গ পৃষ্ঠা ৪
- Bengali Word গণইতে(ব্রজবুলি) English definition [গনোইতে] (অসমাপিকাক্রিয়া) গণনা বা হিসাব করতে (গণইতে দোষ গুণ লেশ ন পাওবি-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্>}
- Bengali Word গণক English definition [গণোক্] (বিশেষ্য) ১ ভাগ্য ইত্যাদি গণনাকারী; দৈবজ্ঞ; গণৎকার; astrologer। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√ণ্+অক(ণ্বুল্)}
- Bengali Word গণতন্ত্র, গণতন্ত্রী, গণতান্ত্রিক English definition ⇒ গণ
- Bengali Word গণতি English definition ⇒ গুনতি
- Bengali Word গণন, গণনা English definition [গনোন্, গনোনা] (বিশেষ্য) ১ সংখ্যা গণনার কাজ; অঙ্ক করা বা কষা। ২ অবধারণ; নিরূপণ; নির্ধারণ (বিচারে দোষী বলে গণনা)। ৩ হিসাব (বৎসর গণনা)। ৪ গ্রাহ্য বা স্বীকারকরণ (শ্রদ্ধেয় বলে গণনা)। ৫ উল্লেখ; বর্ণনা; নির্দেশ (শয়তান হিসাবে গণনা)। ৬ (জ্যোশা) রাশি-ক্ষেত্রের সাহায্যে ভবিষ্যৎ শুভাশুভ স্থিরীকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্+অন(ল্যুট্),+আ(টাপ্)}
- Bengali Word গণনাথ, গণনায়ক English definition ⇒ গণ
- Bengali Word গণনীয় English definition [গনোনিয়ো] (বিশেষণ) গণনার উপযুক্ত; মাননীয়; মান্য; গণনা করতে হবে এরূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্+অনীয়(অনীয়র্)}
- Bengali Word গণপতি English definition ⇒ গণ
- Bengali Word গণবি (মধ্যযুগীয় বাংলা) English definition [গণবি] (ক্রিয়া) গণনা বা গণ্য করবে (নাহি গণবি আনে-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্}
- Bengali Word গণলু, গণলুঁ (ব্রজবুলি) English definition [গনলু, গণলুঁ] (ক্রিয়া) গণ্য করলাম (নাহি গণলু-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্}
- Bengali Word গণশক্তি, গণসন্নিপাত, গণসমজ্বা English definition ⇒ গণ
- Bengali Word গণা English definition ⇒ গনা
- Bengali Word গণিকা English definition [গোনিকা] (বিশেষ্য) নারী যৌনকর্মী; বারনারী; বেশ্যা; কসবি। গণিকালয় (বিশেষ্য) পতিতালয়; বেশ্যালয়; বেশ্যাবাড়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্+ইক(ঠন্)+আ(টাপ্)}
- Bengali Word গণিত English definition [গোণিত্, বিশেষণে উচ্চারণ ‘গোনিতো’] (বিশেষ্য) অঙ্কশাস্ত্র; গণনা-বিজ্ঞান; mathematics। □ (বিশেষণ) ১ গণনার দ্বারা নির্দিষ্ট, স্থিরীকৃত বা ধার্য। ২ গণনা করা হয়েছে এমন; সংখ্যাত। গণিতক (বিশেষ্য) হিসাব। গণিতজ্ঞ (বিশেষ্য) গণিতশাস্ত্রে অভিজ্ঞ বা শিক্ষিত; গণিতশাস্ত্রবেত্তা। গণিতবিজ্ঞান, গণিতবিদ্যা (বিশেষ্য) অঙ্কশাস্ত্র; গণনাবিজ্ঞান; mathematics। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্+ত(ক্ত)}
- Bengali Word গণীভূত English definition [গোণিভুতো] (বিশেষণ) ১ জাতিগত; জাতীয়। ২ দলগত; গণের অন্তর্ভুক্ত; দলভুক্ত। ৩ সংস্থান্তর্গত; সঙ্ঘভুক্ত; সম্প্রদায় বা গোষ্ঠীগত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্+ঈ(চ্বি)+ √ভূ+ত(ক্ত)}
- Bengali Word গণেশ English definition [গণেশ্] (বিশেষ্য) হিন্দু দেবতাবিশেষ; শিব ও দুর্গার জ্যেষ্ঠপুত্র; হিন্দুমতে সিদ্ধিদাতা; লম্বোদর; গজানন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ+ঈশ}
- Bengali Word গণ্ড English definition [গন্ডো] (বিশেষ্য) ১ গাল; কপোল (গণ্ডদেশ)। ২ বৃহৎ স্ফোটক; ফোঁড়া; আব; মাংসস্ফীতি (ফোলা) রোগ; tumour (গলগণ্ড)। ৩ গ্রন্থি। ৪ চিহ্ন। ৫ যোগবিশেষ। □ (বিশেষণ) প্রধান; বৃহৎ (গণ্ডগ্রাম)। গণ্ড কূপ (বিশেষ্য) ১ গালের টোল। ২ অধিত্যকা। গণ্ড গাত্র (বিশেষ্য) আতা, নোনা বা ডেউয়া জাতীয় ফল। গণ্ড গ্রাম (বিশেষ্য) ১ ক্ষুদ্র গ্রাম; পল্লিগ্রাম অর্থেও ব্যবহৃত (এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। গণ্ডদেশ (বিশেষ্য) গাল; কপোল; cheek । গণ্ডমালা (বিশেষ্য) গলার গ্রন্থিস্ফীতি রোগ। গণ্ডমূর্খ (বিশেষণ) আকাট মূর্খ; অত্যন্ত নির্বোধ (কোথাকার গণ্ডমূর্খ পাষণ্ড নাস্তিক-রবীন্দ্রনাথ ঠাকুর)। গণ্ডযোগ (বিশেষ্য) (জোশা) যোগবিশেষ; যে যোগে জন্ম হলে সন্তানের মাতাপিতার মৃত্যু হয়। গণ্ডশৈল (বিশেষ্য) ১ পর্বত থেকে উৎক্ষিপ্ত বড়ো প্রস্তরখণ্ড। ২ গণ্ডসদৃশ ছোট পাহাড়। গণ্ডস্থল (বিশেষ্য) গণ্ডদেশ; গাল। গণ্ডেপিণ্ডে ⇒ গাণ্ডেপিণ্ডে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+ড}
- Bengali Word গণ্ডক English definition [গন্ডক্] (বিশেষ্য) ১ গণ্ডার। ২ বিঘ্ন; অন্তরায়; প্রতিবন্ধক। ৩ সংখ্যাবিশেষ; গণ্ডা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্ড্+ক(কন্)}
- Bengali Word গণ্ডকারী English definition [গন্ডোকারি] (বিশেষ্য) ১ বৃক্ষবিশেষ। ২ লজ্জাবতী লতা। ৩ খয়ের গাছ। ৪ বনচালতে (চালিতা)। ৫ কাউয়াঠুঁটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ড+কার+ঈ}
- Bengali Word গণ্ডকী English definition [গন্ডোকি] (বিশেষ্য) বিহার প্রদশেস্থ নদীবিশেষ। গণ্ডকী শিলা (বিশেষ্য) গণ্ডকী নদীতীরে উৎপন্ন শালগ্রাম শিলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ডক+ঈ}