গ পৃষ্ঠা ৮
- Bengali Word গন্ধেশ্বরী English definition [গন্ধেশ্শোরি] (বিশেষ্য) গন্ধবণিক জাতি কর্তৃক পূজিত কূলদেবতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+ঈশ্বরী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গন্ধোপজীবী (-বিন্), গন্ধাজীব English definition [গন্ধোপজিবি, গন্ধাজিব্] (বিশেষ্য) ১ গন্ধবণিক। ২ গন্ধদ্রব্য ও মসলার ব্যবসায় দ্বারা জীবিকা নির্বাহ করে যে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+ উপজীবী, আজীব, (বহুব্রীহি সমাস)}
- Bengali Word গন্নাকাটা English definition [গন্নাকাটা] (বিশেষণ) উপরের ঠোঁট কর্তিত এমন। {(ওড়িয়া) গ্রহণখণ্ডিয়া>}
- Bengali Word গনৎকার, গণৎকার English definition [গনোত্কার্] (বিশেষ্য) যে ব্যক্তি রাশিচক্র বিচার করে ভাগ্য নিরূপণ করতে পারে বলে দাবি করে; দৈবজ্ঞ; জ্যোতিষী; গণক। (তারপরে এল গণৎকার- রঠা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণনাকার>; গণক>}
- Bengali Word গপ English definition [গপ্] (বিশেষ্য) ১ গল্প। ২ গল্পকথা (নতুন নতুন গপ না এলে আসরে সময় কাটান কষ্টকর-শওকত ওসমান )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল্প>}
- Bengali Word গপগপ, গবগব English definition [গপ্গপ্, গব্গব্] (অব্যয়) বড় বড় গ্রাসে তাড়াতাড়ি গিলে খাওয়ার শব্দ। গপাগপ, গবাগব (ক্রিয়াবিশেষণ ) তাড়াতাড়ি গপগপ শব্দ করে (গপাগপ গেলা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গফফার English definition [গফ্ফার্] (বিশেষণ) ক্ষমাশীল। {(আরবি) গফফার }
- Bengali Word গবগব English definition ⇒ গপগপ
- Bengali Word গবচন্দ্র English definition ⇒ গবুচন্দ্র
- Bengali Word গবরাট English definition [গব্রাট্] (বিশেষ্য) দরজা জানালার চৌকাঠের নীচের দিকের কাঠ (দরজার গবরাটের উপর দাঁড়াইয়া-ইহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+অ=গব+(তৎসম বা সংস্কৃত শব্দ) রাট্}
- Bengali Word গবর্নর English definition ⇒ গভর্নর
- Bengali Word গবর্মেন্ট English definition ⇒ গভর্নমেন্ট
- Bengali Word গবা, গবেট English definition [গবা, গবেট্] (বিশেষণ) ১ নির্বোধ; বোকা; হাঁদা; স্থূলবুদ্ধি। (আমাকে বুঝি একেবারে একটা গবেট মনে করেছে- আবুল ফজল)। ২ নিরেট মূর্খ। ৩ হাবা; অল্পবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+(বাংলা) আ, +ট; আবেস্তা. গর (অর্থ ষাঁড়)}
- Bengali Word গবাক্ষ English definition [গবাক্খো] (বিশেষ্য) ১ ঘুলঘুলি; বায়ু চলাচলের ক্ষুদ্র পথ। ২ জানালা (কোনও মুদ্রা যন্ত্রালয়ের গবাক্ষের নিকট দিয়া .... -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ অক্ষি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গবাদি English definition [গবাদি] (বিশেষণ) গরু এবং গরুর মতো গৃহপালিত পশু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+আদি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word গবী English definition [গোবি] (বিশেষ্য) গরু; গাভী (গবীদের হাম্বারব-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ঈ}
- Bengali Word গবুচন্দ্র, গোবুচন্দ্র, গবচন্দ্র English definition [গোবুচন্দ্রো, গোবুচন্দ্র, গবচন্দ্র] (বিশেষ্য) ১ গল্পবর্ণিত হবুচন্দ্র রাজার মূর্খ মন্ত্রী (হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী)। □বিণ ১ আকাট মূর্খ। ২ গরুর ন্যায় বুদ্ধিহীন বা বোধশক্তিতে ক্ষীণ; ষাঁড়ের মতো বিচারবুদ্ধিহীন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+চন্দ্র>; আবেস্ত ভাষায় ‘গব’ শব্দের অর্থ ষাঁড়}
- Bengali Word গবেট English definition ⇒ গবা
- Bengali Word গবেষণ English definition ⇒ গবেষণা
- Bengali Word গবেষণা, গবেষণ English definition [গবেশোনা, গবেশন্] (বিশেষ্য) তত্ত্বাদির বিশেষ অনুসন্ধান; তত্বান্বেষণ; research (বিজ্ঞানীরা যে উপায়ে তাঁহাদের অনুসন্ধান পরিচালনা করেন তাহাকে গবেষণা বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। গবেষিত ( বিশেষণ) তত্ত্বানুসন্ধান বা গবেষণা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+এষণা; √গবেষ্+অন (ল্যুট/যুচ্)}