গ পৃষ্ঠা ৩
- Bengali Word গজারোহী English definition [গজারোহি] (বিশেষ্য), (বিশেষণ) গজে বা হাতিতে সওয়ার; হাতিতে আরোহণকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গজ+আরোহী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word গজাল English definition [গজাল্] (বিশেষ্য) ১ বড় আকারের পেরেক (আয়নাটাকে গজাল আঁটিয়া বসাইল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ গজার মাছ। {(ফারসি) গজ + (বাংলা) আল}
- Bengali Word গজী English definition ⇒ গজ২
- Bengali Word গজেন্দ্র English definition [গজেন্দ্রো] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ বা উত্তম হাতি। ২ গজরাজ; গজশ্রেষ্ঠ। ৩ ঐরাবত। গজেন্দ্রগমন (বিশেষ্য) ১ হাতির ন্যায় মন্থরগতি (গজেন্দ্রগমনে এগুতে হচ্ছে-মনোজ বসু)। ২ বৃহৎ হস্তীর ন্যায় মহিমাব্যঞ্জক গতি। গজেন্দ্রগামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গজেন্দ্রের ন্যায় গতিবিশিষ্টা; মন্থর মনোহর চলনবিশিষ্টা।{(তৎসম বা সংস্কৃত শব্দ) গজ+ইন্দ্র; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গজয়া English definition [গজোয়া] (বিশেষ্য) ১ ছোট আকারের মিষ্টান্নবিশেষ; গজা। {গজ+(হ্রস্বার্থে) উয়া}
- Bengali Word গঞ্জ ১ English definition [গন্জ্] (বিশেষ্য) ১ ব্যবসা-বাণিজ্যের স্থান; হাট; গোলা। ২ শস্যাদি কেনাবেচার স্থান। ৩ ধনভাণ্ডার (কারুণের গঞ্জ আনি নিলক্ষে লুটায় -সৈয়দ আলাওল)। {(ফারসি) গন্জ}
- Bengali Word গঞ্জ ২ English definition [গন্জো] (ক্রিয়া) তিরস্কার করা (বৃথা গঞ্জ দশাননে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গঞ্জ্}
- Bengali Word গঞ্জন English definition [গন্জন্] (বিশেষ্য) ১ তিরস্কার করা; গালিবর্ষণ। ২ লাঞ্ছিতকরণ। □ (বিশেষণ) তুচ্চকর; লাঞ্ছনাকর (খঞ্জন-গঞ্জন)। গঞ্জনা (বিশেষ্য) ১ তিরস্কার; কটুক্তি। ২ খোঁটা। ৩ লাঞ্ছনা। গঞ্জিত (বিশেষণ) লাঞ্ছনাকারী; তুচ্ছকারী; লাঞ্ছিত; তিরস্কৃত (বীণাগঞ্জিত মঞ্জুভাষিণী -রবীন্দ্রনাথ ঠাকুর)। গঞ্জিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) তুচ্ছকারিণী (রোহিণী-গঞ্জিনী বধূ- মদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গঞ্জি+অন(ল্যুট্)}
- Bengali Word গঞ্জায়িশ, গুনজায়িশ English definition [গন্জায়িশ, গুনজায়িশ] (বিশেষ্য) স্থান-সংকুলান; জায়গা ধারণ ক্ষমতা। {(ফারসি) গুন্জায়িম}
- Bengali Word গঞ্জিকা English definition [গোন্জিকা] (বিশেষ্য) গাঁজা; সিদ্ধি গাছের জটা; এক প্রকার মাদক দ্রব্য। গঞ্জিকাসেবী (বিশেষ্য), (বিশেষণ) গাঁজা খায় যে; গাঁজাখোর। {‘গাঁজা’ শব্দের সংস্কৃতায়ন ‘গঞ্জিকা’}
- Bengali Word গঞ্জিত, গঞ্জিনী English definition ⇒ গঞ্জন
- Bengali Word গঞ্জিফা, গঞ্জীফা English definition [গোন্জিফা] (বিশেষ্য) ক্রীড়াবিশেষ; তাস খেলা (তারা খেলত হয় সতরঞ্জ নয় গঞ্জিফা-প্রথম চৌধুরী)। {(ফারসি) গন্জ্ফাহ}
- Bengali Word গট, গট English definition ⇒ গ্যাঁট
- Bengali Word গটগট,গটমট English definition [গট্গট্, গটমট] (অব্যয়) দৃঢ়ভাবে পদক্ষেপের শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গটরা English definition [গট্রা] (বিশেষ্য) ১ উচ্চ তুমুল শব্দ (তার মধ্যে ঢাকের গটরার শব্দে গাজন বেরিয়েছে-কালীপসন্ন সিংহ)। □ (বিশেষণ) বড়; বৃহৎ (গটরা চোখ)। {(আরবি) গরগরহ}
