এ পৃষ্ঠা ১৩
- Bengali Word এবলিশ, অ্যাবোলিশ English definition [অ্যাবোলিশ্] (বিশেষ্য) লোপ; রহিত (তারপর পদটা এবলিশ হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {ইংরেজি abolish}
- Bengali Word এবাদত, ইবাদত English definition [এবাদত্, ইবাদত্] (বিশেষ্য) উপাসনা; প্রার্থনা (যদি বা আলিমে করে অল্প এবাদত-সৈয়দ আলাওল; তোর জনম যাবে বিফল যে ভাই, এই এবাদত বিনারে-কাজী নজরুল ইসলাম)। এবাদতখানা (বিশেষ্য) (ফতেপুর সিক্রিতে) আকবরের বিখ্যাত ধর্মচর্চার আসর। ২ উপাসনালয়। এবাদতগাহ (বিশেষ্য) উপাসনার স্থান; মসজিদ। এবাদত-বন্দেগি (বিশেষ্য) উপাসনা; আরাধনা; প্রার্থনা (খোদাতাল্লার এবাদত-বন্দেগি করে আইউব পরম শান্তিতে বাস কচ্ছিলেন-শেক)। {আরবি ‘ইবাদত }
- Bengali Word এবার English definition [এবার্] (ক্রিয়াবিশেষণ) ১ এইবার; এখন; এ সময়ে। ২ এ যাত্রা; এ দফা (এবারের মত বসন্ত-গত জীবনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ এ বৎসর (এবার দুর্ভিক্ষ দেখা দিবে)। ৪ এ অবস্থায়; এ ক্ষেত্রে (এবার ফিরাও মোরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ এ জীবন বা জীবনে। এবারকার (বিশেষণ) ১ এবারের (এবারকার মতো স্থগিত রাখো)। ২ এ বৎসরের (দেশের এবারকার অবস্থা ভালো নয়)। {এ+বার}
- Bengali Word এবারত , ইবারত English definition [এবারত্, ইবারত্] (বিশেষ্য) ১ রচনারীতি; বাগ্ধারা (তুমি লিখা দেখে অর্থাৎ এবারত দেখে লিখার ভাবভঙ্গী চিন্তে পার কার লেখা-মীর মশাররফ হোসেন)। ২ মুসাবিদা; খসড়া (কুড়রামের এবারত ভারি দোরস্থ-দীনবন্ধু মিত্র)। ৩ রচনা; বিবরণ (এবারত লেইখ্যা যত কুচ্ছা যে করিল-ময়মনসিংহ গীতিকা)। {আরবি ‘ইবারত }
- Bengali Word এবে (পদ্যে ব্যবহৃত) English definition [এবে] (ক্রিয়াবিশেষণ) ১ এ সময়; এখন (তেঁই সে রাবণ এবে দুর্বার সমরে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ অতঃপর (রাজা বলে এবে কাব্য-কূজন আরম্ভ কর কবি-রবীন্দ্রনাথ ঠাকুর) ৩ অধুনা; আজকাল (এবে মোর তনু ক্ষীণ-কায়কোবাদ)। {তুলনীয় সংস্কৃত ইদানীং, প্রাকৃত এম্বহিং, হিন্দি অব্, মধ্যযুগীয় বাংলা, এঁবে}
- Bengali Word এবেলা English definition [এব্যালা] (ক্রিয়াবিশেষণ) ১ এই সময়। ২ দিবসের যে কোনো এক ভাগে (এ বেলা রাঁধবে কি?)। {এ+বেলা}
- Bengali Word এবড়ো-খেবড়ো, এবড়ো-থেবড়ো, আবড়া-খাবড়া, English definition [এবড়োখেব্ড়ো, এবড়োথেব্ড়ো, আব্ড়াখাব্ড়া] (বিশেষণ) ১ অসমতল; উঁচুনিচু; বন্ধুর (কোথাও এবড়ো-খেবড়ো পাহাড়-পর্বত নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অমসৃণ। {আরবি ইব্রা>, (অনুকারক শব্দ) খেবরো ইত্যাদি, তুলনীয় হিন্দি উবড়-খাবড়}
- Bengali Word এভেন্যু English definition [এভেনু] (বিশেষ্য) তরুশ্রেণির মধ্যবর্তী প্রশস্ত পথ (এভেন্যুর মধ্য রাত্রির স্তব্ধতা-আবু জাফর শামসুদ্দীন)। {ইংরেজি avenue}
- Bengali Word এম - ডি English definition [এম্ ডি] (বিশেষ্য) ১ চিকিৎসা শাস্ত্রে বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধি বিশেষ; মেডিসিনে ডক্টরেট ডিগ্রি। ২ ঐ উপাধিধারী ব্যক্তি। {ইংরেজি Doctor of Medicine; M. D.}
