এ পৃষ্ঠা ১১
- Bengali Word এদ্দাৎ English definition ⇒ ইদ্দত
- Bengali Word এদ্দিন, অ্যাদ্দিন English definition ⇒ এতদিন
- Bengali Word এধার English definition [এধার্] (বিশেষ্য) ১ এইদিক। ২ এই অঞ্চল। এধারে (ক্রিয়াবিশেষণ)। এধার ওধার (বিশেষ্য) এদিক-ওদিক; চতুর্দিক; সর্বত্র। □ (ক্রিয়াবিশেষণ) ইতস্তত। {বাংলা এ+ধার(দিক)+ঐ+ধার=এধার-ওধার; তুলনীয় হিন্দি ‘ইধর্-উধর্’}
- Bengali Word এনকার English definition ⇒ ইংকার
- Bengali Word এনকেলাব English definition ⇒ ইনকিলাব
- Bengali Word এনকোর English definition [এন্কোর্] (বিশেষ্য) ১ অভিনয় নৃত্যগীত পুনরায় দেখার বা শোনার জন্য অনুরোধ। ২ বাহবা (বক্তৃতা শুনে এনকোর দেওয়া)। {ফরাসি encore}
- Bengali Word এনভেলাপ, ইনভেলাপ English definition [এন্ভেলাপ্, ইনভেলাপ্] (বিশেষ্য) ১ খাম; লেফাফা। ২ ডাকটিকিটযুক্ত চিঠির খাম। {ইংরেজি envelope}
- Bengali Word এনলাইটেন English definition ⇒ ইনলাইটেন
- Bengali Word এনশাআল্লাহ English definition ⇒ ইনশাআল্লাহ
- Bengali Word এনসান, এনসানিয়াত English definition ⇒ ইনসান
- Bengali Word এনসাফ English definition ⇒ ইনসাফ
- Bengali Word এনাম, এনাম–বকশিশ English definition ⇒ ইনাম
- Bengali Word এনামেল, ইনামেল English definition [এনামেল্, ইনামেল্] (বিশেষ্য) ১ প্রলেপ; কলাই; মিনা। ২ (বিশেষণ) কলাই করা; মিনা করা (সর্বজয়া একটা এনামেলের বাটি ...আনিয়া-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {ইংরেজি enamel}
- Bengali Word এনার্জি English definition [এনার্জি] (বিশেষ্য) শক্তি; ক্ষমতা (প্রচণ্ড এনার্জি উৎপন্ন হয় তা মান?-রাজশেখর বসু (পরশু))। {ইংরেজি energy}
- Bengali Word এনায়েত, ইনায়েত English definition [এনায়েত্, ইনায়েত্] (বিশেষ্য) অনুগ্রহ। {আরবি ‘ইনায়ত }
- Bengali Word এন্ট্রান্স English definition ⇒ এনট্রান্স
- Bengali Word এন্তাকাল English definition ⇒ এন্তেকাল
- Bengali Word এন্তাজার, এন্তাজারি English definition ⇒ এন্তেজার
- Bengali Word এন্তার English definition [এন্তার্] (বিশেষণ) অজস্র; দেদার (মন কহে আজ ফুটল যখন এন্তার ঐ গোলাপ গুল-কাজী নজরুল ইসলাম)। □ (ক্রিয়াবিশেষণ) ক্রমাগত; বিরামহীন (এন্তার গান তার ভাসে ভোর বাতাসে-কাজী নজরুল ইসলাম)। {(পর্তুগিজ) entaro}
- Bengali Word এন্তেকাল, ইনতিকাল, ইন্তেকাল English definition [এন্তেকাল্, ইন্তিকাল্, ইন্তেকাল্] (বিশেষ্য) মৃত্যু। {আরবি ইন্তিকাল}