গ পৃষ্ঠা ২
- Bengali Word গঙ্গোদক English definition [গঙ্গোদক্] (বিশেষ্য) গঙ্গা নদীর পানি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঙ্গা+উদক}
- Bengali Word গঙ্গোপাধ্যায় English definition [গঙ্গোপাদ্ধায়্] (বিশেষ্য) বাঙালি ব্রাহ্মণদের উপাধিবিশেষ; গাঙ্গুলি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঙ্গা+উপাধ্যায়}
- Bengali Word গচ্চা, গচ্ছা English definition [গচ্চা, গচ্ছা] (বিশেষ্য) ১ অনর্থক অর্থদণ্ড (গচ্চা দেওয়া, গচ্চা যাওয়া। ২ ক্ষতিপূরণ। ৩ অসাবধানতা-বশত লোকসান (কয়েক লাখ টাকা গচ্চা যাবে। তখন জীবিকা নিয়ে টানাটানি পড়বে-শওকত ওসমান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্> (প্রাকৃত)গচ্ছ>+ (বাংলা) আ}
- Bengali Word গচ্ছিত English definition [গোচ্ছিতো] (বিশেষণ) রক্ষণাবেক্ষণের জন্য জমা রাখা হয়েছে এমন; রক্ষিত; ন্যস্ত; আমানত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্> (প্রাকৃত) গচ্ছ+ (বাংলা) ইত}
- Bengali Word গছা, গছানো English definition [গছা, গছানো] (ক্রিয়া) কৌশলে সম্মত করে চাপানো; ঘাড়ে চাপানো; অর্পণ করা; নেওয়ানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্> (প্রাকৃত) √গচ্ছ্>গছ্+আ, আনো}
- Bengali Word গজ গজ, গজর গজর English definition [গজ্গজ্, গজোর্গজোর্] (অব্যয়) ১ বিরক্তিপ্রকাশক অস্পষ্ট উক্তি; অসন্তোষ প্রকাশক (রাগে গজ গজ করছে)। ২ প্রকাশ করবার জন্য উন্মুখ (কথা গজ গজ করা)। ৩ অতিরিক্ত বোঝাই (পেটে খাদ্য গজ গজ করা)। গজগজানো, গজগজান (ক্রিয়া) বিরক্তি প্রকাশ করা; গজ গজ করা। গজগজানি (বিশেষ্য) বিরক্তিব্যঞ্জক অস্পষ্ট উক্তি। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্> (স্বরাগমে) গজর>গজ, দ্বিরুক্তি}
- Bengali Word গজ ১ English definition [গজ্] (বিশেষ্য) ১ হাতি; হস্তী (হয় গজ যদি দান করন্ত বিস্তর-কাজী দৌলত)। ২ দাবা খেলার ঘুঁটিবিশেষ (জিত্লে চতুরঙ্গ খেলায় নৌকা-গজে জোর ধরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ কীটবিশেষ। গজকচ্ছপ (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত প্রবল বিদ্বেষভাবাপন্ন দুই সহোদর মুনিকুমার। ২ ((আলঙ্কারিক)) দুই প্রবল প্রতিদ্বন্দ্বী। গজকচ্ছপের লড়াই (বিশেষ্য) ১ তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ২ দুই স্থূলকায় ব্যক্তির বা দুই প্রবল পক্ষের লড়াই। গজকপালে, গজকপালিয়া (বিশেষণ) হস্তীর ন্যায় প্রশস্ত ললাটবিশিষ্ট; ভাগ্যবান (লোকটা গজকপালিয়া-আবুল মনসুর আহমদ)। গজকুম্ভ (বিশেষ্য) হস্তীর মস্তকোপরি কলস সদৃশ মাংসপিণ্ড যাকে ‘করিকুম্ভ’ বলা হয়। গজগতি (বিশেষণ) হস্তীর ন্যায় ধীর ও গুরুগম্ভীর চালবিশিষ্ট। □ (বিশেষ্য) হস্তীর গমন বা গমনভঙ্গি। ৩ সংস্কৃত ছন্দবিশেষ। গজগামিনী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ হাতিতে আরোহণকারিণী নারী; গজারোহিণী। ২ হস্তীর ন্যায় সুন্দর ও মন্থর গমনভঙ্গিবিশিষ্টা। গজগামী (বিশেষণ) ১ হস্তীর পৃষ্ঠে আরোহণপূর্বক গমনকারী। ২ হস্তীর ন্যায় সুন্দর ও মন্থর গতিবিশিষ্ট। গজগিরি, গজগীর (বিশেষ্য) ১ ((আলঙ্কারিক)) প্রকাণ্ড; সুবিশাল (তোমার ঐ গজগিরি দেহ গুরুভার-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ কুয়া ইত্যাদির পাড়ে শান-বাঁধানো চত্বর। ৩ ঘরের মেঝে বা দেয়ালে চুনের কারুকার্য; পঙ্খের কাজ; limepunning (তোমার হুকুমে খোদা হ’ল .... পদানত যত গজগিরি-সত্যেন্দ্রনাথ দত্ত)। গজঘণ্টা (বিশেষ্য) হস্তীর গলায় বাঁধিবার ঘণ্টা। গজচক্ষু (বিশেষ্য) ঈষৎ বক্র ও দেহের তুলনায় অতি ক্ষুদ্র ও বেমানান চক্ষু। গজদন্ত (বিশেষ্য) ১ হাতির দাঁত; ivory। ২ দাঁতের উপর উৎপন্ন দাঁত। গজগতি (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ হস্তী। ২ গজপ্রধান। ৩ উড়িষ্যার প্রাচীন রাজাদের উপাধি। গজবীথি (বিশেষ্য) ১ হস্তীদের সুশৃঙ্খল ও সুবিন্যস্ত শ্রেণি। ২ ঐরাবত অবস্থানের দ্বিতীয় স্থান। গজভুক্ত কপিত্থবৎ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) গজ নামক ক্ষুদ্র কীট কর্তৃক ভক্ষিত কৎবেলের মতো; গজ নামক কীট কৎবেলের ভিতরে প্রবেশ করে সমস্ত শাঁস খেয়ে ফেলার পরও যার বাইরের রূপ পূর্বের মতোই থাকে। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) অন্তঃসারশূন্য। গজমোতি, গজমুক্তা, গজমতি (বিশেষ্য) যে মুক্তা হাতির মাথায় জন্মে বলে জন প্রবাদ। গজরাজ (বিশেষ্য) গজশ্রেষ্ঠ; ঐরাবত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গজ্+অ(অচ্)}
