এ পৃষ্ঠা ১৮
- Bengali Word এহতেকাফ English definition ⇒ এতেকাফ
- Bengali Word এহতেলাম , ইহতিলাম English definition [এহ্তেলাম্, ইহতিলাম্] (বিশেষ্য) স্বপ্নদোষ। {(আরবি) ইহ্তিলাম}
- Bengali Word এহরাম , এহেরাম , ইহরাম English definition [এহ্রাম্, এহেরাম্, ইহ্রাম্] (বিশেষ্য) হজের প্রারম্ভিক অনুষ্ঠান (যতসব হাজিগণে তথা গিয়া বান্দে এহেরাম-সৈয়দ সুলতান)। {(আরবি) ইহ্রাম}
- Bengali Word এহসান , ইহসান English definition [এহ্সান্, ইহ্সান্] (বিশেষ্য) উপকার; অনুগ্রহ (মানিব জেন্দেগী ভর তোমার এহ্সান-সৈয়দ হামজা )। {(আরবি) ইহ্সান}
- Bengali Word এহা ( প্রাচীন বাংলা ) English definition [এহা] (বিশেষণ) এই (এহা তীরে; এহা বুঝি-বড়ু চণ্ডীদাস)। □ সর্ব ইহা। {( তৎসম বা সংস্কৃত) ইদম> এহ +বাংলা আ}
- Bengali Word এহি ( মধ্যযুগীয় বাংলা ) English definition [এহি] (সর্বনাম) ১ এ (সোহি এহি হৈ কুমার কাঞ্চিরাজ রায়কে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ইহা। {(তৎসম বা সংস্কৃত) ইদম্+ হি> এহি ((হিন্দি) এহি)}
- Bengali Word এহেন , এহন ( প্রাচীন বাংলা ) English definition [এহেনো, এহনো] (ক্রিয়াবিশেষণ) এমন; এই প্রকার; এরূপ (এহন জগৎ নহি আনে-বিদ্যাপতি)। এহনি ( স্ত্রীলিঙ্গ) (এহনি সুন্দরী গুণক আসরি-বিদ্যাপতি)। {বাংলা এই+হেন> এহেন}
- Bengali Word এহেরাম English definition ⇒ এহরাম
- Bengali Word এহো English definition [এহো] (সর্বনাম) এও; এটাও (প্রভু কহে এহো বাহ্য আগু কহ আর-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) ইহ> বাংলা এহ+ও}
- Bengali Word এড় English definition [এড়] (বিশেষ্য) পরিহার; ত্যাগ। {সংস্কৃত √হেড্>প্রাকৃত অরহেড>}
- Bengali Word এড়া ১ (মধ্যযুগীয় বাংলা) English definition [অ্যাড়া] (বিশেষণ) ১ বাসি; পচা (এড়া ভাত)। ২ উচ্ছিষ্ট; এঁটো (এড়া রুটি খাওয়াইয়া করিব জাতি মারা-বিজয় গুপ্ত)। {বাংলা √এড্+আ}
- Bengali Word এড়া ২ English definition [এড়া] (ক্রিয়া) ১ নিক্ষেপ করা; ছাড়া (এড়িলা একাঘ্নী বাণ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ ত্যাগ করা (এড়ই আমারে কাহ্ন না কর কচাল-বড়ু চণ্ডীদাস)। এড়াই-বেড়াই (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়াবিশেষণ) জড়িয়ে; এড়িবেড়ি করে (এড়াই-বেড়াই মিরদ্দিরে ঠ্যাসাইয়া ধরিল-পূর্ববঙ্গ গীতিকা)। এড়িয়ে যাওয়া (ক্রিয়া) পাশ কাটিয়ে যাওয়া; উপেক্ষা করা; এলোমেলো হওয়া (ভয়ে তার কথা এড়িয়ে যাচ্ছে)। এড়িতেও পারে না, বেড়িতেও পারে না-উভয় সঙ্কট। {বাংলা √এড্ (সংস্কৃত √ইল্>ইড়)+বাংলা আ= এড়া}
- Bengali Word এড়াটে English definition [এড়াটে] (বিশেষণ) ১ আলসে; অলস। ২ এড়িয়ে যায় এমন। {বাংলা এড়া+টিয়া = এড়াটিয়া>এড়াটে}
- Bengali Word এড়ানো English definition [অ্যাড়ানো] (ক্রিয়া) ১ অতিক্রম করা; পাশ কাটানো (সবার আঁখি এড়ানো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বর্জন করা; পরিহার করা। ৩ অমান্য করা; উপক্ষো করা (আমার কথা এড়াতে পারবে না)। ৪ অব্যাহতি লাভ করা; মুক্তি পাওয়া (তার হাত এড়ানো সোজা নয়)। ৫ এলোমেলো হওয়া (ভয়ে তার কথা এড়িয়ে যাচ্ছে)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। {এড়া+আনো}
- Bengali Word এড়ি ১ (পদ্যে ব্যবহৃত) English definition [এড়ি] (অসমাপিকা ক্রিয়া) ১ ত্যাগ করে; ফেলে দিয়ে (শুনি কর্ণ সেইক্ষণে এড়ি ধনুঃশর-কাশীরাম দাস)। ২ অতিক্রম করে (যায় সবে এড়ি নানা বন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {√এড়া>}
- Bengali Word এড়ি ২ English definition [এড়ি] ⇒ এণ্ডি {সংস্কৃত এরণ্ডিকা>এ-রণ্ডিআ> এরণ্ডি> এণ্ডি>এঁড়ি}
- Bengali Word এড়ো, এড়ুয়া English definition [এড়ো, এড়ুয়া] (বিশেষণ) ১ বক্র; কাত; একপেশে (এড়ভাবে নাম সহি করে-মীর মশাররফ হোসেন; সে সবই এড়ো, সবই তেরচা চীনদের চোখের মত-প্র্রথম চৌধুরী)। ২ চওড়ার দিকে। ৩ শঠতাপূর্ণ; কুটিল (এড়ো চাল)। {বাংলা আড়+উয়া = আড়ুয়া> আউড়্যা>এড়ো}
- Bengali Word এড়োপাতালি English definition ⇒ এলোপাতাড়ি
- Bengali Word এয়াকুত English definition ⇒ ইয়াকুত
- Bengali Word এয়াজুজ English definition ⇒ ইয়াজুজ মাজুজ