এ পৃষ্ঠা ১৭
- Bengali Word এসলাম English definition ⇒ ইসলাম
- Bengali Word এসিড , অ্যাসিড English definition [অ্যাসিড্] (বিশেষ্য) ১ দ্রাবক। ২ রাসায়নিক অম্ল; তেজাব। {(ইংরেজি) acid}
- Bengali Word এসে English definition [এসে] (বিশেষ্য) প্রবন্ধ; রচনা (আমার স্পীস শুন, আমার এসে পড়, আমায় বাহবা দাও-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) essay}
- Bengali Word এসেন্স English definition [এসন্স্] (বিশেষ্য) পুষ্পাদির সুগন্ধ নির্যাস; গন্ধসার (একদল ছেলে এইমাত্র এসেন্স ও ফুলের তোড়া লইয়া কেবিনে ঢুকিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) essence}
- Bengali Word এসেসার , আসেসর English definition [অ্যাসেস্র্] (বিশেষ্য) ১ বিচারপতির পরামর্শদাতা, যিনি দায়রার মোকদ্দমায় জজকে বিচারে সাহায্য করেন (জজ সাহেব এসেসারগণকে বিশেষভাবে মোকদ্দমা বুঝাইয়া দিলেন-নজিবর রহমান)। ২ কর নির্ধারক কর্মচারী (জেলায় জেলায় আসেসার নিযুক্ত হইতেছিল-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। এসেসরি, আসেসরি (বিশেষ্য) কর নির্ধারক কর্মচারীর পদ (একটি আসেসরিতে নিযুক্ত করাইলেন-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {( ইংরেজি) assessor, +বাংলা ই}
- Bengali Word এসোসিয়েশন , অ্যাসোসিয়েশন English definition [এ্যাসোসিয়েশন্] (বিশেষ্য) সমিতি; সঙ্ঘ (ইন্ডিয়ান এসোসিয়েশনের সম্মেলন ঠিক একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল-আনিস চৌধুরী)। {(ইংরেজি) association}
- Bengali Word এস্টিমেট , এসটিমেট English definition [এস্টিমেট্] (বিশেষ্য) প্রাক্কলন; মূল্যানুমান; আন্দাজি হিসাব। (কিছু গড়তে হলে আগে হতেই একটা প্ল্যান এবং এসটিমেট করতে হয় -প্রথম চৌধুরী)।{(ইংরেজি) estimate}
- Bengali Word এস্টেট English definition [এস্টেট্] (বিশেষ্য) জমিদারি (বাংলাদেশের তিনটি বৃহত্তম জমিদারি বর্ধমান, রাজশাহী ও দিনাজপুর এস্টেটের বিপর্যয় তার উল্লেখযোগ্য দৃষ্টান্ত-আনিস চৌধুরী)। {(ইংরেজি) estate}
- Bengali Word এস্টেসন English definition ⇒ স্টেশন
- Bengali Word এস্তফা English definition ⇒ ইস্তফা
- Bengali Word এস্তাদা English definition [এস্তাদা] (বিশেষ্য) আয়োজন; বন্দোবস্ত (খাওয়াছ ভেজিয়া দেয় এস্তাদা করিতে-সৈয়দ হামজা)। { (আরবি) ইস্তি‘দাদ}
- Bengali Word এস্তেকবাল English definition ⇒ ইস্তেকবাল
- Bengali Word এস্তেখারা , এসতেখারা , ইস্তিখারা English definition [এস্তেখারা, এস্তেখারা, ইসতিখারা] (বিশেষ্য) স্বপ্নের মাধ্যমে শুভাশুভ বিবেচনার পদ্ধতি বিশেষ (অল্পদিন পূর্বে ‘এস্তেখারা’ করিয়া তিনি দেখিয়া- ছিলেন-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(আরবি) ইস্তিখারাহ}
- Bengali Word এস্তেঞ্জা , ইস্তিনজা English definition [এস্তেন্জা, ইস্তিন্জা] (বিশেষ্য) মলমূত্র ত্যাগান্তে পরিত্রতা লাভ। {(আরবি) ইস্তিন্জা}
- Bengali Word এস্তেফা English definition ⇒ ইস্তফা
- Bengali Word এস্তেমাল , এস্তমাল , ইস্তিমাল English definition [এস্তেমাল্, এস্তমাল্, ইস্তিমাল্] (বিশেষ্য) ১ ব্যবহার; প্রয়োগ (হাদিস-কোরআনের বাহিরের এক আলফাযও এস্তেমাল করিতেন না- মুহম্মদ মনসুরউদ্দীন)। ২ অনুশীলন; অভ্যাস। {(আরবি) ইস্তি‘মাল}
- Bengali Word এস্তেলাহ English definition ⇒ ইস্তিলাহ
- Bengali Word এস্তেহার English definition ⇒ ইশতাহার
- Bengali Word এস্রাজ English definition ⇒ এসরাজ
- Bengali Word এহ ( প্রাচীন বাংলা ) English definition [এহো] (সর্বনাম) এ; এ ব্যক্তি বস্তু বা বিষয় (এহ বাহ্য)। {(তৎসম বা সংস্কৃত) ইদম্ + হি>( (হিন্দি) এহি)}