খ পৃষ্ঠা ১৯
- Bengali Word খানে কাবা English definition [খানেকাবা] (বিশেষ্য) কা’বাগৃহ (মুক্তি এনেছি খানে কাবার-গোলাম মোস্তফা)। {(ফারসি) খানা-ই + (আরবি) কা’বাহ}
- Bengali Word খানে খারাব, খানে খারাপ English definition [খানেখারাব্, খারাবপ্] (বিশেষণ) ১ ধ্বংস; নিপাত; উৎসন্ন। ২ একশেষ; নাকাল; হয়রান (খানার পোশাকের কায়দা-কানুন কস্ত করতে নাস্তানাবুদ খানে খারাপ হতে হয়-প্রথম চৌধুরী)। খানে খারাবি, খানে খারাপি (বিশেষ্য)। খানে খারাবে, খানে খারাপে (বিশেষণ) সর্বনেশে। {(ফারসি) খান-ই + (আরবি) খরাব}
- Bengali Word খানেক English definition [খানেক্] (বিশেষণ) প্রায় এক; একের সামান্য কম বেশি (মাইল খানেক)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খন্ড> (বাংলা) খান+ (তৎসম বা সংস্কৃত শব্দ) এক}
- Bengali Word খানেজাদ, খানাজাদ English definition [খানেজাদ, খানাজাদ] (বিশেষণ) ১ গৃহে জাত; বাড়িতে জন্মগ্রহণ করেছে এরূপ (আমি আপনার খানেজাদ গোলাম- মীর মশাররফ হোসেন)। ২ ঘরোয়া। □ (বিশেষ্য) বান্দা; ভৃত্য; চাকর-নফর; বান্দির বাচ্চা (আলাওল মল্ল ঢালী চেলা খানেজাদ-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(ফারসি) খানহ্জাদ}
- Bengali Word খান্দা English definition ⇒ খাদা১
- Bengali Word খান্দান English definition ⇒ খানদান
- Bengali Word খান্দানি English definition ⇒ খানদানি
- Bengali Word খান্নাস, খন্নাস English definition [খান্নাশ্, খন্নাস] (বিশেষ্য) শয়তান (খান্নাসের অশুভ মন্ত্র দিয়ে বনি আদমেরে ফেলে মৃত্যুর ফাঁদে- তালিম হোসেন)। {(আরবি) খন্নাস}
- Bengali Word খাপ English definition [খাপ্] (বিশেষ্য) ১ অসিকোষ; অস্ত্রাধার (তলোয়ার রেখে খাপে এরা রণজয়ী হবে দন্তবিহীন বৈদান্তিকী ছলে-(কাজী নজরুল ইসলাম))। ২ আবরণ; কোষ (চশমার খাপ)। ৩ বস্ত্রাদির ঠাস বা ঘন বুনন। ৪ মিল; সামঞ্জস্য; সঙ্গতি (খাপ খাওয়া)। ৫ ওত; গোপনে প্রতীক্ষা (খাপ পাতিয়া থাকা)। ৬ খাঁজ। খাপ খাওয়া (ক্রিয়া) ১ মিল হওয়া; সামঞ্জস্য হওয়া। ২ যোগ্য বা উপযোগী হওয়া; match। খাপ খাওয়ানো (ক্রিয়া) মিল খাওয়ানো; সামঞ্জস্য বিধান করা। খাপ খোলা (বিশেষণ) খাপ থেকে মুক্ত (খাপ-খোলা তলোয়ার)। খাপ খোলা তলোয়ার (বিশেষ্য) ((আলঙ্কারিক)) সদা প্রস্তুত সাহসী বীরপুরুষ। খাপছাড়া (বিশেষণ) ১ বেমানান। ২ সামঞ্জস্যবিহীন; অসংলগ্ন; অসম্বন্ধ; অপ্রাসঙ্গিক। ৩ অদ্ভুত; উদ্ভট। খাপ পাতা (ক্রিয়া) শিকার ধরার জন্য ওত পেতে বসা (রইলো শেষে খাপ পাতিয়া সুযোগ নাকি পাই-রওশন ইজদানী)। খাপা (ক্রিয়া) ১ খাপ খাওয়া; মিলে যাওয়া; মানানসই হওয়া। ২ খেপে যাওয়া; ছোট হয়ে যাওয়া। খাপনো (ক্রিয়া) ১ খাপ খাওয়ানো; মানানো। ২ খাপি করা। খাপি, খাপী (বিশেষণ ) ১ ঠাস বুননের; ঘন জমিন বিশিষ্ট (কাজের টানাপোড়েনে জীবন যত খাপি করেই বোনা হোক না কেন-প্রেমেন্দ্র মিত্র)। ২ মোটা; পুরু। খাপে খাপে বসা (ক্রিয়া) খাঁজে খাঁজে বসা। {(ফারসি) খাম}
- Bengali Word খাপচি English definition [খাপ্চি] (বিশেষ্য) ১ খামচি। ২ চিমটি। ৩ অল্প পরিমাণ; খাবলা (এক খাপচি তেল মাথায় দিল)। {খাপ+চি}
- Bengali Word খাপর English definition [খাপোর্] (বিশেষ্য) ভিক্ষাপাত্র (হাতেতে খাপর, মাগি এই বর, আর কিছু নাহি ধিক-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর> (প্রাকৃত) খপ্পর>(ক্ষতিপূরণে)খাপর}
- Bengali Word খাপর English definition [খাপোর্] (বিশেষ্য) ভিক্ষাপাত্র (হাতেতে খাপর, মাগি এই বর, আর কিছু নাহি ধিক-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর> (প্রাকৃত) খপ্পর>(ক্ষতিপূরণে)খাপর}
- Bengali Word খাপরা, খাবরা, খাপরা English definition [খাপ্রা, খাব্রা, খপ্রা] (বিশেষ্য) ১ কলসি হাঁড়ি প্রভৃতির ভাঙা অংশ বা টুকরা। ২ খোলা; ঘর ছাওয়ার টালি (সামনের ওই খাপরা-ছাওয়া বস্তিখানার চালে-সুধীন্দ্রনাথ দত্ত)। ৩ মাটি বা পাথরের পাত্রবিশেষ (চিরটা কাল আগুনের খাপরা বুকে নিয়ে কাল কাটাতে হবে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর+ (বাংলা) আ}
- Bengali Word খাপরেল English definition [খাপ্রেল্] (বিশেষ্য) ১ খোলার ছাউনি দেওয়া ঘর। ২ ঘর ছাওয়ার জন্য ব্যবহৃত খোলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর; (হিন্দী) খপরৈল}
- Bengali Word খাপসুরৎ English definition ⇒ খুবসুরত
- Bengali Word খাপা ১ English definition ⇒ খাপ
- Bengali Word খাপা ২, খাপ্পা English definition [খাপা, খাপ্পা] (বিশেষণ) ক্রুদ্ধ; ক্ষিপ্ত (ক্রুদ্ধ মূর্তি দেখিয়া শৈলেন অত্যন্ত খাপা হইয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর; তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন- সুরা; বাকিটুকু না শুনলে খাপ্পা হবে ধরমরাজ- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) খফাহ্; (ফারসি), খপাহ্}
- Bengali Word খাপি, খাপী English definition ⇒ খাপ
- Bengali Word খাপ্পা English definition ⇒ খাপা২
- Bengali Word খাব English definition ⇒ খোয়াব