এ পৃষ্ঠা ১৪
- Bengali Word এমুড়া - ওমুড়া , এমুড়ো - ওমুড়ো English definition [এমুড়াওমুড়া,এমুড়োওমুড়ো] (ক্রিয়াবিশেষণ) ১ এ মাথা থেকে ও মাথা পর্যন্ত; এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। ২ আপাদমস্তক। ৩ সম্পূর্ণ; সমগ্র। {বাংলা এই>এ+সংস্কৃত মুণ্ড>প্রাকৃত মুংড>বাংলা মুড়+আ}
- Bengali Word এযাত্রা English definition [এযাত্রা] (বিশেষ্য) (ক্রিয়াবিশেষণ) এবার (এযাত্রা বেঁচে গেলাম)। {এ+যাত্রা}
- Bengali Word এযাবৎ English definition [এজাবোত্] অব্যয়, (ক্রিয়াবিশেষণ) এ পর্যন্ত; এখন পর্যন্ত; একাল পর্যন্ত। {এ+যাবৎ}
- Bengali Word এরকা English definition [এর্কা] (বিশেষ্য) ১ এক প্রকার গাঁটশূন্য (গ্রন্থিহীন) তৃণ; নলখাগড়া (একমুষ্টি এরকা-কালীপ্রসন্ন সিংহ)। ২ হোগলা। {সংস্কৃত এরকা>}
- Bengali Word এরণ্ড, এরণ্ডক English definition [এরন্ডো, এরন্ডক্] (বিশেষ্য) ১ ভেরেণ্ডা গাছ; রেড়ি গাছ (এণ্ডার ঠান লইয়া আসা করিয়া-মানিক রাজার গান)। ২ আগাছা; বাজে গাছ (ঊনবিংশ শতাব্দীতে সাহিত্যের কোনো কোনো এরণ্ড এমন মহাবোধিবৃক্ষত্ব লাভ করেছিলেন- প্র্রথম চৌধুরী)। এরণ্ড পত্রিকা, এরণ্ড পত্রী (বিশেষ্য) দন্তীবৃক্ষ। {সংস্কৃত √ঈর্ + অণ্ডচ্}
- Bengali Word এরণ্ডা English definition [এরন্ডা] (বিশেষ্য) পিপ্পলী গাছ। {সংস্কৃত এরণ্ড+আ}
- Bengali Word এরশাদ, ইরশাদ English definition [এর্শাদ্, ইর্শাদ্] (বিশেষ্য) আদেশ; নির্দেশ (এরশাদ ফরমাইলেন-মুহম্মদ মনসুর উদ্দীন; তোমার এরশাদ আমি বয়ে নিয়ে চলেছি-তালিম হোসেন)। {আরবি ইরশাদ }
- Bengali Word এরাদা, ইরাদা, এরাদ্দা English definition [এরাদা, ইরাদা, এরাদ্দা] (বিশেষ্য) সংকল্প; অভিপ্রায়; ইচ্ছা (তা কি করবেন, এরাদা করেছেন-কাজী ইমদাদুল হক)। {আরবি ইরাদাহ}
- Bengali Word এরারুট , অ্যারারুট English definition [অ্যারারুট্] (বিশেষ্য) গুল্মমূল থেকে প্রস্তুত পালো বিশেষ। {ইংরেজি arrowroot}
- Bengali Word এরূপ English definition [এরুপ্] (সর্বনাম), (ক্রিয়াবিশেষণ), (বিশেষণ)-(বিশেষণ) এ প্রকার (এরূপ ব্যবহার; এরূপ সুন্দর)। {বাংলা এ+সংস্কৃত রূপ}
- Bengali Word এরে English definition [এরে] (অব্যয়) ওহে; ওরে (এরে মর্কট পাতাল কোনদিকে জানিস কিছু?-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {বাংলা এ+সংস্কৃত রে}
- Bengali Word এরেম English definition [এরেম্] (বিশেষ্য) ১ স্বর্গোদ্যান (এরেম উদ্যানে যথা আনন্দে মাতিয়া-ইসমাইল হোসেন শিরাজী)। ২ শাদ্দাত নির্মিত কৃত্রিম ভূস্বর্গ। {আরবি ইরম }
- Bengali Word এরোড্রোম , এয়ারোড্রোম (বিরল) English definition [অ্যারোডড্রোম্, এয়ারোডড্রোম্] (বিশেষ্য) বিমানবন্দর; বিমানঘাঁটি। {ইংরেজি aerodrome}
- Bengali Word এরোপ্লেন , অ্যারোপ্লেন English definition [অ্যারোপ্প্লেন্/এরোপ্প্লেন্, অ্যারোপ্প্লেন্] (বিশেষ্য) বিমানপোত; উড়োজাহাজ। {ইংরেজি aeroplane}
- Bengali Word এল . এম . এস English definition [এল্এম্এস্] (বিশেষ্য) চিকিৎসাশাস্ত্রে বিশ্ববিদ্যালয়ের উপাধি বিশেষ। {ইংরেজি L. M. S. =Licentiate in Medicine and Surgery}
- Bengali Word এলজাম , এলযাম , ইলজান , ইলযাম English definition [এল্জাম্, এল্জাম্, ইল্জান্, ইল্যাম্](বিশেষ্য) অপবাদ; অভিযোগ; দোষারোপ (তাকে স্বার্থপরতার এলজাম দিল-মুহম্মদ মনসুর উদ্দীন)।{আরবি ইলজাম }
- Bengali Word এলতলা English definition [এল্তলা] (বিশেষ্য) ছাঁচতলা; ঘরের ছাইচের নিচে। এলতলা-বেলতলা (ক্রিয়াবিশেষণ) এখানে সেখানে; নানাস্থানে। এলতলা দিয়ে বেলতলা দিয়ে-অজানা নানা জায়গা ঘুরে। {সংস্কৃত আকুল>বাংলা আউল>এল; সংস্কৃত তল + বাংলা আ = তলা}
- Bengali Word এলবাম , অ্যালবাম English definition [অ্যাল্বাম্] (বিশেষ্য) ফটো ইত্যাদি রাখার খাতা; আলেখ্য পুস্তক (তাঁর মনের এলবামে কোনো হাফটোন ছবি ঢুকতে পারতো না-সৈয়দ মুজতবা আলী)। {ইংরেজি album}
- Bengali Word এলবার্ট , আলবার্ট English definition [অ্যার্বার্ট্, আর্বার্ট্] (বিশেষ্য) প্রিন্স এলবার্ট প্রবর্তিত টেরি চুলকাটা, জুতা ঘড়ির চেন প্রভৃতির ঢং বিশেষ (আলবার্ট ফেশানে চুল ফেরানো-কালীপ্রসন্ন সিংহ)। □ (বিশেষণ) এলবার্ট নমুনা বা ফ্যাশানের (বেশ্যাবাজীটি আজকাল এ শহরে বাহাদুরীর কাজ ও বড় মানুষের এলবাত পোষাকের মধ্যে গণ্য-কালীপ্রসন্ন সিংহ)। {ইংরেজি albert}
- Bengali Word এলম English definition ⇒ এলেম