খ পৃষ্ঠা ২০
- Bengali Word খাবরা English definition ⇒ খাপরা
- Bengali Word খাবরি English definition [খার্বি] (বিশেষ্য) পাত্রবিশেষ; খাপরা জাতীয় কাঁসা বা পিতলে নির্মিত পাত্র (খাবরি ভরিয়া দিমু পানি-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর> (প্রাকৃত) খপ্পর>খাবর+ (বাংলা) ই}
- Bengali Word খাবল, খাবোল, খাবলা English definition [খাবোল্, খাবোল, খাব্লা] (বিশেষ্য) ১ পাঞ্জা পরিমাণ হাতের কোষ বা কোষ পরিমাণ; থাবা পরিমাণ; মুষ্টি; মুঠা (এক খাবোলে একটা গহ্বর কাটে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ গ্রাস। ৩ দংশন। খাবল মারা (ক্রিয়া) হঠাৎ দংশন করা; অতর্কিত থাবা মারা। খাবলা খাবলা (বিশেষ্য) থাবা থাবা; বারবার থাবা পরিমাণ। খাবলানো (ক্রিয়া) ১ খাবলা দেওয়া; থাবায় থাবায় নেওয়া; হাত দিয়ে তুলে নেওয়া। ২ কামড়ানো; ছোবলানো (কুকুর খাবলিয়ে মাংস তুলে নিল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবল}
- Bengali Word খাবসুরত English definition ⇒ খুবসুরত
- Bengali Word খাবার English definition [খাবার্] (বিশেষ্য) ১ খাদ্যদ্রব্য। ২ মিষ্টান্নাদি অল্পপরিমিত খাবার দ্রব্য; নাশতা। □ (বিশেষণ) ১ খাদ্য; আহার্য; ভোজ্য (খাবার জিনিস)। ২ পানীয়; পানযোগ্য (খাবার পানি)। ৩ ভোজন সম্পর্কিত (খাবার ঘর)। খাবারওয়ালা (বিশেষ্য) নাশতাওয়ালা; নাশতাবিক্রেতা; ভোজ্য দ্রব্য বিক্রেতা। খাবার দাবার (বিশেষ্য) নানান খাদ্য দ্রব্য; খাদ্যদ্রব্যাদি (পুটলিতে খাবার বেঁধে রওনা হওয়া গেল)। জলখাবার (বিশেষ্য) নাশতা; টিফিন; অল্প খাদ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+অন=খাদন> খাঅন> খাওন> খাওয়ার>খাবার}
- Bengali Word খাবি English definition [খাবি] (বিশেষ্য) ১ শ্বাসকষ্ট হেতু নিঃশ্বাস গ্রহণের জন্য মুখব্যাদান। ২ হাঁসফাঁস; ধড়ফড়ি; চটফটি। খাবি খাওয়া (ক্রিয়া) ১ বাধাপ্রাপ্ত নিঃশ্বাস টানার জন্য প্রাণপণ চেষ্টায় ধড়ফড় করা (প্রাণটা খাবি খাগ্ বোয়াল মাছেল মতন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক) মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টায় ছটফট করা (বিক্রয়ের জন্য খাবি খাইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ হাঁসফাঁস করা (সেই সব সামলাতে গিয়েই প্রাণটা খাবি খায় ..... -সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) খাপ>খাব+ই। শ্বাস গ্রহণের জন্য খাপের মতো বিস্তৃত মুখব্যাদান অর্থে)}
- Bengali Word খাবিন্দ, খামেন্দ English definition [খাবিন্দ্, খামেন্দ্] (বিশেষ্য) ১ মালিক; প্রভু(দীনের খাবিন্দ সেরা হজরত রাসুল-সৈয়দ হামজা)। ২ স্বামী (বেগম খামেন্দ নারী নেক যদি থাকে; আল্লার আলম তবু বদ কহে তাকে -সৈয়দ হামজা)। {(ফারসি) খারীন্দ}
- Bengali Word খাবোল English definition ⇒ খাবল
- Bengali Word খাম ১ English definition [খাম্] (বিশেষ্য) ঘরের বাঁশের বা কাঠের খুঁটি; স্তম্ভ; খাম (গোয়ালঘরের খাম থুয়ে তার চাল সে নিল টানি-(জসীমউদ্দীন))। খাম আলু (বিশেষ্য) খামের আকার বিশিষ্ট এক প্রকার মেটে আলু; চুপড়ি আলু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্তম্ভ> (প্রাকৃত) থম্ভ>খম্ব>খাম}
- Bengali Word খাম ২ English definition [খাম্] (বিশেষ্য) চিঠিপত্রাদির আবরণ; আচ্ছাদন; লেফাফা। {(ফারসি) খাম}
- Bengali Word খাম ৩ English definition [খাম্] (বিশেষণ) ১ কাঁচা; অপক্ব। ২ অপরিণত; অপূর্ণ (খামখেয়াল)। ৩ বৃথা । ৪ বেকার। ¨(বিশেষ্য) নষ্ট; বিকল (খাম করা)। {(ফারসি) খাম}
