদাতাল্লার স্থানে-পূর্ববঙ্গ গীতিকা; রাজারে আদ্দাশ করি জামতি লুঠিতে-ঘনরাম চক্রবর্তী; আদ্দাস করয়ে আসি চমরীর ঘটা-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ আফসোস; পরিতাপ (পিঠে চুন মাখি চলে হাঁটুরে আদ্দাসে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(আরবি)‘আরদ + (ফারসি) দাশ্ত}
- Bengali Word আর্দ্র English definition [আর্দ্রো] (বিশেষণ) ১ সিক্ত; ভিজা (আর্দ্রবসন)। ২ কোমল; নরম (দয়ার্দ্রচিত্ত)। আর্দ্রতা (বিশেষ্য) সিক্ততা; humidity (বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে উহার আর্দ্রতা বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) Öঅর্দ্+র(রক্)}
- Bengali Word আর্দ্রক English definition [আর্দ্রক্] (বিশেষ্য) আদা। {(তৎসম বা সংস্কৃত) আর্দ্র+ক(কন্)}
- Bengali Word আর্দ্রা English definition [আরদ্রা] (বিশেষ্য) নক্ষত্র বিশেষ; Orionis। {(তৎসম বা সংস্কৃত) আর্দ্র+আ}
- Bengali Word আর্ধ English definition [আর্ধো] (বিশেষণ) অর্ধসম্বন্ধীয়। {অর্ধ+অ(অণ্)}
- Bengali Word আর্মচেয়ার English definition [আর্ম্চেয়ার্] (বিশেষ্য) আরাম কেদারা; প্রায় শয়ন করা যায় এমন আরামদায়ক চেয়ার। {(ইংরেজি) armchair}