- Bengali Word গঠ English definition [গঠন্] (বিশেষ্য) গঠন; গড়ন (অধিক সুন্দর গঠ কামনা সুন্দর-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘট্>}
- Bengali Word গঠন English definition [গঠ্] (বিশেষ্য) ১ গড়া; রচনা; নির্মাণ (দল গঠন)। ২ গ্রন্থন; বিন্যাস; বাঁধুনি (দেহের গঠন)। ৩ আকৃতি; অবয়ব; চেহারা (সুন্দর গঠন)। গঠিত (বিশেষণ) নির্মিত; রচিত; বিন্যস্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গঠ্+অন; √ঘট্+অন(ল্যুট্)>}
- Bengali Word গড্ডল, গড্ডর English definition [গড্ডল্, গড্ডর্] (বিশেষ্য) ১ ভেড়া। ২ গাড়ল। {গাড়ল>(তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডল, গড্ডর (র=ল) (অর্বাচীন সংস্কৃত শব্দ)}
- Bengali Word গড্ডলিকা, গড্ডালিকা, গড্ডরিকা, গড্ডারিকা English definition [গড্ডোলিকা, গড্ডালিকা, গড্ডোরিকা, গড্ডারিকা] (বিশেষ্য) ১ এক মেষের অনুবর্তী মেষদল; অগ্রবর্তী মেষের অনুসরণকারী ভেড়ার পাল; মেষপালের সর্বাগ্রবর্তিনী ভেড়ি(ভেড়ী)। গড্ডলিকা প্রবাহ (বিশেষ্য) ১ ভেড়ার পালের মতো একের অন্যকে অনুসরণ; ভালোমন্দ না বুঝে অন্ধের ন্যায় অনুসরণ। ২ ((আলঙ্কারিক)) গতানুগতিকতা; প্রচলিত ধারার অনুগামিতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডল+ইক(ঠন)+ আ(টাপ্); গড্ডর+ইক+আ}
- Bengali Word গণ English definition [গন্, সমাসবদ্ধ পদে পূর্বপদ হলে উচ্চারণ ‘গনো’] (বিশেষ্য) ১ সমূহ; সমষ্টি। ২ বহুবচনবাচক শব্দ (কৃষকগণ, লোকগণ)। ৩ বর্গ; শ্রেণি। ৪ দল। ৫ জনসাধারণ (গণ-আন্দোলন)। ৬ গোষ্ঠী; বর্গ। ৭ (জ্যোশা) নক্ষত্র অনুসারে জাতকের প্রকৃতিভেদ (দেবগণ, রাক্ষসগণ, নরগণ)। ৮ (ব্যাকরণ) ধাতুসমূহ (হ-আদি গণ, খা-আদি গণ)। গণগণক (বিশেষ্য) গোষ্ঠীর গণনাকারী (আমি আয়ুষ্মান গণ-গণকের কাছে জানতে চাই, আজকের অধিবেশনে কতজন সদস্য উপস্থিত আছেন-রাহুল সাংকৃত্যায়ন)। গণ-টোকাটুকি (বিশেষ্য) পরীক্ষাকক্ষে পরীক্ষার্থীগণ কর্তৃক ব্যাপক হারে অসদুপায় অবলম্বন করা বা নকল করা। গণতন্ত্র (বিশেষ্য) ১ জনসাধারণ কর্তৃক রাজ্য বা দেশ পরিচালনার আদর্শ; democracy। ২ অনুরূপ উপায়ে শাসিত রাষ্ট্র; সাধারণতন্ত্র; republic। গণতন্ত্রী, গণতান্ত্রিক (বিশেষণ) গণতন্ত্রের নীতি অনুসরণকারী; গণতন্ত্রমূলক। গণদেব (বিশেষ্য) ১ হিন্দু দেবতা গণেশ। ২ হিন্দুমতে গণশক্তির দেবতা। ৩ জনগণ; জনশক্তি। গণনায়ক (বিশেষ্য) জনগণের নেতা। গণপতি, গণনাথ (বিশেষ্য) ১ হিন্দু দেবতা গণেশ। ২ হিন্দু দেবতা শিব। ৩ দলপতি। গণপিটুনি (বিশেষ্য) পাইকারি প্রহার; সকলের এলোপাতাড়ি প্রহার (চোর পকেট মারতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারালো)। গণবাহিনী (বিশেষ্য) জনগণ বা জনতা কর্তৃক গঠিত বাহিনী; people’s army। গণশক্তি (বিশেষ্য) সম্মিলিত প্রজাপুঞ্জ বা জনসাধারণ অথবা তাদের সম্মিলিত শক্তি। গণ-সন্নিপাত (বিশেষ্য) সাধারণ সভা; সাধারণের অধিবেশন (একদিন সংস্থাগারে গণ-সন্নিপাত হলো -রাহুল সাংকৃত্যায়ন)। গণ-সমজ্বা (বিশেষ্য) মহোৎসব; সাধারণ উৎসব (অল্পদিন আগে গণ সমজ্বা উপলক্ষে বৈশালীতে গিয়েছিলাম-রাহুল সাংকৃত্যায়ন )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্+অ(অচ্)}