খ পৃষ্ঠা ২১
- Bengali Word খামি ২ English definition ⇒ খামির১
- Bengali Word খামির ১, খামিরা, খাম্বিরা English definition [খামির্, খামিরা; খাম্বিরা] (বিশেষ্য) ১ জিলাপি, অমৃতি প্রভৃতি মিঠাই প্রস্তুত করার উপকরণ; গাঁজ। ২ গাঁজলা (নিরুদ্দিষ্ট ভয় খামিরের মত এসে আমাদের সরের হৃদয় অধিকার করে রাখে-জীবনানন্দ দাশ)। ৩ মসলাযুক্ত সুগন্ধি তামাকবিশেষ (বুড়ি বউ সাজা খামিরা তামাক টেনেছেন খুব কষে-বন্দে আলী মিয়া)। {(আরবি) খমীর}
- Bengali Word খামির ২ English definition [খামির্] (বিশেষণ) সিদ্ধ; পক্ব (রুগীর জন্যে আটা খামির করে রুটি বানাতে হবে)। খামিরি (বিশেষণ) ভাপনো; সিদ্ধ; পাক দেওয়া হয়েছে এরূপ। {(আরবি) খমীর}
- Bengali Word খামিরা English definition ⇒ খামির১
- Bengali Word খামুটি English definition ⇒ খামটি
- Bengali Word খামুশ English definition ⇒ খামোশ
- Bengali Word খামেন্দ English definition ⇒ খাবিন্দ
- Bengali Word খামোখা English definition ⇒ খামাখা
- Bengali Word খামোশ, খামুশ English definition [খামোশ্, খামুশ] (অব্যয়) চুপ করে থাকার নির্দেশ; স্তব্ধ হও; চুপ থাকো □ (বিশেষণ) নীরব; নিঃশব্দ (খামোশ রোদন-(কাজী নজরুল ইসলাম))। খামোশি (বিশেষ্য)। {(ফারসি) খামুশ}
- Bengali Word খাম্বা English definition [খাম্বা] (বিশেষ্য) থাম; মোটা খুঁটি; স্তম্ভ (গগনমন্দির শূন্যে কৈল স্থির বিনা রুয়া তীর খাম্বা-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্তম্ভ> (প্রাকৃত) খম্ব>খাম্বা}
- Bengali Word খাম্বাজ English definition [খাম্বাজ্] (বিশেষ্য) একটি রাগিণীর নাম (খাম্বাজ ঝিঁঝিট কত মধুর রাগিণী-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্তম্ভ>}
- Bengali Word খাযনা English definition ⇒ খাজনা
- Bengali Word খার, ক্ষার English definition [খার্] (বিশেষ্য) সাজিমাটি সোডা ইত্যাদি ময়লা কাটানোর রাসায়নিক পদার্থ (খারে কাচা ফর্সা পোশাক পরেন .... -আজ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষার> (প্রাকৃত) খার}
- Bengali Word খারাপ, খারাব English definition [খারাপ্, খারাব্] (বিশেষণ) ১ মন্দ; নষ্ট; দুষ্ট; বদ (মুই তোমাকে খাবার করলাম-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ অশুভ; মন্দ (বদনসিবের বরাত খারাপ-(কাজী নজরুল ইসলাম))। ৩ অশ্লীল; অভদ্র; গর্হিত (খারাপ কথা)। ৪ অকেজো; অব্যবহার্য (খারাপ ঘড়ি)। ৫ পয়মাল; বরবাদ; অপচিত (অনেক শরাব খাবার হল অনেক সাকীর ভাঙলো বুক-(কাজী নজরুল ইসলাম))। ৬ বিকৃত; বিনষ্ট (তরকারিটা খারাপ হয়ে গেছে)। ৭ রুক্ষ; উগ্র (খারাপ মেজাজ)। ৮ দুশ্চিকিৎসা ও সংক্রামক; কঠিন (খারাপ রোগ)। ৯ বিমর্ষ; নিরুৎসাহ; দুঃখিত (মন খারাপ)। ১০ অনুদার; সংকীর্ণ (খারাপ মন)। ১১ দূষিত; ক্লেদাক্ত; কলুষিত (এই পুকুরের পানি খারাপ, খারাপ চরিত্র)। ১২ শ্রীহীন; লাবণ্যশূন্য; সৌন্দর্যহীন (খারাপ চেহারা)। ১৩ অননুকূল; প্রতিকূল (সময় খারাপ)। ১৪ দুর্দশাগ্রস্ত; দুঃস্থ (খারাপ অবস্থা)। ১৫ খেলো; সস্তা; অপকৃষ্ট (কাপড়ের জমিনটা খারাপ। ১৬ অপরিষ্কার; নোংরা। ১৭ অসুস্থ। ১৮ বিকারযুক্ত; অপ্রকৃতিস্থ (মাথা খারাপ)। ১৯ ভেজালমিশ্রিত; অবিশুদ্ধ (খারাপ ঘি)। ২০ অসৎ; সমাজের অননুমোদিত বা নিষিদ্ধ (খারাপ পথ)। □ (বিশেষ্য) কু; অসারল্য; কুটিলতা (মনের মধ্যেই খারাপ)। খারাপ নজর (বিশেষ্য) ১ ভূতপ্রেত জিনপরীর দৃষ্টি, জিনপরীর প্রভাব বা ভূতপ্রেতের ভর বা অধিষ্ঠান (ছেলেটার উপর খারাপ নজর পড়েছে)। ২ লোভী; বিদ্বেষী বা দুষ্ট লোকের কুদৃষ্টি (দুষ্ট লোকের খারাপ নজর লেগে তার অমন সুন্দর স্বাস্থ্যবান শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে)। পেট খারাপ করা (ক্রিয়া) উদরাময় হওয়া; অজীর্ণ হওয়া। মুখ খারাপ করা (ক্রিয়া) অশ্লীল কথা বলা; কটুবাক্য ব্যবহার করা। {(আরবি) খরাব}
- Bengali Word খারাবি, খারাবী, খারাপি English definition [খারাবি, খারাবী, খারাপি] (বিশেষ্য) ১ ক্ষতি; অনিষ্ট; অহিত (হত লাখো খারাবী তার শারাব নিয়ে নিরবধি-(কাজী নজরুল ইসলাম))। ২ অপচয় (জিনিসের খারাবি)। ৩ সর্বনাশ; চরম দুর্দশা বা দুরবস্থা। ৪ বদমায়েশি। খুনখারাবি (বিশেষ্য) ১ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার মতো মারামারি; দাঙ্গা-হাঙ্গামা। ২ গাঢ় লাল রং। {(আরবি) খরাবী}
- Bengali Word খারি, খারী English definition [খারি] (বিশেষ্য) ১ শস্য মাপার পাত্রবিশেষ। ২ শস্য; হৈমন্তিক শস্য; শারদীয় শস্য। {(আরবি) খরীফ = শরৎকাল, শারদীয় শস্য}
- Bengali Word খারিজ English definition [খারিজ্] (বিশেষণ) ১ বাতিল করা হয়েছে এমন; অগ্রাহ্য। ২ পরিত্যক্ত (আমরা খারিজ হয়ে দোটানায় অন্ধকারে-জীবনানন্দ দাশ)। ৩ পরিবর্তিত। ৪ বর্জিত; বাদ (অন্ততঃ পর্দার ভিতরেও একটু নড়ে চড়ে বেড়াবার দখল হতে খারিজ হয়ে যাইনি-(কাজী নজরুল ইসলাম))। □ (বিশেষ্য) ১ বর্জন (নাবালক পক্ষে যে অছি আছেন, সে অছি অতি হইতেও খারিজের দরখাস্ত করিবে-মীর মশাররফ হোসেন)। ২ অগ্রাহ্যকরণ। ৩ পরিবর্তন। খারিজ করা (ক্রিয়া) ১ এক জনের নাম থেকে অন্য জনের নামে জমিজমার মালিকানা পরিবর্তন করে নেওয়া (নিজের নামে খারিজ করিয়া লইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাতিল করা (তখনি ঘটিরাম ফরিয়াদীর মোকদ্দমা খারিজ করে দিলুম-দীনবন্ধু মিত্র)। খারিজ দাখিল (বিশেষ্য) ক্রয়-বিক্রয় মঞ্জুর করে ক্রেতাকে প্রজা স্বীকার করা (কেহ বলে আমার জমির খারিজ দাখিল হয় নাই আমি তার সেলামি দিতে পারিব না- প্যামি)। খারিজা (বিশেষণ) খারিজ করা হয়েছে এমন। খারিজা তালুক (বিশেষ্য) যে তালুকের রাজস্ব সোজাসুজি কালেক্টরিতে দাখিল করতে হয়। {(আরবি) খারিজ}
- Bengali Word খারিজি, খারিজী English definition [খারিজি] (বিশেষ্য) হজরত আলী (রাঃ)- বিরোধী সম্প্রদায়বিশেষ (মারিব তোমার বৈরী রণের মাঝার, খারিজি সহিতে আজি কর মহামার -হেয়াত মাহমুদ)। {(আরবি) খারিজী}
- Bengali Word খারুয়া ১ English definition ⇒ খাড়ু
- Bengali Word খারুয়া ২ English definition ⇒ খেরুয়া