এ পৃষ্ঠা ১২
- Bengali Word এন্তেখাব, ইন্তেখাব English definition [এন্তেখাব্, ইন্তেখাব্] (বিশেষ্য) নির্বাচন। {আরবি ইন্তিখাব্}
- Bengali Word এন্তেজাম, ইন্তেজাম, ইন্তিজাম English definition [এন্তেজাম্, ইন্তেজাম্, ইন্তিজাম্] (বিশেষ্য) বন্দোবস্ত; ব্যবস্থা (ভালভাবেই খানাপিনার এন্তেজামে লেগে গেছে-আবদুর রশীদ ওয়াসেকপুরী)। {আরবি ইন্তিজাম্ }
- Bengali Word এন্তেজার, এন্তেজারি, ইন্তেজার, ইন্তেজারি English definition [এন্তেজার্, এন্তেজারি, ইন্তেজার্, ইন্তেজারি] (বিশেষ্য) প্রতীক্ষা; আগ্রহের সঙ্গে অপেক্ষা (এন্তেজারি ভাল লাগে না-মুনীর চৌধুরী; কিছুক্ষণ ইন্তেজার করিয়া বিবি সাহেব চেয়ারের পিছনে আসিলেন-মুহম্মদ মনসুর উদ্দীন)। {আরবি ইন্তিজার }
- Bengali Word এন্তেহা, ইন্তিহা, ইন্তেহা English definition [এন্তেহা, ইন্তিহা, ইন্তেহা] (বিশেষ্য) অন্ত; সীমা; শেষ। {আরবি ইন্তিহা}
- Bengali Word এন্ট্রান্স, এনট্রেন্স English definition [এন্ট্রান্স্, এন্ট্রেন্স্] (বিশেষ্য) প্রবেশিকা পরীক্ষা; মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রথম পরীক্ষা। এনট্রান্সপাস (বিশেষণ) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ। {ইংরেজি entrance}
- Bengali Word এন্শা আল্লাহ English definition ⇒ ইনশাআল্লাহ
- Bengali Word এপার English definition [এপার্] (বিশেষ্য) একূল; এদিক। এপার–ওপার (বিশেষ্য) ১ নদীর এপার থেকে ওপার; পারাপার। ২ কোনো কিছুর এপিঠ থেকে ওপিঠ পর্যন্ত; সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত। {এই>এ+পার=এপার+ওই>ও+পার=এপার–ওপার}
- Bengali Word এপাশ-ওপাশ English definition [এপাশ্ওপাশ্] (বিশেষ্য) উভয় দিক; সর্বদিক। এপাশ করা (ক্রিয়া) ১ বিছানার এক পার্শ্ব থেকে অন্য পার্শ্ব পর্যন্ত গড়াগড়ি করা। ২ যন্ত্রণায় ছটফট করা। {এই>এ+পাশ<সংস্কৃত পার্শ্ব}
- Bengali Word এপিঠ-ওপিঠ English definition [এপিঠ্-ওপিঠ্] (বিশেষ্য) দুদিক; উভয়দিক; উপর-নিচ। {এই>এ+পিঠ<পৃষ্ঠ=এপিঠ+ওই>ও+পিঠ<সংস্কৃত পৃষ্ঠ}
- Bengali Word এপ্রিল English definition [এপ্রিল্] (বিশেষ্য) ইংরেজি চতুর্থ মাস-চৈত্রের ১৮ তারিখ থেকে বৈশাখের ১৭ তারিখ পর্যন্ত। {ইংরেজি April}
- Bengali Word এপ্রেন্টিস English definition [অ্যাপ্প্রেন্টিস্] (বিশেষণ) শিক্ষানবিস; শিক্ষাধীন (মাস দুইয়ের মধ্যেই একটি এপ্রেন্টিস সাবরেজিস্টারের পদ খালি হতেছে-কাজী ইমদাদুল হক)। {ইংরেজি apprentice}
- Bengali Word এফতার, এফতারি English definition ⇒ ইফতার
- Bengali Word এফিডেভিট, এপিডেবিট English definition [এফিডেবিট্, এপিডেপিট্] (বিশেষ্য) হলফনামা; শপথপূর্বক লিখিত উক্তি (কে যথার্থ দায়গ্রস্ত, এপিডেপিট কললেও তার সিদ্ধান্ত হয় না-কালিপ্রসন্ন সিংহ)। {ইংরেজি affidavit}
- Bengali Word এফোঁড়-ওফোঁড় English definition [এফোঁড় ওফোঁড়] (ক্রিয়াবিশেষণ) ১ একদিক থেকে অপরদিক পর্যন্ত (এফোঁড়-ওফোঁড় বেঁধা)। ২ সম্পূর্ণভাবে বিদ্ধ (এফোঁড়-ওফোঁড় করা)। {বাংলা √ফুঁড় <সংস্কৃত √স্ফুট্ (ছেঁদা করা)}
- Bengali Word এবং English definition [এবোঙ্] (অব্যয়) ১ আর; ও; and। ২ এমন; এই প্রকার (এবংবিধ, এবম্প্রকার)। এবংবিধ, এবম্প্রকার (বিশেষণ) এ রকম; এরূপ; ঈদৃশ। {সংস্কৃত এবম্>}
- Bengali Word এবনরমাল English definition [অ্যাব্নর্মাল্] (বিশেষ্য) অস্বাভাবিক (তোমার এবনরমাল অবস্থাটা দেখবার বাসনা আমার মাঝে মাঝে হয়-সৈয়দ মুজতবা আলী)। {ইংরেজি abnormal}
- Bengali Word এবনে English definition ⇒ ইবন
- Bengali Word এবমস্তু English definition [এবমোস্তু] (অব্যয়) এ-ই বা এটাই হোক; এরূপই বা এমনি হোক; (‘এবমস্তু’ বলি অগ্নি এই বর দিল-কাসীরাম দাস)। {সংস্কৃত এবম্+অস্তু= এবমস্তু}
- Bengali Word এবম্প্রকার English definition ⇒ এবং
- Bengali Word এবরা English definition [এব্রা] (বিশেষ্য) ১ অব্যাহতি; রেহাই; মুক্তি; দেনা থেকে রেহাই। ২ অগ্রাহ্য; নামঞ্জুর; বাতিল (আদালত তার সাক্ষীকে এবরা করেছেন)। {আরবি ইব্রা }