- Bengali Word খামখেয়াল English definition [খাম্খেয়াল্] (বিশেষ্য) ১ চঞ্চলচিত্ততা; অস্থিরমতি; অপরিণত খেয়াল। ২ অদ্ভুত বা উদ্ভট বা অস্বাভাবিক খেয়াল বা ইচ্ছা; আজগুবি খেয়াল। ৩ মর্জি; খেয়ালখুশি। ৪ অকারণ বা অযৌক্তিক ইচ্ছা বা কল্পনা; কল্পনাবিলাস। ¨ (বিশেষণ) অস্থিরচিত্ত; কল্পনাবিলাসী। খামখেয়ালি, খামখেয়ালী (বিশেষ্য) অস্থিরমতিত্ব (তোমার এ সব খামখেয়ালি ছাড়ো)। ¨ (বিশেষণ) অকারণ বা অযৌক্তিক খেয়াল-খুশিমতো চলার স্বভাববিশিষ্ট (কাব্য সাহিত্যে আর একজন খামখেয়ালী মানুষ আছেন, তিনি হচ্ছেন মধুসূদন -মুহম্মদ মনসুরউদ্দীন)। খামখেয়ালি-পনা বি। {(ফারসি) খাম (আরবি) খায়াল}
- Bengali Word খামচ, খামচা English definition [খামোচ্, খাম্চা] (বিশেষ্য) ১ সবগুলো নক দ্বারা আঘাত বা আকর্ষণ। ২ থাবা; খাবল। খামচাখামচি (বিশেষ্য) ১ পরস্পর নখাঘাত, আঁচড়াআঁচড়ি। ২ কাড়াকাড়ি। খামচানো (ক্রিয়া) সবগুলি নখ দ্বারা আঘাত করা বা খাবলানো। ¨ ( বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। খামচি (বিশেষ্য) ১ নখ দ্বারা আঘাত; নখ দ্বারা আঁচড় (এখুনি এসে মুখের উপর খামচি বসিয়ে দেবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ছোট থাবা বা খাবল পরিমাণ। {(আরবি) খম্সাহ্}
- Bengali Word খামছ, খামস English definition [খামোছ, খামোস্] (বিশেষণ) পাঁচ; পঞ্চ (খামছ পাঁচেরে বলে আরবের লোকে-সৈয়দ আলাওল)। {(আরবি) খমসাহ}
- Bengali Word খামটি, খামাটি, খামুটি English definition [খাম্টি, খামাটি, খামুটি] (বিশেষ্য) ১ উপরের দাঁত দ্বারা নীচের ঠোট চেপে ধরা; দাঁতে দাঁতে সংযোগ। ২ ভেংচি (দাঁত খামাটি চিমটি দিতে সবারে হারায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ মালকোঁচা; মলসাট (যেন অসুর খামটি এঁটে রয়েছে- দীনবন্ধু মিত্র)। ৪ দৃঢ় সংঙ্কল্প (খামটি এঁটে ধরা)। {(হিন্দী) খাম+আটি}
- Bengali Word খামা, খামাখামা English definition [খামা, খামাখামা] (বিশেষণ) জমাট; চাকা চাকা (পুরু পুরু সর; খামা খামা দৈ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(হিন্দী) খাম (সন্ধি)>}
- Bengali Word খামাখা, খামোখা, খামখা English definition [খামাখা, খামোখা, খাম্খা] (ক্রিয়াবিশেষণ) ১ হঠাৎ; অকস্মাৎ (খামকা আজ একটা বিপদ ঘটত- রঠা)। ২ অযথা; অনর্থক; অকারণে (এ কথা অস্বীকার করে খামোখা মিথ্যেবাদী হতে যাব কেন?- সৈমু; খামখা তুমি মরছ কাজী, শুস্ক তোমার শাস্ত্র ঘেঁটে -(কাজী নজরুল ইসলাম); সবাইকে খামকা বেকায়দা তঙ্গ করবে?- সৈমু; খামখা নাচবে কেন গো?-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) খাহ্মখাহ}
- Bengali Word খামাটি English definition ⇒ খামটি
- Bengali Word খামার English definition [খামার্] (বিশেষ্য) ১ মাঠ থেকে শস্য এনে রাখার ও ঝাড়াই মাড়াই করার স্থান; গোলাবাড়ি; শস্য মাড়াইয়ের স্থান; শস্যাঙ্গন (এক কুক্কুট স্বীয় শাবকদিগের নিমিত্ত খামারে আহারের অন্বেষণ করিতেছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ উপযোগী জমি (চায় তারা ফসলের ক্ষেত দীঘি ও খামার-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। খামার জমি (বিশেষ্য) ভূস্বামীর নিজ আবাদি জমি। খামার পতিত (বিশেষণ) খাস খামারের অনাবাদি জমি। খামার বাড়ি (বিশেষ্য) শস্যাগার; গোলাবাড়ি; farm; grain-store। খামারিয়া, থামারের (বিশেষণ) খামার সম্পর্কিত্ খাস খামার জমিদারের খাস দখলীভূত জমি; প্রজাদের মধ্যে যে জমি বিলি করা হয়নি। {(ফারসি) খির্মন}
- Bengali Word খামি ১ English definition [খামি] (বিশেষ্য) অলঙ্কার বা হারের মধ্যমণি; লকেট (মোহনমালার মধ্যিখানের পান্না হীরার খামি- সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) খাম্}