- Bengali Word গজ ২ English definition [গজ্] (বিশেষ্য) ১ দুই হাত বা তিন ফুট বা ৩৬ ইঞ্চি পরিমিত দৈর্ঘ্য পরিমাপের একক। ২ কাপড় মাপবার জন্য ব্যবহৃত ঐ পরিমাপবিশিষ্ট ফিতা ইত্যাদি; এক মিটারের কিছু কম (১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি) শীঘ্র দর্জি ডাক, গজ এনে মেপে দেখ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) ঐ মাপের (তিন গজ কাপড়)। গজকাঠি (বিশেষ্য) একগজ মাপের কাঠি। গজি (বিশেষণ) গজবিশিষ্ট বা পরিমিত; গজ পরিমান (পাঁচ গজি শাড়ি)। {(ফারসি) গজ}
- Bengali Word গজব, গযব English definition [গজোব্] (বিশেষ্য) ১ আল্লাহ প্রদত্ত শাস্তি (গজব পড়ল বলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ জুলুম; অত্যাচার। ৩ প্রচণ্ড ক্রোধ (গজব করিলা তুমি আজব কথায়-ভারতচন্দ্র রায়গুণাকর; আমি একা বেঁচে আছি গজব খোদার-আহসান হাবীব)। {(আরবি) গদব}
- Bengali Word গজর, গজর English definition ⇒ গজগজ
- Bengali Word গজরানো English definition [গজ্রোনো] (ক্রিয়া) ১ আক্রোশ বা ভয়ে চাপা গর্জন করা। ২ নিষ্ফল আক্রোশে গজ গজ করা। □ (বিশেষ্য) গর্জন। গজরানি (বিশেষ্য) চাপা গর্জন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্জন>গজর+আনো}
- Bengali Word গজল, গযল English definition [গজল্/গজোল] (বিশেষ্য) ১ সঙ্গীতের সুর-বিশেষ। ২ কবিতাবিশেষ; প্রণয়গীতি (শোনায়ো না নীতিকথা, শোনাও খুশীর গজল- নই; সূফীদের গযল কবিতাকে প্রভাবিত করে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ৩ ধর্মসঙ্গীত। {(আরবি) গজল}
- Bengali Word গজস্কন্ধ English definition [গজোস্কন্ধো] (বিশেষ্য) হাতির কাঁধের মতো মোটা কাঁধ যার; স্থূলস্কন্ধযুক্ত ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গজ+স্কন্ধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word গজা ১ English definition [গজা] (বিশেষ্য) এক ধরনের মিঠাই, সাধারণ মিঠাই অপেক্ষা দীর্ঘতর বলে এই নাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গজ+ (বাংলা) আ}
- Bengali Word গজা ২, গজানো English definition [গজা, গজানো] (ক্রিয়া) ১ জন্মানো; অঙ্কুরিত হওয়া (দেখতে দেখতে পাথরের গায়ে সব ফুল গজাল, ফল ফলল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাড়া; বৃদ্ধি পাওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তুলনীয়) (ফারসি) গজক}
- Bengali Word গজানন English definition [গজানন্/গজানোন্] (বিশেষ্য) হাতির ন্যায় মুখ যার; হিন্দু দেবতা গণেশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গজ+আনন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word গজানীক English definition [গজানিক্] (বিশেষ্য) হাতিতে চড়ে যুদ্ধ করে এমন সৈন্যদল; গজারোহী সৈন্যদল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গজ+অনীক; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
- Bengali Word গজার English definition [গজার্] (বিশেষ্য) শোলজাতীয় মৎস্যবিশেষ। {গজাল>গজার, (ল>র); (তৎসম বা সংস্কৃত শব্দ) গর্জক>}
- Bengali Word গজারি ১ English definition [গজারি] (বিশেষ্য) একজাতীয় বৃক্ষ ও তার কাঠ (গজারি গড়ের কঠিন কাঁকরময় মাটিতে লাঠি ঠুকতে ঠুকতে পথ চলছিলেন-আজা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গজ+অরি; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word গজারি ২ English definition [গজারি] (বিশেষ্য) ১ হাতির শত্রু; সিংহ। ২ হিন্দুমতে গজাসরহন্তা শিব নামক দেবতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গজ+অরি; ৬ (তৎপুরুষ সমাস)}