আ পৃষ্ঠা ৫৫
- Bengali Word আরাকশ , আরাকস English definition [আরাকশ্] (বিশেষ্য) করাতি; যারা করাত দিয়ে কাঠ চিরে তক্তা তৈরি করে।
- Bengali Word আরাত English definition [আরাত্] (বিশেষ্য) অরুচি (বটের ফলে আরাত তার, রয়েছে লোভ নিমের তরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অরতি>আরাত ((তৎসম বা সংস্কৃত) অ>আ (=অনাসক্তি)}
- Bengali Word আরাত্রিক English definition [আরাত্ত্রিক্] (বিশেষ্য) নীরাজন; আরতি; প্রদীপাদি দ্বারা হিন্দুগণের দেবমূর্তি বরণ। {(তৎসম বা সংস্কৃত) আ+রাত্রি+ইক(ঠঞ্)}
- Bengali Word আরাধক English definition [আরাধক্/আরাধোক্] (বিশেষ্য) উপাসক; পূজক। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরাধ্+অক(ণ্বুল্)}
- Bengali Word আরাধনা , আরাধন English definition [আরাধোনা, আরাধোন্] (বিশেষ্য) ১ প্রার্থনা; উপাসনা। ২ সেবা। আরাধনীয়, আরাধ্য (বিশেষণ) আরাধনার যোগ্য; উপাস্য। আরাধ্যমান (বিশেষণ) আরাধনা করা হচ্ছে এমন; উপাস্যমান। আরাধিত (বিশেষণ) ১ উপাসিত; পূজিত। ২ সেবিত। {(তৎসম বা সংস্কৃত) আ+Öরাধ্+অন(যুচ্)+আ}
- Bengali Word আরাফাত English definition ⇒ আরফাত
- Bengali Word আরাব , আরব English definition [আরাব্, আরব্] (বিশেষ্য) ১ ধ্বনি; শব্দ (মিনার চূড়ে মুয়াজ্জিনের শুনছি আরাব-কাজী নজরুল ইসলাম)। ২ কোলাহল (হ্রেষার তীব্র তীক্ষ্ণ আরাবে-বেনজীর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) আ + Öরু+অ(ঘঞ্), +অ(অপ্)}
- Bengali Word আরাম ১ English definition [আরাম্] (বিশেষ্য) উপব্ন; ফলফুলের বাগান; বাগানবাড়ি। {(আরবি)ইরম্}
- Bengali Word আরাম ২ English definition [আরাম্] (বিশেষ্য) সুখ; আনন্দ; আয়েশ (মরমীর হিয়ার আরাম-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বিশ্রাম; শ্রান্তি-অপনোদন (সারাদিন খেটেছ, এখন আরাম করো)। □ ( বিশেষণ) সুস্থ; রোগমুক্ত; নীরোগ (কিছুদিন রোগে ভুগে এবার আরাম হয়েছি)। আরাম-কুর্সি, আরাম-কেদারা (বিশেষ্য) আরামে বসার চেয়ার; arm chair (একখানা আরাম কুর্সীতে বসিয়া ভাবিতেছেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) আরাম্ }
- Bengali Word আরারুট English definition [আরারুট্] (বিশেষ্য) আদা বা হলুদ গাছের মতো দেখায় এমন এক প্রকার গুল্মের পালো বিশেষ। {(ইংরেজি) arrowroot}
- Bengali Word আরাশ English definition [আরাশ্] (বিশেষ্য) পালিশ; চুনকামের উপর ঘষে মেজে অধিক সৌন্দর্য বিধান করার কাজ। {(ফারসি) আরা’ইশ্ }
- Bengali Word আরাস্তা English definition [আরাস্তা] (বিশেষ্য) সুশোভিত; সুসজ্জিত (না-জানা আনন্দে গো ‘আরাস্তা’ আজ আরব ভূমি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) আরাস্তাহ্}
- Bengali Word আরি , আড়ি English definition [আরি, আড়ি] (বিশেষ্য) আরা অপেক্ষা ক্ষুদ্র করাত। {(ফারসি) আররাহ; (তৎসম বা সংস্কৃত) অর, আর+ (বাংলা) ই}
- Bengali Word আরিন্দা English definition [আরিনদা] (বিশেষ্য) বাহক; প্রেষ্য; খাজাঞ্চিখানার রাজস্ব বহনকারী। আরিন্দা খরচ (বিশেষ্য) পাঠানোর খরচ। {(ফারসি) আরিন্দাহ্}
- Bengali Word আরূঢ় English definition [আরূঢ়ো] (বিশেষণ) ১ চড়েছে এমন; সওয়ার (অশ্বারূঢ়)। ২ আরোহণ করেছে এমন (সিংহাসেন আরোহণ, বৃক্ষারোহণ)। {(তৎসম বা সংস্কৃত) আ+ রুহ্+ত(ক্ত)}
- Bengali Word আরে English definition [আরে] (অব্যয়) ১ ভয় লজ্জা বিস্ময় বিরক্তি ক্রোধ ঘৃণা ইত্যাদি সূচক। ২ সম্বোধনসূচক (ভাল হৈল আরে বধু আসিলা সকালে-দ্বিজ বংশীদাস)। [(তুলনীয়) অরে]। আরেরে (অব্যয়) সম্বোধনসূচক (ঘৃত দধি নঠ কইলি আরেরে কাহ্নঞিঁল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অরে>}
- Bengali Word আরেফিন English definition [আরেফিন্] (বিশেষ্য) মারেফতপন্থিগণ (প্রভাতের প্রতীক্ষায় জাগে আরেফিন-শাহাদাত হোসেন)। {(আরবি)(বহুবচন) আরেফিন্; (একবচন) আরিফ}
- Bengali Word আরো English definition ⇒ আর
- Bengali Word আরোগ্য English definition [আরোগ্গো] (বিশেষ্য) ১ রোগমুক্তি; রোগনিবৃত্তি। ২ স্বাস্থ্য; রোগহীনতা। {(তৎসম বা সংস্কৃত) অরোগ+য(ষ্যঞ্)}
- Bengali Word আরোপ English definition [আরোপ্] (বিশেষ্য) ১ ভাগী বা দায়ীকরণ; অর্পণ (দোষারোপ)। ২ একের উপর অন্যের ধর্ম সংস্থাপন; অবভাস; অধ্যাস। ৩ সন্নিবেশ; স্থাপন (মুণ্ডে আরোপিয়া গিরি আনে হনুমান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আরোপক (বিশেষ্য) আরোপকারী। আরোপণ (বিশেষ্য) ১ স্থাপন; আরোহণ করানো (সিংহপৃষ্ঠে আরোপণ দক্ষিন চরণ-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ এক বস্তুতে অপর বস্তুর ধর্মস্থাপন। ৩ সংযোজন (ধনুকে জ্যা আরোপণ)। ৪ শস্যাদি রোপণ। আরোপিত (বিশেষণ) আরোপ বা আরোপণ করা হয়েছে এমন। আরোপ্য (বিশেষণ) আরোপের উপযুক্ত। আরোপ্যমাণ (বিশেষণ) আরোপ করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরোপি+অ(অচ্)}