- Bengali Word এম . এ . English definition [এম্ য়ে] (বিশেষ্য) ১ বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগের উচ্চতর ডিগ্রি বা উপাধি বিশেষ; মানবিক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি। ২ ঐ উপাধিধারী ব্যক্তি (তিনি একজন এম. এ.)। {ইংরেজি Master of Arts; M. A}
- Bengali Word এম . এসসি English definition [এম্ এস্সি] (বিশেষ্য) ১ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান-বিভাগের উচ্চতর ডিগ্রি বা উপাধি বিশেষ; বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি। ২ ঐ উপাধিধারী ব্যক্তি। {ইংরেজি Master of Science; M. Sc.}
- Bengali Word এম . বি . English definition [এম্ বি্] (বিশেষ্য) বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞান বিষয়ের উপাধি; চিকিৎসায় স্নাতক উপাধি। {ইংরেজি Bachelor of Medicine; M. B.}
- Bengali Word এমত , এমতি (পদ্যে ব্যবহৃত) English definition [এমতো, এমোতি] (বিশেষণ) এরূপ; এমন; ঈদৃশ (এমতি লাগয়ে বুকের শোভা-বড়ু চণ্ডীদাস)। {প্রাকৃত এম(এরম); এ+মত, +ই}
- Bengali Word এমতানাই , এমতেনাই English definition [এম্তানাই, এম্তোনাই] (বিশেষ্য) নিষেধ; injunction। {আরবি ইম্তিনা }
- Bengali Word এমতি English definition ⇒ এমত
- Bengali Word এমতেহান , ইমতেহান , ইমতিহান English definition [এম্তেহান্, ইম্তেহান্, ইম্তিহান্] (বিশেষ্য) পরীক্ষা (এমতেহান লওয়ার সুযোগ কারো হয় নাই-মুহম্মদ মনসুরউদ্দীন)। {আরবি ইম্তিহান্ }
- Bengali Word এমন English definition [অ্যামোন্] (সর্বনাম), (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) এরূপ; এ প্রকার; ঈদৃশ; এহেন (আজিকে এমন দিনে শুধু পড়ে মনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। এমনই, এমনি (সর্বনাম) এরূপই; এরকম (সেদিনও এমনি বায়ু রহিয়া রহিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) এতই (এমনি মধুর শ্লোক বাখানিব-রবীন্দ্রনাথ ঠাকুর)। এমনকি অব্যয় অধিকন্তু; আরও (এমন কি আমার টাকাও চুরি করেছে)। এমনি কিছু (বিশেষণ) বিশেষ কিছু; উল্লেখযোগ্য; প্রয়োজনীয় (এমন কিছু কাজ নেই))। এমনটি (সর্বনাম) এমন দ্বিতীয়টি; ঠিক এই ধরনের আরেকটি (এমনটি আর পড়িল না চোখে-রবীন্দ্রনাথ ঠাকুর)। এমনতর, এমনিতর (বিশেষণ) এই প্রকার; ঠিক এই রকম (সে দিনও এমনিতর অন্ধকার ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। এমন-তেমন (বিশেষ্য) ১ সাধারণ; অগ্রাহ্য করার মতো সাধারণ লোক (সে এমন তেমন নয়)। ২ বেগতিক; বিপদের সম্ভাবনা (এমন-তেমন দেখলে সরে পড়বে)। এমন ধারা (বিশেষণ ) এ ধরনের। {বাংলা এই>এ+মন-এমন}
- Bengali Word এমাম , এমামতি , এমামত্ব English definition ⇒ ইমাম
- Bengali Word এমারত English definition ⇒ ইমারত
- Bengali Word এমুখো English definition [এমুখো] (ক্রিয়াবিশেষণ) এদিকবর্তী; এদিক-গামী (এখন যে আর এমুখো হও না)। {এ+মুখ+ও}